|
|
|
|
চিত্র সংবাদ |
|
দে ছুট। বোলপুরে বল্লভপুর অভয়ারণ্যে বিশ্বজিৎ রায়চৌধুরীর তোলা ছবি।
|
গাছ চুরি... |
|
|
বিষ্ণুপুরের ঘুঘুমুড়ার জঙ্গল এলাকা থেকে প্রায় ১০ হেক্টর জমির সেগুন গাছ কেটে নিয়েছে দুষ্কৃতীরা।
বাসিন্দাদের ক্ষোভ, রাতে গাছ কেটে পাচারের সঙ্গে একটি চক্র আছে। বন দফতরকে জানিয়েও
কাজ হয়নি।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, সেগুন বাগান বলে পরিচিত ঘুঘুমুড়া গ্রাম লাগোয়া জঙ্গলের বহু গাছ কাটা।
গ্রামবাসী হীরালাল দাস, দুলাল রায়রা তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগের সত্যতা স্বীকার করে
বন দফতরের বিষ্ণুপুরের রেঞ্জ অফিসার প্রকাশ ওঝা বলেন, “খবর পেয়েই বনকর্মীদের ওই জঙ্গলে
পাঠানো হয়েছিল। কিছু গাছ চুরি গিয়েছে। কারা এই কাজের সঙ্গে যুক্ত খোঁজ নেওয়া হচ্ছে।”
তথ্য: স্বপন বন্দ্যোপাধ্যায়। ছবি: শুভ্র মিত্র। |
|
|
তৃষ্ণার্ত। সাঁইথিয়ায় ছবিটি তুলেছেন অনির্বাণ সেন। |
|
|
|
|
|