টুকরো খবর
মস্কোয় অগ্নিকাণ্ড, মৃত ১৭
বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হল ১৭ জন অভিবাসী শ্রমিকের। আজ ভোর পাঁচটা নাগাদ মস্কো শহরের এক বাজারে একটি গুদামে আগুন লাগে। রাতে সেখানেই ঘুমোতেন শ্রমিকেরা। আপৎকালীন মন্ত্রক সূত্রে খবর, সতেরোটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দমকল বিভাগের মুখপাত্র জানান, মৃতরা সকলেই মধ্য এশিয়ার বাসিন্দা। তাঁরা নির্মাণকাজ বা বস্ত্রবিক্রির সঙ্গে যুক্ত। গত কাল রাতে মৃদু তুষারপাত হয়। ঠান্ডা থেকে বাঁচতে কর্মীরা বৈদ্যুতিক হিটার জ্বালান। তার থেকেই আগুন লাগে বলে দমকলের অনুমান। গুদাম লাগোয়া ছাউনিটি থেকে বেরোনোর মাত্র একটি দরজা থাকায় পালাতে পারেননি শ্রমিকেরা। দু’ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকল বিভাগ জানিয়েছে। রাশিয়ার আপৎকালীন মন্ত্রী এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন ওই জায়গা মানুষের বাসের অযোগ্য। তাও কী করে সেখানে শ্রমিকরা থাকার সুযোগ পেলেন, তা খতিয়ে দেখে দোষীদের শাস্তি দেওয়া হবে।

বিস্কাইবি থেকে ইস্তফা দিচ্ছেন মার্ডক-পুত্র
ব্রিটিশ সম্প্রচার সংস্থা বিস্কাইবি-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে চলেছেন রুপার্ট মার্ডকের পুত্র জেমস। সংস্থার ৪০% শেয়ারের স্বত্ব রয়েছে মার্ডকদের সংস্থা নিউজ কর্পের হাতে। ফোনে আড়ি পাতা কাণ্ডের জেরে এ বছরের ফেব্রুয়ারি মাসে নিউজ ইন্টারন্যাশনালের এগজিকিউটিভ চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন জেমস। বিস্কাইবি-র তরফে আজ জেমসের পদত্যাগের খবর জানানোর পাশাপাশি বলা হয়, পরবর্তী চেয়ারম্যান হবেন নিকোলাস ফার্গুসন। গত বছর বিস্কাইবি অধিগ্রহণ করার চেষ্টা করেছিল নিউজ কর্প। তবে, ফোনে আড়ি পাতা নিয়ে রাজনৈতিক চাপে তা স্থগিত হয়ে যায়।

সইদকে রুখতে পারেনি পাকিস্তানি পুলিশবাহিনী
আন্তর্জাতিক চাপে কয়েক বার লস্কর-ই-তইবার প্রধান হাফিজ মহম্মদ সইদের উপরে নিষেধাজ্ঞা জারি করার চেষ্টা করেছে পাকিস্তান সরকার। কিন্তু দেশবাসীর একটি অংশের কাছে জনপ্রিয় সইদকে নিয়ে কার্যত ল্যাজে গোবরে হতে হয়েছে সরকারকে। সম্প্রতি ইসলামাবাদে একটি সভা ডেকেছিল সইদের সংগঠন ডেফা-ই-পাকিস্তান। সইদ ও আহল-ই-সুন্নত ওয়াল জামাতের নেতা আহমেদ লুধিয়ানভির রাজধানীতে প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। কিন্তু, কার্যত পুলিশ ও আধাসেনার সঙ্গে লুকোচুরি করে ইসলামাবাদে ঢুকে পড়েন ওই দুই নেতা। বার বার তাঁদের আটকানো হয়। ফের অন্য পথে এগিয়ে যান তাঁরা। ফলে রাস্তায় ভিড় জমে যায়। শুরু হয় যানজটও। সইদকে আটকাতে পারেনি পুলিশ। জনসভায় আগেই পৌঁছে যান তিনি। লুধিয়ানভিকে আটক করা হয়। কয়েক মিনিটের মধ্যেই জামিনে মুক্তি পান তিনি। পরেও আর তাঁদের রোখা যায়নি।

রক্ষা পেলেন পাক প্রধানমন্ত্রী
যান্ত্রিক গোলযোগে জরুরি অবতরণ করতে হল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিমানটিকে। আজ সেনা-শহর রাওয়ালপিন্ডি থেকে সিন্ধু প্রদেশে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন গিলানি। সময় মতো বিশেষ বিমানটি তাঁদের নিয়ে আকাশে ওড়ে। কিন্তু অল্প কিছু ক্ষণের মধ্যেই যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় বিমানটিকে রাওয়ালপিন্ডি বিমানঘাঁটিতে ফিরিয়ে আনা হয়। প্রধানমন্ত্রী-সহ বাকি মন্ত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন। এ দিনই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন এক উচ্চপদস্থ সেনা অফিসার।

স্বামীকে বাঁচাতে বিমান চালালেন বৃদ্ধা
বিমান চালানোর অভিজ্ঞতা ছিল না ৮০ বছরের মহিলার। কিন্তু মাঝ আকাশে বৃদ্ধ পাইলট স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় উইসকনসিন চেরিল্যান্ড বিমানবন্দরে বিমান অবতরণ করালেন মহিলা। বিমানবন্দরকে জানালে তাঁকে সাহায্য করতে আসে অন্য এক বিমান। মাঝ আকাশেই মহিলাকে নির্দেশ দিতে থাকেন সেই চালক। তবে ‘শেষরক্ষা’ হইনি। স্বামীকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।

মৃত ২ ভারতীয়
বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে ডুবে প্রাণ হারালেন দুই ভারতীয়। ঘটনাটি অস্ট্রেলিয়ার নিwউ সাউথ ওয়েলসের। অস্ট্রেলিয়ার সংবাদসংস্থা সূত্রে খবর, রবিবার দুই যুবক ডুবে যান। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত ঘোষণা করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.