টুকরো খবর
কর ফেরাতে পথ অবরোধ
স্বর্ণশিল্পের উপর বসানো কর প্রত্যাহারের দাবিতে প্রায় এক ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন অলঙ্কার ব্যবসায়ীরা। সোমবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার হাসমিচকে। ওই ঘটনায় হিলকার্ট রোড, সেবক রোড এবং বিধান রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যান শিলিগুড়ির ডিএসপি প্রদীপ পাল এবং শিলিগুড়ি থানার আইসি পিনাকী মজুমদার। স্বর্ণ ও রৌপ্য ব্যবসায়ী সমিতির নেতৃত্বদের সঙ্গে কথা বলে বিষয়টি মেটানোর চেষ্টা করেন তারা। ব্যবসায়ীরা পথ অবরোধ তুলতে না চাইলে উত্তেজনা ছড়ায়। পরে দুপুর ২টা নাগাদ তাঁরা অবরোধ তুলে নেন। ব্যবসায়ীরা মিছিল নিয়ে গিয়ে শিলিগুড়ির মহকুমাশাসকের দফতর এবং শিলিগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ দেখান। অবরোধ করার অভিযোগে পুলিশ ওই ঘটনায় একটি মামলা করেছে। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “রাস্তা অবরোধ করে সমস্যা তৈরি হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। উপযুক্ত ব্যবস্থা নেব।” শিলিগুড়ি স্বর্ণ ও রৌপ্য ব্যবসায়ী সমিতির সভাপতি সোনাবাঁশি পাল বলেন, “স্বর্ণশিল্পের বর্ধিত ‘কর’-এ সঙ্কটে পড়েছি। প্রচুর মানুষ এই শিল্পে যুক্ত। ১৭ দিন কর প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছি। তিনদিন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আশ্বাসে আন্দোলন স্থগিত রাখা হয়। তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে কথা বললেও আমাদের দাবি মানা হয়নি। টানা আন্দোলন চলবে।”

ভাগ্নির খোঁজে পুলিশে নালিশ
নিখোঁজ দুই ভাগ্নির মধ্যে একজনে ফিরে পেয়ে পাচারকারীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাল মামা। সোমবার ঘটনাটি ঘটেছে। সম্প্রতি ৮ মাস ধরে নিখোঁজ ওই কিশোরীকে দিল্লি থেকে উদ্ধার করে জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। সংস্থার সদস্যরা জানিয়েছেন, গত বছর জুলাই মাসে ফালাকাটা থানার এথেলবাড়ি চা বাগান থেকে নিখোঁজ হয়ে যায় অভিভাবকহীন দুই নাবালিকা। তারা মামা-মামির কাছে থাকত। স্থানীয় দুই ব্যক্তি কাজের প্রলোভন দেখিয়ে দুই কিশোরীকে দিল্লিতে পাচার করে বলে অভিযোগ। সম্প্রতি তাদের মধ্যে এক কিশোরীকে দিল্লি থেকে উদ্ধার করা হয়। এতদিন ভয়ে কিশোরীদের মামা কাঞ্ছা সাঁতাল পুলিশে অভিযোগ দায়ের করতে পারছিলেন না বলে জানিয়েছেন। আরেক ভাগ্নির খোঁজে এ বার তিনি পুলিশের দ্বারস্থ হন। স্বেচ্ছাসেবী সংস্থা বীরপাড়া ওয়েলফেয়ার কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ দে বলেন, “ভয়ে এতদিন পুলিশে ওই পরিবারটি অভিযোগ জানাতে পারছিল না। দুই জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। আর এক নাবালিকাকে খুঁজে বার করার জন্য পুলিশকে বলা হয়েছে।”

ঝুলল তালা
নিম্নমানের কাজের অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। সোমবার দুপুরে আলিপুরদুয়ারের শালকুমারহাট (২) গ্রাম পঞ্চায়েত দফতরে ঘটনাটি ঘটেছে। তৃণমূল নেতা দুলাল সাহা’র অভিযোগ, “২০০৯ সালে ডিআরডিসি প্রকল্পে মহিলা সঙ্ঘের ভবন নির্মাণ শুরু হয়। প্রথম থেকেই নিম্নমানে কাজ হচ্ছিল। ব্লক প্রশাসন, প্রধানকে জানানোর পর কাজও বন্ধ ছিল। ফের নিম্মমানের কাজ শুরু হয়েছে। এর প্রতিবাদে অনিদিষ্টকালের জন্য গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝোলানো হয়েছে।” গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের প্রধান কৃষ্ণপদ রায় বলেন, “ভবন নির্মানে নিম্নমানের কাজের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের নেতারা স্মারকলিপি দেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিই। কিন্তু কিছু তৃণমূল কর্মী গায়ের জোরে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন।”

পথ দুর্ঘটনায় মৃত্যু
স্কুলবাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছে মালবাজার থানা এলাকার বাগরাকোট এলাকায়। পুলিশ জানিয়েছে, নিহতের নাম প্রসাদ রাই (৪৭)। তার বাড়ি লিসরিভার চা বাগানে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ছোট গাড়ির আরোহী আচমকা দরজা খোলায় তিনি সাইকেল নিয়ে তাতে ধাক্কা খান। টাল সামলাতে না পেরে রাস্তা পড়তেই অন্যদিক থেকে আসা স্কুল বাসটি তাঁকে চাপা দেয়।

বাড়িতে চুরি
বাড়ি ফাঁকা পেয়ে তালা ভেঙ্গে ঘরে ঢুকে মোটরবাইক-সহ বিভিন্ন জিনিস চুরি করে পালাল দুষ্কৃতীরা। রবিবার রাতে ঘটনাটি ঘটে এনজেপি পুলিশ ফাঁড়ির সিস্টার কলোনির রেল আবাসনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেল কর্মী অজয়কুমার রবিদাস তাঁর স্ত্রীকে নিয়ে আবাসনে থাকেন। কয়েকদিন স্ত্রী আত্মীয়ের বাড়িতে গিয়েছেন। ওই দিন রাতে চাকরির কাজে বাইরে গিয়েছিলেন রবিবাবু। ওই সুযোগেই চুরির ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

উচ্চ মাধ্যমিকে উন্নীত
আলিপুরদুয়ার ২ ব্লকের তালেশ্বরগুড়ি হাইস্কুলকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করা হল। সোমবার স্কুলে সরকারি স্বীকৃতিপত্র পৌঁছনোর পর শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের মধ্যে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে। স্কুলটি উচ্চ মাধ্যমিক স্তর অবধি উন্নীত হওয়ায় তালেশ্বরগুড়ি, খাটাজানি, টটপাড়া সহ ১০টি গ্রামের ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার সুযোগ পাবে। প্রধান শিক্ষক সৌমেন রায় বলেন, “উচ্চ মাধ্যমিক স্তরে পড়ার জন্য ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হত। অনেক দূরের স্কুলে যেতে হয়। এ বার সেই সমস্যা মিটল।” একই ব্লকের লোকনাথপুর হাই স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগ চালু হল। এলাকার ছাত্রছাত্রীদের ৩০ কিমি দূরে মহাকালগড়ি হাইস্কুলে যেতে হত। প্রধান শিক্ষক ক্ষিতীশ দেবনাথ বলেন, “দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় আমরা খুশি।”

গাঁজা-সহ গ্রেফতার
২৫ কেজি গাঁজা-সহ ১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটে প্রধাননগর থানার জংশন এলাকায়। পুলিশ জানায়, ধৃত নাম রঞ্জিৎ সিংহের বাড়ি ঝাড়খন্ডের ভোজপুরে। পুলিশ জানতে পেরেছে, গাঁজা নিয়ে রঞ্জিৎ শিলিগুড়ি হয়ে ঝাড়খন্ডে যাচ্ছিল। ধৃতকে সাতদিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

দেহ উদ্ধার
অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটে ফাঁসিদেওয়া থানার লিউসিপাকুড়িতে। পুলিশ জানায়, মৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৪ বছর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.