টুকরো খবর
ভোডাফোনের হয়ে সওয়াল ব্রিটেনের
ভোডাফোনের কর-বিতর্কের জট ছাড়াতে এ বার মাঠে নামল ব্রিটেনও। ভারতের আয়কর আইনে সংশোধনী প্রস্তাবকে কেন্দ্র করে ব্রিটিশ টেলিকম বহুজাতিকটির উদ্বেগে সুর মেলাল তারা। সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন ব্রিটিশ অর্থমন্ত্রী জর্জ অসবর্ন। জানিয়েছেন এ নিয়ে ব্রিটিশ লগ্নিকারীদের আশঙ্কার কথা। তাঁর মতে, “এই বিতর্ক শুধু ভোডাফোনকে প্রভাবিত করবে না। এর জেরে ক্ষতিগ্রস্ত হবে এ দেশে লগ্নির পরিবেশও।” আইন সংশোধনের প্রস্তাব পুনর্বিবেচনা করতে সম্প্রতি প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে চিঠি দিয়েছে কয়েকটি বিদেশি বণিকসভাও। ভারত সফরে এসে এ দিন প্রণববাবুর সঙ্গে বৈঠকে বসেন অসবর্ন। এক ভারতীয় সরকারি কর্তার দাবি, “দ্বিপাক্ষিক বৈঠকে ভোডাফোনের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করেছেন দু’দেশের অর্থমন্ত্রীই। অসবর্ন জানান, আইন সংশোধনে ভারতের উদ্যোগে উদ্বিগ্ন ব্রিটিশ লগ্নি-কারীরা। ভোডাফোন-সহ ভারতে ব্যবসা করা বিভিন্ন ব্রিটিশ সংস্থার উপর নয়া আইনের প্রভাব কী হবে, তা নিয়ে ধোঁয়াশায় তাঁরা।” সাংবাদিকদের সামনে ভোডাফেনের পক্ষে সওয়াল করে নয়া আইনে লগ্নি পরিবেশ খারাপ হবে বলেও আশঙ্কা জানান তিনি।

বিক্রিতে নজির আরও গাড়ি সংস্থার
সদ্য সমাপ্ত ২০১১-’১২ অর্থবর্ষের বেশির ভাগ সময়ই গাড়ি শিল্পের ও ইচ্ছুক ক্রেতাদের কেটেছে তেলের দাম ও চড়া সুদ মোকাবিলায়। এই অবস্থায় ছিল বাজেটের পর দাম বাড়ার আশঙ্কা। যা থেকে বাঁচতে বেশির ভাগ ক্রেতা মার্চেই বুকিং সেরে রাখেন। তাঁদের এই সিদ্ধান্তই মার্চে হাসি ফোটাল নির্মাতা সংস্থাগুলির মুখে। মারুতি-সুজুকি জানিয়েছে, রফতানি মিলিয়ে তাদের রেকর্ড বিক্রি হয়েছে। আগের বছরের তুলনায় তা ৩.২৮% বেড়ে হয়েছে ১,২৫,৯৫২। তবে অর্থবর্ষে বিক্রি ১০.৮% কমে হয়েছে ১১,৩৩,৬৯৫টি। হুন্ডাইয়ের সামগ্রিক বিক্রিও ৬.৬% বেড়ে হয়েছে ৫৯,২২৯টি। রফতানি মিলে বিক্রি বেড়েছে ফোর্ডের। ছোট গাড়ি বিট এবং এসইউভি ট্যাভেরার হাত ধরে বিক্রি ১৩% বাড়িয়েছে জিএম। বেড়েছে দ্বিচক্রযানের বিক্রিও।

স্টক এক্সচেঞ্জের শেয়ার নথিভুক্তি
অবশেষে দেশের স্টক এক্সচেঞ্জগুলির শেয়ার নথিভুক্ত করতে অনুমতি দেওয়া হবে বলে জানিয়ে দিল বাজার নিয়ন্ত্রক সেবি। তবে তার জন্য কিছু শর্তও মানতে হবে। যেমন, নিজেদের এক্সচেঞ্জেই নিজস্ব শেয়ার নথিভুক্ত করা যাবে না। যেমন, বিএসই-কে হয়তো তা করতে হবে এনএসই বা অন্য কোনও এক্সচেঞ্জে। ৫১% মালিকানা বাধ্যতামূলক ভাবে রাখতে হবে সাধারণ লগ্নিকারীদের হাতে। ব্যক্তিগত ভাবে ৫ শতাংশের বেশি শেয়ার হাতে রাখা যাবে না। পরিচালন পর্ষদে রাখা চলবে না ব্রোকারদেরও। বেঁধে দেওয়া হবে কর্তাদের বেতনের সর্বোচ্চ অঙ্কও।

বিদেশি মুদ্রার অ্যাকাউন্ট
সরাসরি বিদেশে লগ্নির পরিকল্পনা থাকলে সংশ্লিষ্ট সংস্থা রিজার্ভ ব্যাঙ্কের আগাম অনুমতি ছাড়াই সেখানে অ্যাকাউন্ট খুলতে পারবে। বৈদেশিক মুদ্রার ওই অ্যাকাউন্ট তারা চালুও রাখতে পারবে নিজেরাই। লগ্নির ব্যাপারে সুবিধা দিতে অ্যাকাউন্ট খোলার শর্ত শিথিল করল শীর্ষ ব্যাঙ্ক।

রফতানি বাড়ল ৪.২%
তিন মাসে সব থেকে নীচে নেমে গেল দেশের রফতানি বৃদ্ধির হার। গত ফেব্রুয়ারিতে আগের বছরের একই সময়ের তুলনায় রফতানি বেড়েছে ৪.২%। দাঁড়িয়েছে ২৪,৬০০ কোটি ডলার। আমদানি অবশ্য ২০.৬% বেড়ে পৌঁছেছে ৩৯,৭০০ কোটিতে। ফলে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫,১০০ কোটি ডলার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.