টুকরো খবর
পালাল শীর্ষ মণিপুরি জঙ্গি, সম্পত্তি আটক শিলিগুড়িতে
শাশুড়ির চিকিৎসা করাতে এসেই পুলিশের জালে পড়েও পড়লেন না মণিপুরি জঙ্গি সংগঠন, কেসিপি-র সেনাধ্যক্ষ নাওরেম কেশো মেইতেই। আগের সব বারের মতোই, এ বারও এনআইএ-র জাল ছিঁড়ে পালালেন তিনি। তবে ধরা পড়ে গেলেন কেশোর ভায়রা ভাই তথা সংগঠনের অর্থ সচিব ইয়ুমলেংবাম ইংগো সিংহ। ইম্ফল পুলিশ সূত্রে খবর, প্রায় দু’মাস ধরে বাংলা ও নেপালের সীমান্তে একটি বাড়িতে ভাড়া ছিলেন কেশো, ইঙ্গো ও তাঁদের চার সঙ্গী। কেশোর শাশুড়ি চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তাঁর মৃত্যু হয়। পুলিশ ও এনআইএ জঙ্গি নেতাদের গতিবিধি সম্পর্কে খবর পেয়ে গত সপ্তাহেই ওই এলাকায় হানা দেয়। কিন্তু হানার আগেই দেহরক্ষীকে নিয়ে কেশো পালান। পুলিশের হাতে ধরা পড়েন ইংগো ও রাজেশ নামে অপর এক জঙ্গি। তাদের ডেরা থেকে কেশোর ল্যাপটপ, বহু নথি, অ্যালবাম ও বেশ কয়েকটি মোবাইল আটক করা হয়েছে। ল্যাপটপের নথি থেকে এনআইএ জানতে পারে, শিলিগুড়িতে কেশোর একটি অট্টালিকা ও দুটি গাড়ি রয়েছে। বাড়িটি ‘সিল’ করে গাড়িদুটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। ইংগোকে ৪ এপ্রিল অবধি নিজেদের হেফাজতে রাখার অনুমতি পেয়েছে এনআইএ। মাসকয়েক আগে ইরিলবুং জলসরবরাহ কেন্দ্রের চৌকিদার ও তার ছেলেকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত এই ইংগো। গত কাল মণিপুরের পশ্চিম ইম্ফল ও থৌবাল জেলার সীমানায় হানা দিয়ে নারকোটিকস্ কন্ট্রোল ব্যুরোর তদন্তকারী দল একটি চলমান হেরোইন কারখানার সন্ধান পেয়েছে। এই প্রথম এমন একটি ‘কারখানা’ হাতেনাতে ধরল এনসিবি। কারখানা থেকে চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এক কিলো হেরোইন, আফিম ও অন্যান্য যন্ত্রপাতিও উদ্ধার করা হয়েছে।

ডুমডুমা থানায় বিস্ফোরণে ধৃত ২ আলফা জঙ্গি
বিস্ফোরণে জড়িত সন্দেহে ২ যুবককে গ্রেফতার করল তিনসুকিয়া পুলিশ। পুলিশ জানায়, বোমাটি ডুমডুমা থানায় রাখার পরিকল্পনা করেছিল পরেশপন্থী আলফা। পুলিশ নজর রাখায় তারা স্থানীয় বাজারে বোমাটি রেখে পালায়। ধৃত ২ যুবকের নাম মন্টু মরাণ ও মৃদুপবন ফুকন। জেরায় তারা জানিয়েছে, মৃদুপবন বোমাটি নিয়ে এসেছিল, মন্টু সেটিকে বাজারে রেখে আসে। শনিবার এই বিস্ফোরণে ৩ পুলিশকর্মী জখম হন। অন্য দিকে, কাল রাতে তিনসুকিয়া পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পরেশপন্থী আলফার ১ জঙ্গির মৃত্যু হয়েছে। দলের বাকি ছ’জনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, একটি গাড়িতে করে ওই সাত যুবক যাচ্ছিল। পুলিশ গাড়িটি থামাতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। রাজ্য পুলিশের ডিজি জয়ন্ত নারায়ণ চৌধুরী জানিয়েছেন, ৭ এপ্রিল আলফার প্রতিষ্ঠা দিবস। পরেশপন্থী আলফারা তার আগে রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাসের পরিকল্পনা করেছে। পুলিশ, সেনা ও আধা-সামরিক বাহিনী নজরদারি বাড়িয়েছে। উজানি অসমের শিবসাগর, তিনসুকিয়া, জোরহাট ও ডিব্রুগড় ছাড়াও নামনি অসমের গোয়ালপাড়া ও দরং জেলায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

ইতালীয়কে নিয়ে হুমকি মাওবাদীদের
ইতালীয় পাওলো বোসুস্কোর মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে সরকার আর দেরি করলে তাঁরা কঠোর হতে বাধ্য হবেন বলে আজ হুমকি দিলেন মাওবাদী নেতা সব্যসাচী পণ্ডা। সব্যসাচী আজ ওড়িশা সরকারের প্রতিনিধিদের উদ্দেশে একটি টেপ পাঠান। তাতে তিনি সাফ জানান, সরকার যে ভাবে সময় নষ্ট করছে তাতে আর ধৈর্য রাখা সম্ভব নয়। সরকার এক দিকে আলোচনা চালাচ্ছে, অন্যদিকে অপহৃতদের মুক্তির জন্য বিশেষ অভিযানের পরিকল্পনা করছে। এরপর যদি পাওলোর কোনও ক্ষতি হয়, তার জন্য সরকার দায়ী থাকবে। সব্যসাচী যে সাত জন মাওবাদী নেতার মুক্তির দাবি জানিয়েছেন, তার মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী শুভশ্রী দাসও। মাওবাদীদের অন্য গোষ্ঠীর হাতে বন্দি বিধায়ক ঝিনা হিকাকার মুক্তি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার জন্য আজ বিধানসভায় দাবি জানান বিরোধীরা। মাওবাদী ডেরায় ঝিনা অসুস্থ হয়ে পড়ছেন বলেও জানান কয়েক জন বিধায়ক। পরে সরকারের এক আধিকারিক জানান, মাওবাদীরা তাদের ৪০ জন সঙ্গীকে জেল থেকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে। কেমন ভাবে সেটা করা যায় তা নিয়ে পরিকল্পনা চলছে।

বিজেপি ও জেভিএম-র সংঘষর‌্ গোড্ডায়
রামনবমীর মেলাকে কেন্দ্র করে গত রাতে গোড্ডা জেলার নুনবাট্টায় বিজেপি ও জেভিএম কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। পুলিশ জানায়, লাঠি ও ধারালো অস্ত্রে জখম হয়েছে বিবদমান দু’পক্ষের পাঁচজন। আহতদের মধ্যে বিজেপির যুব মোর্চার নেতা, প্রেম কুশওয়ার আঘাত গুরুতর। ভাগলপুর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। অন্যদের আঘাত তেমন গুরুতর নয়। রাজ্য বিজেপির সভাপতি দীনেশানন্দ গোস্বামী এই গোলমালের জন্য জেভিএমকেই দায়ী করেছেন। তাঁর অভিযোগ, জেভিএম-র একতরফা হামলায় জখম হয়েছে বিজেপির তিন কর্মী। বিজেপি গণ্ডগোলের জন্য জেভিএম বিধায়ক প্রদীপ যাদবের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে। তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছে বিজেপি। বিজেপির অভিযোগকে সাজানো বলে খারিজ করে দিয়েছেন জেভিএম বিধায়ক প্রদীপ যাদব। তাঁর দাবি, মেলা উপলক্ষ্যে বিজেপি গোলমাল পাকাতে চেয়েছে রাজনৈতিক কারণে। রাজ্যসভার ভোটে ঝাড়খণ্ডে টাকার খেলার অভিযোগ তোলে জেভিএম। প্রদীপবাবু জানান, নুনবাট্টা এলাকায় বিশ বছর ধরে রামনবমীর মেলা বসছে। গোড়া থেকেই মেলার আয়োজন করছে স্থানীয় যুবকরা। এ বারই প্রথম বিজেপির লোকজনরা জোর করে ওই এলকায় নতুন করে আরও একটি মেলা বসায়। স্থানীয় বাসিন্দারা বিজেপির ওই কাজের বিরোধিতা করে।

পুকুরে গাড়ি, চার যাত্রীর মৃত্যু
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ছিটকে পড়ল গাড়ি। চার আরোহীই মারা গেলেন। ঘটনাটি ঘটেছে ধেমাজি জেলায়। পুলিশ সূত্রে খবর, গত কাল গভীর রাতে একটি গাড়ি ৫২ নম্বর জাতীয় সড়ক দিয়ে তীব্র বেগে আসছিল। শিশিবরগাঁওয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের একটি পুকুরে গিয়ে পড়ে। পূর্ত দফতরের ইঞ্জিনিয়র দুলাল চন্দ্র আইচ, হেমন্ত গোঁহাই, রুমি বরুয়া ও রেখা গোহাঁই নামে গাড়ির চার আরোহী ঘটনাস্থলেই মারা যান। জখম অবস্থায় পঞ্চম আরোহীকে ধেমাজি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওড়িশায় নিহত প্রাক্তন সরপঞ্চ
নদীর পারে কিছু অংশ খোঁড়া নিয়ে বিবাদের জেরে প্রাণ হারালেন এক প্রাক্তন সরপঞ্চ। পুলিশ জানিয়েছে, নিহতের নাম বাইশন চরণ বিশোয়াল। তিনি সমানা গ্রাম পঞ্চায়েতের সরপঞ্চ ছিলেন। তাঁর মৃত্যুর পর এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশোয়ালের সমর্থকেরা বেশ কিছু ক্ষণের জন্য রাস্তা অবরোধ করেন। বন্ধ করে দেওয়া হয় দোকানপাটও। এই ঘটনার পর ওই অঞ্চলে সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

চাক্কা জ্যাম ডিব্রুগড়ে
১০০ ঘণ্টার চাক্কা বন্ধে থমকে গিয়েছে ডিব্রুগড়। অয়েল ইন্ডিয়া লিমিটেডের কাছে ৩৫ দফা দাবি পেশ করেছিল আসু। সব দাবি না মানায় এই বন্ধ ডাকা হয়েছে। আসুর দাবিগুলির মধ্যে রয়েছে: সম্প্রতি হওয়া চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা মান ৫০ থেকে ৩০ করা, অয়েল হাসপাতালের আধুনিকীকরণ, নাহরকাটিয়ার প্রথম তৈলকূপটিকে ঘিরে একটি পর্যটনস্থল গড়া ইত্যাদি।

কুষ্ঠ রোগীরা পথে নামল
জল ও বিদ্যুৎ সরবরাহ-সহ স্থানীয় হাসপাতালের অব্যবস্থার অভিযোগে আজ ধানবাদে পথে নামলেন কুষ্ঠ আক্রান্ত শতাধিক মহিলা-পুরুষ। পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, আজ ধানবাদের তেঁতুলমারির কাছে কুষ্ঠ রোগীদের বিক্ষোভে শামিল হয়েছেন এলাকার মানুষজনও। ধানবাদের বাগমারার এসডিপিও সঞ্জীব কুমার জানিয়েছেন, সকাল সাড়ে ন’টা থেকে ধানবাদ-রাজগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। বেলা প্রায় ১১ টা পযর্ন্ত অবরোধ-বিক্ষোভ চলে। মহকুমা শাসক জর্জ কুমার জানান, বিক্ষোভকারীরা মূলত হাসপাতালের জল ও বিদ্যুৎ সমস্যার কথাই তারা বলেছে। এই ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা হচ্ছে বলে জর্জ জানান।

বিস্ফোরণে, মৃত ১
বেআইনি বাজি কারখানায় কাজ করার সময়ে বিস্ফোরণে মৃত্যু হল এক মহিলার। আহত দু’জন। উত্তর ২৪ পরগনার বীজপুরের বাগমোড়ে ঘোষপাড়া রোডের উপরে ওই কারখানায় দুর্ঘটনাটি ঘটে সোমবার দুপুরে। মৃতের নাম শেফালি দাস (৩৫)। তিনি ওই এলাকারই বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবু দাস নামে এক জনের বাড়ির একতলা ও দোতলার দু’টি ঘরে বেআইনি ভাবে ওই কারখানা চলত।

আলাদা বৈঠক চান জয়ললিতাও
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে এ বার জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র (এনসিটিসি) নিয়ে আলাদা বৈঠক চাইলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। এনসিটিসি গঠন আপাতত স্থগিত রাখার দাবি জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে লেখা একটি চিঠিতে জয়ললিতা বলেছেন, মুখ্যমন্ত্রীদের মত না জেনেই দ্রুত এনসিটিসি গড়তে উদ্যোগী হয়েছিল কেন্দ্র। তাই অনেক রাজ্যই এই প্রস্তাবের বিরোধিতা করেছে। মমতার সুরেই এনসিটিসির বিরোধিতা করেছিলেন নবীন পট্টনায়ক সহ আরও কয়েক জন মুখ্যমন্ত্রী। জয়ললিতার দাবি, তিনিও আগেই প্রস্তাবিত এনসিটিসির কয়েকটি দিকের বিরোধিতা করেছিলেন।

দুই জঙ্গি ধৃত
বিস্ফোরণে জড়িত সন্দেহে ২ যুবককে গ্রেফতার করল তিনসুকিয়া পুলিশ। পুলিশ জানায়, বোমাটি ডুমডুমা থানায় রাখার পরিকল্পনা করেছিল পরেশপন্থী আলফা। ধৃত ২ যুবকের নাম মন্টু মরাণ ও মৃদুপবন ফুকন।

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
ট্রেনে কাটা পড়ে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ধুবুরির গৌরীপুর থানার বালাজান গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম উকিল চন্দ্র রায় (৪৫)। তার বাড়ি কাছারিহাট গ্রামে। তিনি সরকারি পশু চিকিৎসক ছিলেন। ঘটনাটি নিছকই দুর্ঘটনা না আত্মহত্যা তা পুলিশ খতিয়ে দেখছে। বেশ কিছু দিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.