আইপিএলের খেলা চলাকালীন ৯০ ডেসিবেল শব্দসীমার মধ্যে ইডেন গার্ডেন্সে মাইক বাজানোর জন্য নাইট রাইডার্সকে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গেই শব্দসীমার কোনও উল্লেখ না-করেই মাইক নিয়ে বিজ্ঞপ্তি জারি করায় সোমবার রাজ্যের পরিবেশ দফতরকে তুলোধোনা করল ডিভিশন বেঞ্চ। বিচারপতিদের মন্তব্য, পরীক্ষার সময় মাইক বাজানো বন্ধ রাখা নিয়ে পরিবেশ দফতরের জারি করা বিজ্ঞপ্তিটি ‘অর্থহীন’।
ইডেনে আইপিএলের খেলা শুরু হচ্ছে ৫ এপ্রিল, বৃহস্পতিবার। কিন্তু পরিবেশে দফতর নিষেধাজ্ঞা জারি করায় হাইকোর্টের দ্বারস্থ হয় নাইট রাইডার্স। বিচারপতি প্রতাপ রায় ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ এ দিন জানিয়ে দেয়, ইডেনে মাইক বাজিয়ে খেলা চালাতে বাধা নেই। তবে মামলাটিও চলবে। চার সপ্তাহের মধ্যে এই ব্যাপারে রাজ্য সরকারকে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দেয় আদালত।
ডিভিশন বেঞ্চ এ দিন শুনানির শুরুতেই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আইনজীবী নয়নচাঁদ বিয়ানির কাছে জানতে চায়, ইডেনে খেলার সময় মাইক বাজানোর ক্ষেত্রে তাঁদের কোনও আপত্তি আছে কি না। বিয়ানি জানান, ১৩ জানুয়ারি তাঁর মক্কেল সংস্থা মাইক নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। তাতে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ না-হওয়া পর্যন্ত বসতি এলাকা এবং পরীক্ষা কেন্দ্রের সংলগ্ন এলাকায় মাইক বাজানো যাবে না। তবে ইডেনে মাইক বাজানোর উপরে কোনও নিষেধাজ্ঞা নেই।
পর্ষদ ওই বিজ্ঞপ্তি জারির পরে রাজ্যের পরিবেশ দফতর ২২ ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি জারি করে। তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ মাধ্যমিক শেষ না-হওয়া পর্যন্ত খোলা জায়গায় মাইক বাজানো যাবে না। পরিবেশ দফতরের নিষেধাজ্ঞার পরে কলকাতা পুলিশের সঙ্গে বৈঠক করে নাইট রাইডার্স। কলকাতা পুলিশ জানিয়ে দেয়, তারা সরকারি নির্দেশই রূপায়ণ করবে। মাইক বাজলে তা খুলে নেবে। সরকার বা আদালত মাইক বাজানোর অনুমতি দিলে তবেই তারা মাইক বাজাতে দেবে। পরিবেশ দফতরের এই বিজ্ঞপ্তি দেখে বিচারপতিরা রাজ্যের জিপি অশোক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করেন, খোলা জায়গার মানে কী? খোলা জায়গা বলতে কী বোঝায়? জিপি কোনও উত্তর দিতে পারেননি। বিচারপতি প্রতাপ রায় বলেন, সরকারের একটি দফতর এই ধরনের অর্থহীন শব্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করছে কী ভাবে? ইডেনের মাঝখানটা ফাঁকা হলেও ওটা তো চার পাশ ঘেরা একটা জায়গা।
এটাকে কী বলবেন? এরও উত্তর দিতে পারেননি জিপি। ডিভিশন বেঞ্চের মন্তব্য, কোনও সরকারি বিজ্ঞপ্তি যে এ-রকম হতে পারে, তা ভাবাই যায় না। বিজ্ঞপ্তিটি মাইক বাজানো নিয়ে। অথচ তাতে শব্দসীমার কোনও উল্লেখই নেই!
বিচারপতিরা এর পরে নাইট রাইডার্সের আইনজীবী প্রতাপ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করেন, তাঁরা কী চান? প্রতাপবাবু জানান, ইডেনে খেলা শুরু হওয়ার কিছু আগে থেকে খেলা শেষ হওয়ার পরে কিছু ক্ষণ পর্যন্ত লাউডস্পিকার ব্যবহার করার অনুমতি চান তাঁর মক্কেলরা। আদালত জানায়, ৯০ ডেসিবেলের শব্দবিধি মেনে ইডেনে মাইক বাজানো যাবে।
মাইক বাজানোর অনুমতির সঙ্গে সঙ্গে হাইকোর্ট শব্দমাত্রা বেঁধে দেওয়ায় উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে নাইট রাইডার্স কিছুটা সমস্যায়। শব্দমাত্রা বেঁধে দেওয়ায় কতটা জমকালো ভাবে অনুষ্ঠান করা যাবে, সেই বিষয়ে কেকেআর-কর্তাদের কেউ কেউ খুবই সন্দিহান। ঠিক ছিল, ৫ এপ্রিল ইডেনে কেকেআর বনাম দিল্লি ডেয়ারডেভিলস ম্যাচের আগে ঘণ্টাখানেকের অনুষ্ঠান করা হবে। যা আগে কোনও আইপিএলে হয়নি। সেই অনুষ্ঠানে বাংলার সংস্কৃতির নানা দিক তুলে ধরা হবে। থাকবে ছৌ নাচ। হিলিয়াম বেলুনে চড়ে সারা স্টেডিয়াম ঘোরার কথা ছিল তারকাদের। জনপ্রিয় এক বাংলা ব্যান্ডকে আনার পরিকল্পনাও ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে অনুষ্ঠানের জৌলুসে কিছুটা কাটছাঁট হতে পারে বলে কেকেআর সূত্রে খবর। |