ওসামার তিন স্ত্রী, দুই মেয়ের ৪৫ দিনের জেল |
|
ওসামার স্ত্রী আবদুলফাত্হা |
স্বামীর শেষ সময় পর্যন্ত ছিলেন তাঁর সঙ্গেই। আর এই ‘অপরাধে’ জেলে যেতে হল তিন স্ত্রীকে! বাবা-মায়ের সঙ্গে থাকার ‘অপরাধে’ জেলে যেতে হল তাঁদের দুই মেয়েকেও।
স্বামীর নাম ওসামা বিন লাদেন। পাকিস্তানের অ্যাবটাবাদে আত্মগোপন করে থাকার সময় তাঁর সঙ্গী ছিলেন এই তিন স্ত্রী এবং দুই মেয়ে। গত বছর মার্কিন সেনারা সেখানে লাদেনকে হত্যা করার পর আটক করা হয় তাঁর তিন স্ত্রী এবং দুই মেয়েকে। অবৈধ ভাবে দেশে ঢোকা ও বসবাসের অভিযোগে ইসলামাবাদের এক আদালত আজ তাঁদের ৪৫ দিন কারাদণ্ড দিয়েছে। সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা। কারাবাস শেষ হওয়ার পর পাঁচ জনকে নিজেদের দেশে ফেরানোরও নির্দেশ দিয়েছেন বিচারক। চলতি বছরের ৩ মার্চ লাদেনের তিন স্ত্রী এবং দুই মেয়েকে গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। তিন স্ত্রীর মধ্যে দু’জন সৌদি আরবের বাসিন্দা। এক জন ইয়েমেনের। তাঁর নাম অমল আবদুলফাত্হা। তবে কারাবাসের পর তাঁদের দেশে ফেরা নিয়েও জটিলতা দেখা দিয়েছে। কারণ সৌদি আরব এবং ইয়েমেন তাঁদের দেশে ফেরার ব্যাপারে সম্মতি দিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
|
সাইবেরিয়ায় বিমান ভেঙে মৃত ৩১ |
ফের বিপর্যয় রাশিয়ার আকাশে। বিমানবন্দর ছাড়ার মাত্র কয়েক মিনিটের মধ্যে আগুন লেগে ভেঙে পড়ল একটি যাত্রিবাহী রুশ বিমান। সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ বিমানকর্মী-সহ ৩১ জন। আশঙ্কাজনক অবস্থা আরও ১২ জনের। গত এক বছরে রাশিয়ায় এই নিয়ে ১৫টি বিমান দুর্ঘটনায় ১২০ জনের মৃত্যু হল। এ দিন ভোরে চার বিমানকর্মী-সহ ৪৩ জন যাত্রীকে নিয়ে সাইবেরিয়ার তিউমেন থেকে সারগাটের উদ্দেশে রওনা হয়েছিল ইউটি এয়ারের এটিআর-৭২ বিমান। কয়েক মিনিটের মধ্যে আগুন ধরে যায় বিমানটিতে। তার আগেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানচালক জরুরি অবতরণের চেষ্টা করলেও সফল হননি। বিমানবন্দর থেকে ৩৫ কিমি দূরে বরফে মোড়া ময়দানের উপর দু’টুকরো হয়ে ভেঙে পড়ে বিমানটি। |