হাইকোর্টে কর্মবিরতি ও অবরোধ চান না মমতা |
কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং কর্মীদেরও কাজ বন্ধ করে দেওয়া বা পথ অবরোধের কর্মসূচি নেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার হাইকোর্টের ‘সার্ধশতবার্ষিকী ভবন’-এর উদ্বোধনে মুখ্যমন্ত্রী বলেন, “দাবিদাওয়া থাকতেই পারে। কিন্তু কথায় কথায় কাজ বন্ধ করবেন না, রাস্তাও অবরোধ করবেন না। আমরা এমনিতেই অনেক পিছিয়ে রয়েছি।” হাইকোর্টের প্রধান বিচারপতি জয়নারায়ণ পটেল জানান, ৩৩ হাজার ৮৪৫টি মামলা জমে রয়েছে। নতুন ভবন হাইকোর্টের স্থানাভাব অনেকটাই মেটাবে বলে তিনি আশা প্রকাশ করেন। দেশের মধ্যে কলকাতা হাইকোর্টেই প্রথম কম্পিউটার ও প্রযুক্তির সাহায্য নিয়ে কাজ করা শুরু হয়েছে বলেও জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, হাইকোর্টের তিনটি ভবনকে যুক্ত করতে অতিরিক্ত যে-টাকার প্রয়োজন, সেই ব্যাপারেও মুখ্যমন্ত্রীর আশ্বাস পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “বিচার বিভাগ ঠিক থাকলে সব কিছুই ঠিক পথে চলে। সমাজকে ন্যায় বিচার যাঁরা দেবেন, তাঁরা যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না-হন, সেটা দেখা সমাজের কর্তব্য।”
|
নিউ মার্কেটের দোকানঘর ভাড়া বাবদ ব্যবসায়ীদের কাছ থেকে কলকাতা পুরসভার পাওনা টাকা সাড়ে পাঁচ কোটি ছাড়িয়ে গিয়েছে। সোমবার পুরসভা সূত্রে এ খবর দিয়ে বলা হয়, বকেয়া টাকা না মেটালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দোকান বন্ধ করে দেওয়া হবে। নিউ মার্কেট কলকাতা পুরসভা নিয়ন্ত্রিত বাজার। মেয়র পারিষদ (পুর-বাজার) দেবাশিস কুমার এ দিন জানিয়েছেন, নিউ মার্কেটে ২৬০০-র কাছাকাছি দোকান রয়েছে। মাসিক ভাড়ার চুক্তিতে ওই দোকানগুলি ব্যবসা চালাচ্ছে। কিন্তু অনেকেরই দীর্ঘ দিন ধরে ভাড়া বাকি। তিনি বলেন, “বারবার বলা সত্ত্বেও ভাড়া মেটানো হচ্ছে না। খুব শীঘ্রই ওই দোকানগুলিতে নোটিস পাঠানো হবে। ভাড়া না মেটালে তুলে দেওয়া হবে।”
|
বিদেশি স্কুলছাত্রীর অপমৃত্যু |
নিউ টাউনের একটি বহুতল থেকে পড়ে দক্ষিণ কোরিয়ার এক কিশোরী ছাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতের ওই ঘটনায় মৃতার নাম হেউইন সাই (১৫)। সে নিউ টাউনের অ্যাকশন এরিয়া টু-এর একটি আবাসনের ১১তলার ফ্ল্যাটে মা ও ভাইয়ের সঙ্গে থাকত। কলকাতার একটি ইংরেজি মাধ্যম স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। হেউইন এ দিন ফ্ল্যাটের জানলা থেকে ঝাঁপ দেয় বলে পুলিশকে জানায় তার পরিবার। রাত ৯টা নাগাদ আবাসনের সামনে তাকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। সল্টলেকের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই কিশোরী এবং তার ভাই পর্যটন ভিসা নিয়ে পড়তে এসেছিল। তাদের বাবা এখানে থাকেন না।
|
|
বিধানসভার বাগান ও নার্সারিতে অর্কিড দেখে মুগ্ধ মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার বিকেলে বিধানসভার অধিবেশন থেকে
বেরনোর
সময় নার্সারি ঘুরে দেখেন তিনি।
নার্সারির কর্মীদের তিনি বলেন,
“মহাকরণে আমার ঘরে দু’টো ও
বাড়িতে একটা ছোট অর্কিড
রাখতে চাই। ছবি: সঞ্জয় সিংহ |
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক চালকের। সোমবার দুপুর একটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে যাদবপুরে। পুলিশ জানায়, মৃতের নাম নির্মল মণ্ডল (৩৮)। বাড়ি মহেশতলায়। বাঘা যতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ট্রাকটি আটক করেছে পুলিশ। চালক পলাতক।
|
চুরির অভিযোগে এক পরিচারককে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে, লেক টেরাসের একটি বাড়ি থেকে। পুলিশ জানায়, ধৃতের নাম লালা দাস। অভিযোগ, গত দু’বছর ধরে ওই বাড়ির অলঙ্কার-সহ বিভিন্ন জিনিস চুরি করেছে লালা। সোমবার আদালতে তোলা হলে বিচারক ধৃতকে ৫ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেন।
|
অস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে, বিধাননগর (দক্ষিণ) থানা এলাকার ত্রিনাথপল্লি থেকে। ধৃতের নাম মহম্মদ ইউনুস (৩৫)। তার কাছে একটি গুলিভর্তি পাইপগান মিলেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইউনুসের নামে বিভিন্ন অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এলাকার লোকজনকে ভয় দেখানোর অভিযোগও করেছিলেন স্থানীয় বাসিন্দারা। |