টুকরো খবর |
ওই দিনটা কেউ ভুলতে পারে না: সহবাগ |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
বিশ্বকাপ জয়ের রাতকে এখনও ভুলতে পারেননি বীরেন্দ্র সহবাগ। বিশ্বকাপ জয়ের সেই ব্যাটকে সযত্নে নিজের ঘরে সাজিয়ে রেখেছেন তিনি। দলের স্পনসরের এক অনুষ্ঠানে আজ যোগ দিতে আসার আগে সযত্নে সেই ব্যাটকে আর একবার বের করে চুমু খেয়ে এসেছেন দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক। নিজেই এ দিন সে কথা জানালেন সহবাগ। এক বছর আগে এই দিনে কাপ জিতে নিয়েছিল ভারত। স্মৃতি রোমন্থন করতে করতে সহবাগ বলছিলেন, “সেদিনটাকে কি কেউ ভুলতে পারে? আজও মনে পড়লে রোমাঞ্চ হয়। আমার তো মনে হয় শুধু ক্রিকেটাররা নয়, কোনও ভারতবাসীই ওই ঐতিহাসিক দিনটাকে ভুলতে পারবে না।” বোর্ডের রোটেশন নীতির কোনও দিনই সমর্থক নন সহবাগ। তাই আসন্ন আইপিএলে নিজের দলে কোনও রকম রোটেশনের রাস্তায় যাবেন না তিনি। বলেই দিলেন “রোটেশনে আমি বিশ্বাস করি না। সেরা দলটাই সব সময় খেলবে।” নিজের দল সম্পর্কে সহবাগ বলছিলেন, “আমার দলে জয়বর্ধনে, পিটারসেনদের মতো তারকা আছে এ বার। তবে যত দিন না ওরা যোগ দিচ্ছে, তত দিন বেণুগোপালদের মতো খেলোয়াড়দের নিয়েই চালিয়ে দেব। তারকা খেলোয়াড়রা ছাড়াও আমাদের দলে বেশ কয়েকজন ভাল খেলোয়াড় রয়েছে। এ বারের আমাদের দলটা দেশের অন্যতম সেরা দল।” সহবাগের আপাতত চিন্তা বরুণ অ্যারনের ফিটনেস। বলছিলেন, “বরুণ সম্পূর্ণ ফিট হয়ে গেলে ভাল হত। তবে ও ফিট না হওয়া পর্যন্ত আমাদের কাছে ওর পরিবর্ত রয়েছে। দেখা যাক কী হয়।”
|
এই নাইটদের টিম স্পিরিট আছে, বললেন শাহরুখ |
সংবাদসংস্থা • মুম্বই |
প্রথম তিন বছরে যা ছিল না, শেষ দু’বছরে নাইটদের মধ্যে সেটা দেখতে পাচ্ছেন কেকেআর মালিক শাহরুখ খান। গৌতম গম্ভীরের টিমে অনেক বেশি টিম স্পিরিট দেখতে পাচ্ছেন তিনি। এ দিন শাহরুখ বলেছেন, “শেষ দু’বছরে টিমটাকে বেশি জমাট লাগছে। টিম স্পিরিট এসেছে। আগের বছরগুলো টিম ভাল হলেও টিম হিসেবে খেলতে পারছিলাম না।” আরও বলেছেন, “গত বছর থেকেই কেকেআরের মধ্যে টিম ব্যাপারটা ঢুকে পড়েছে। তরুণরাও বড় মঞ্চের আঁচ পাচ্ছে।” পাশাপাশি আইপিএলের পড়তি টিআরপি নিয়ে খুব একটা চিন্তিত নন কিং খান। বলেছেন, “রেটিং তো সব সময় বদলাতেই থাকে। যখন আইপিএল চালু হল লোকে বলছিল, এমন ঘরোয়া লিগের কোনও জায়গা নেই। কিন্তু সেটা পরে ভুল প্রমাণিত হয়েছে।”
|
ইংল্যান্ডে এফএ কোচিং কোর্স করতে যেতে চান অ্যালভিটো |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভারতীয় ফুটবলে একেবারে অন্য জগৎ খুলে দিচ্ছেন অ্যালভিটো ডি’কুনহা। এখনও তাঁর নাম রয়েছে ইস্টবেঙ্গল দলে। এ এফ সি কাপের মতো টুর্নামেন্টে দলে রয়েছেন তিনি। পাশাপাশি ইস্টবেঙ্গলের সহকারী কোচ। তাতে কী? খেলতে খেলতেই কোচিং ডিগ্রি পাওয়ার লক্ষ্যে এ বার ইংল্যান্ড পাড়ি দিতে চাইছেন অ্যালভিটো। মে মাসে মিডলসবোরোতে কোচিং কোর্সে যোগ দেওয়ার জন্য ভিসার আবেদন করেছেন তিনি। ভিসা এখনও পাননি। ইস্টবেঙ্গল কর্তাদের অনুমতি পেয়ে গিয়েছেন ইংল্যান্ড যাওয়ার জন্য। খেলতে খেলতে বিদেশে কোচিং কোর্স করতে যাওয়ার ঘটনা কলকাতা ফুটবলে খুব কম রয়েছে। অতীতে কলকাতার কয়েক জন তারকা কোচিং কোর্স করতে যান খেলা ছেড়ে দেওয়ার জন্য। ভিসা এখনও পাননি বলে অ্যালভিটো এ নিয়ে বেশি কথা বলতে নারাজ। শুধু বললেন, “আমার গর্ব হচ্ছে, এফ এ-র কোচিং কোর্সে যাওয়ার সুযোগ পেয়ে। ভবিষ্যতে আমায় দেখে যদি অন্য ফুটবলাররা যায়, তা হলে আরও ভাল লাগবে।” এফ এ-র লেভেল টু-র প্রথম কোর্স পাঁচ ছয় দিনের। সেটা এ এফ সি ‘বি’ লাইসেন্সের সমতুল্য। তার পরে প্রয়োজনে ছয় মাসের কোচিং কোর্সে যোগ দিতে চান অ্যালভিটো। এখন অপেক্ষায় ভিসা পাওয়ার। “ওখানে কোচিং কোর্স করতে গেলে এক ফাঁকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড দেখে আসব। আমার স্বপ্নের ক্লাব।” বেশ উত্তেজিত অ্যালভিটো।
|
চিডির সঙ্গে কথা লাল-হলুদের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দু’বছরের চুক্তি। কিন্তু পারফরম্যান্স ভাল বলে চিডি এডেকে রাখতে খুব আগ্রহী নয় সালগাওকর। অন্য ক্লাব চাইলে তাঁকে ছেড়ে দিতে রাজি। র্যান্টি মার্টিন্স ও টোলগে ওজবেকে হারিয়ে চিডিকে নিতে আগ্রহী হয়ে উঠেছে ইস্টবেঙ্গল। এক কোটির বেশি টাকা চেয়েছেন তিনি। তাঁর সঙ্গে কথা অনেক দূর এগিয়েছে ইস্টবেঙ্গল। তবে অনেক ক্লাব কর্তা বলছেন, টোলগের মতো নতুন ফুটবলারই আনা উচিত। অনেক কম দামে ভাল ফুটবলার পাওয়া যাবে। চিডি জর্ডনে এ এফ সি কাপ খেলতে গেছেন। তিনি ফিরে এলে ইস্টবেঙ্গল কর্তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
|
ভারতের শেফ দ্য মিশন অজিত পাল |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
লন্ডন অলিম্পিক্সে ভারতের শেফ দ্য মিশন হলেন বিশ্বকাপজয়ী ভারতের অধিনায়ক অজিত পাল সিংহ। এই প্রথম ভারতের শেফ দ্য মিশন হচ্ছেন কোনও কিংবদন্তি খেলোয়াড়। অজিত পালের নাম আলোচনাতেই ছিল না। অন্য বারের মতোই রাজনীতিবিদ, কর্মকর্তাদের ভাবা হচ্ছিল এই পদের জন্য। হঠাৎই তিন বারের অলিম্পিয়ানকে সর্বসম্মতিক্রমে শেফ দ্য মিশন ঘোষণা করা হল। ১৯৬৮ থেকে ১৯৭৬ তিনটি অলিম্পিক্সে খেলেছেন। ব্রোঞ্জ জিতেছেন দু’বার। ১৯৭৫-এ বিশ্বকাপ জয় তাঁর নেতৃত্বেই।
|
ইস্টবেঙ্গলের খেলা গেল জর্ডনে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগের মধ্যে কাল, বুধবার আবার ইস্টবেঙ্গলের সামনে ইরাকির আরবিল। ইরাকিরা শহরে আসার দিনই জানা গেল, ইস্টবেঙ্গলকে ইয়েমেনি ক্লাবের সঙ্গে খেলতে হবে জর্ডনে। নিরপেক্ষ দেশে। ইয়েমেনে রাজনৈতিক অস্থিরতার জন্য ফিফা কোনও খেলা দিচ্ছে না। ইরাকি আরবিল ক্লাবে রয়েছেন দুই সিরিয়ান, এক উগান্ডান ও এক নাইজিরিয়ান। তাদের তিন ফুটবলার জাতীয় দলে খেলেন। কোচ স্বদেশি, নিজার মাহরুস। কলকাতার ম্যাচকে তারা কতটা গুরুত্ব দিচ্ছে, বোঝা গেল, ক্লাব প্রেসিডেন্ট বড় কর্তাদের নিয়ে নিজেই এখানে চলে আসায়। গত বছর এ এফ সি কাপে সেমিফাইনালে খেলা দলটি গ্রুপে অন্যতম ফেভারিট।
|
সেমিফাইনালে ওঠার যুদ্ধ মেসিদের |
নিজস্ব প্রতিবেদন |
সোমবার বার্সেলোনার প্র্যাক্টিসে মেসির ছবি রয়টার্সের। |
মঙ্গলবার নিজেদের মাঠে পেয়ে এ সি মিলানকে কি ধ্বংস করতে পারবেন মেসি-ইনিয়েস্তারা? চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে মিলানে খেলতে গিয়ে গোলশূন্য ড্র করে এসেছে বার্সেলোনা। আর্সেন ওয়েঙ্গার মনে করছেন, মঙ্গলবার ফিরতি ম্যাচে মিলানকে উড়িয়ে দেবেন মেসিরা। বার্সেলোনা কোচ গুয়ার্দিওলা বলছেন, এটাই মরসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। সঙ্গে এ-ও জানিয়েছেন, চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না জাভি। যেটা বার্সেলোনার কাছে বড় ধাক্কা হতে পারে। যকৃৎ প্রতিস্থাপন হওয়ায় এই ম্যাচে নেই আবিদাল। কিন্তু বেঞ্চে ফিরে আসতে পারেন সেস ফাব্রেগাস। মিলান পাচ্ছে না থিয়াগো সিলভা, ফান বোমেল, কাসানো, গাতুসোকে। তবে পাতো ফিরে আসতে পারেন দলে। বার্সেলোনার তুলনায় বায়ার্ন মিউনিখের কাজটা সোজা। মার্সেইতে গিয়ে ২-০ জিতে ফেরার পর তারা ঘরের মাঠে মঙ্গলবার পাচ্ছে মার্সেইকে। বায়ার্নের চিন্তা নিজেদের একগাদা হলুদ কার্ড।
|
আজ স্যাভিওর ভাগ্য নিয়ে সভা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আজ নয়াদিল্লিতে জাতীয় কোচ স্যাভিও মিদেইরার সঙ্গে আলোচনায় বসছেন এ আই এফ এফ কর্তারা। সঙ্গে থাকছেন ডাচ টিডি। স্যাভিও কাঠমান্ডুতে এ এফ সি চ্যালেঞ্জ কাপ চলাকালীন জাতীয় দলের ফুটবলারদের সমালোচনা করেছিলেন। কিন্তু গোয়ায় ফিরে এসে বলেছিলেন, “আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে।” এ নিয়েই তাঁর সঙ্গে আলোচনা করবেন এ আই এফ এফ কর্তারা। স্যাভিওকে মে মাসের পরে রাখা হবে কি না, তা নিয়ে একটা ধারণা পাওয়া যেতে পারে সভায়।
|
ভাইচুংদের ড্র |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগের দ্বিতীয় ডিভিশনে ভাইচুং ভুটিয়া চারটি সেলাই নিয়ে খেললেও ভাস্কোর সঙ্গে গোলশূন্য ড্র করল ইউনাইটেড সিকিম। তাদের মূলপর্বে ওঠাও সেই সঙ্গে একটা ধাক্কা খেল। ভাইচুংরা এখন আট ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে তিন নম্বরে। মহমেডান সমসংখ্যক ম্যাচে ১৩ পয়েন্টে চার নম্বরে। প্রথম দুই স্থানে আছে রয়্যাল ওয়াহিংডো এবং ওএনজিসি।
|
সেরা পঙ্কজ |
জয়পুরে আন্তঃ রেল শুটিং প্রতিযোগিতায় ভারত সেরা হলেন বাংলার পঙ্কজ পোদ্দার। তিনটি সোনা সহ একাধিক পদক জিতে।
|
অন্য খেলায় |
গঙ্গা মোটরস কাপে সেমিফাইনালে উঠল মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমি (লাল)। তারা ২০৮ রানে হারাল এডিবিসি স্কুল অব ক্রিকেটকে। |
|