আজকের শিরোনাম
বিসিসিআই-এর ক্রিকেট স্বত্ত্ব স্টারের হাতে
২০১৮ পর্যন্ত বিসিসিআই-এর ক্রিকেট সম্প্রচার স্বত্ত্ব কিনে নিল স্টার গোষ্ঠী। আগামী ছ’বছরে ভারতে অনুষ্ঠিত ৯৬ টি আন্তর্জাতিক ম্যাচ সম্প্রচার করতে ইএসপিএন-কে নিলামে পিছনে রেখে ৩,৮৫১ কোটি টাকায় এই স্বত্ত্ব পেল স্টার। একটি খেলা সম্প্রচার করতে বিসিসিআই-কে দিতে হবে প্রায় ৪০ কোটি টাকা। এর আগে সম্প্রচার স্বত্ত্ব যাদের হাতে ছিল সেই নিম্বাস গোষ্ঠীর কাছ থেকে বিসিসিআই পেত ৩১.২৫ কোটি টাকা।

কলকাতার ৯ টি রুটে অটো বন্ধ
এলপিজি গ্যাসের দাম বাড়ায় কলকাতায় ৯ টি রুটে অটো চলাচল বন্ধ করে দিল অটোচালকরা। এর ফলে যে যে রুটগুলিতে অটো বন্ধ রয়েছে তা হল-
• লেকটাউন-নাগেরবাজার
• লেকটাউন-যশোহর রোড
• উল্টোডাঙা-লেকটাউন
• গড়িয়া-গোলপার্ক
• পার্কসার্কাস-লোহাপোল
• বি কে পাল-উল্টোডাঙা
• গিরীশ পার্ক-মানিকতলা

এর ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। অটোচালকদের অভিযোগ, আগে অটোতে চালক-সহ ৫ জন নেওয়া যেত। কিন্তু এখন সে জায়গায় ৪ জনের বেশি নেওয়ার নিয়ম নেই। সব মিলিয়ে তাদেরও দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।

কর্মীদের বেতন দেওয়ার আশ্বাস বিজয় মাল্যর
কিংফিশারের কর্ণধার বিজয় মাল্য কর্মীদের চিঠি দিয়ে সমস্ত পাওনা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেন। তিনি বলেছেন, জুনিয়র স্টাফদের ৪ এপ্রিলের আগেই ও ইঞ্জিনিয়ারদের ৯ ও ১০ এপ্রিলে বেতন মিটিয়ে দেওয়া হবে। এ দিকে পাইলটদের একাংশ বেতনের দাবিতে মুম্বই বিমানবন্দরে বিক্ষোভ প্রদর্শন করবেন বলে কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরুর খেলোয়াড়দের কাছে আইপিএল বয়কট করার আবেদন করেছেন কিংফশারের কর্মীরা, যাতে তাঁরা বেতন পান।

রুশ বিমান ভেঙে মৃত্যু ৩১ যাত্রীর
সাইবেরিয়ার টিউমেন সিটিতে ভেঙে পড়ল যাত্রীবাহী রুশ বিমান। বিমানটিতে মোট ৪৩ জন ছিলেন। এদের মধ্যে ৩৯ জন যাত্রী ও ৪ জন বিমানকর্মী। টেক-অফ করার কিছু ক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে এটিআর ৭২ বিমানটি। স্থানীয় সূত্রে খবর, ২৯ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। উদ্ধার করা হয়েছে আরও ১৪ জনকে। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকার্য শুরু করেছে স্থানীয় প্রশাসন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

উল্টোডাঙায় বাসের ধাক্কায় মৃত্যু
ফের দু’টি বাসের রেষারেষির বলি হলেন এক পথচারী। আজ সকাল ৮.৩০ নাগাদ উল্টোডাঙায় সেতুর নীচে দুর্ঘটনাটি ঘটে। ৪৪/এ রুটের একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃতের পরিচয় জানা যায়নি। গোটা পরিস্থিতিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘাতক বাস ও তার চালককে আটক করেছে।

বালিতে দুঃসাহসিক ডাকাতি
হাওড়ার বালিতে রাসবিহারী এলাকায় এক বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। রাতে ডাকাতরা বাড়ির তালা ভেঙে সোনার গয়না ও লক্ষাধিক টাকা লুঠ করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে কেউই ছিলেন না। বাড়ির মালিক সঞ্জীব মৈত্র কৃষ্ণনগরে ছেলের কাছে থাকতেন। তিনি বাড়ির একতলা ভাড়া দিয়েছিলেন। ভাড়াটেরাও ঘটনার সময় ছিল না বলে জানা গিয়েছে। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়েই ডাকাতরা লুঠপাট চালায়। ঘটনাটি নিয়ে বালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

মুর্শিদাবাদ গ্রামীণ হাসপাতালে শিশুমৃত্যু, উত্তেজনা
মুর্শিদাবাদের নওদার আমতলা গ্রামীণ হাসপাতালে শিশু মৃত্যুর অভিযোগ উঠল। গত রাতে তনুজা খাতুন নামে এক শিশুকে ভর্তি করান তাঁর পরিবারের লোকেরা। তাঁদের অভিযোগ, রাতে শিশুটির অবস্থা খারাপ হলে ডাক্তাররা কোনও নজর দেননি। ভোর ৩ টে নাগাদ যখন শিশুটিকে বহরমপুর হাসপাতালে রেফার করা হয় তখন শিশুটির মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিত্সার গাফিলতির অভিযোগ এনেছে শিশুটির পরিবার। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গ্রামের লোকজন এসে হাসপাতালে ভাঙচুর চালায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ সকালে মৃতের আত্মীয়রা ডিসচার্জ সার্টিফিকেট চাইতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করে। ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

দমদম ক্যান্টনমেন্টে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
আজ সকাল ৮.৩০ নাগাদ দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে শিয়ালদহগামী ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের আনুমানিক বয়স ২৫। তাঁর পরিচয় জানা যায়নি। পা পিছলে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে জিআরপি এসে পৌঁছেছে। যুবকের মোবাইল থেকে পরিচয় জানার চেষ্টা চলছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনার ফলে সকাল থেকে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ থাকে। পরে ১ ও ৩ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল করলেও ২ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

ট্যাক্সির নতুন মিটার, মহাকরণে পরিবহণমন্ত্রীর বৈঠক
ট্যাক্সির নতুন মিটার নিয়ে জট খুলতে আজ পরিবহণ কর্তা ও আইনজীবীদের নিয়ে মহাকরণে বৈঠক করবেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। মূলত যাত্রী সুরক্ষার বিষয় নিয়েই আলোচনা হবে বলে জানা গেছে। মিটার বিতর্কের কারণে আজ পথে নামেনি প্রায় ৩ হাজার ট্যাক্সি। ফলে দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের। ট্যাক্সি মালিকদের বক্তব্য, পুলিশি হয়রানি, তেলের দাম বৃদ্ধি ইত্যাদি নানা কারণে ট্যাক্সি চালকরা কারচুপির আশ্রয় নিচ্ছে। কিন্তু এই বিষয়টিকে তাঁরা সমর্থন করেন না। তাই সমস্ত পরিস্থিতির বিচার বিবেচনা করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়ে বাড়তি সময়ের আবেদন জানালেন ট্যাক্সি মালিকরা। রাজ্য সরকারের পক্ষ থেকেও ২ দিন সময় বাড়ানোর আর্জি করা হয়। কিন্তু আজ তা-ও খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.