স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রঘুনাথপুর ১ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে দীনুবাবুর ঘেরাতে সংস্কৃতিক অনুষ্ঠান হল। নাটক, নাচ, গান পরিবেশন করেছে বিহার, অসম, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের শিল্পীরা। ছিলেন রাজ্যের বিভিন্ন জেলা ও স্থানীয় শিল্পীরাও। তাঁরা নিজ নিজ রাজ্যের লোক সংস্কৃতি তুলে ধরেন। বিহারের শিল্পীরা জাতীয় সংহতির উপর নাটক মঞ্চস্থ করেন। বিহু পরিবেশন করেন অসমের শিল্পীরা। পুরুলিয়ার লোকসংস্কৃতির উপর অনুষ্ঠান করেন জেলার বিভিন্ন শিল্পীগোষ্ঠী। শহরের ক্ষুদে শিল্পীদের অনুষ্ঠান ছিল আকর্ষণীয়। ‘বিবেক সম্মান’ শীর্ষক এই অনুষ্ঠানে এলাকার এগারো জনকে বিবেক সম্মান দেওয়া হয়েছে।.খেলা, সংস্কৃতি, শিক্ষা, সাহিত্যচর্চায় অবদান রাখা ব্যক্তিদের পাশাপাশি সম্মান দেওয়া হয়েছে আট বছরের ছোট্ট মেয়ে লতা গরাইকেও। এই ওয়ার্ডের বাসিন্দা স্কুল ছাত্রী তমালিকা দেওঘরিয়া খুনের মামলার অন্যতম সাক্ষী ছিল লতা। উপস্থিত ছিলেন যুব কেন্দ্রের রাজ্যের উপ অধিকর্তা শোভন ভট্টাচার্য-সহ বিশিষ্ট জন।
|
বোলপুরের ধানাই গ্রামের বাসিন্দা হরিনারায়ণ বন্দ্যোপাধ্যায়কে চেনা মুশকিল হয়ে ওঠে যখন তিনি আদিবাসী পোশাকে আদিবাসীদের সঙ্গে নাচ-গানে মেতে ওঠেন। স্থানীয় রসাইপুর আদিবাসী পল্লিতে দীর্ঘ ৩৮ বছর ধরে শিক্ষকতা করছেন। ভেসে আসতো আদিবাসীদের ধামসা মাদলের মাতাল সুর। সেই সুরে মজেই ক্রমে লিখতে শুরু করেন আদিবাসী সুরে বাংলা গান। তাঁরই লেখা সেই সব গান পরিবেশন করছে রসাইপুর আদিবাসী সংস্কৃতি সংস্থা। সংস্থার অনুরোধেই হরিনারায়ণবাবু বিভিন্ন উৎসবে-অনুষ্ঠানে যোগ দেন। বেহালা বাজান। আবার আদিবাসীদের সঙ্গে নাচ-গানেও সমান পারদর্শী। তাঁদের সঙ্গেই আদিবাসী নৃত্যে মেতে থাকেন।
|
একাদশ শ্রেণিতে পড়ার সময় কাজী নজরুল ইসলামের ‘কামাল পাশা’ কবিতাটি বিভিন্ন যন্ত্র সহকারে আবৃত্তি করে রাজ্যের শ্রোতাদের কামাল করে দিয়েছিলেন সিউড়ির বাবুন চক্রবর্তী। পরবর্তী সময়ে দার্জিলং ও পুরুলিয়া বাদে রাজ্যের সর্বত্র প্রায় শতাধিক বার ‘কামাল পাশা’ আবৃত্তি করে বহু মানুষের প্রশংসা পেয়েছেন। এলাকার মানুষের দাবি, তিনিই প্রথম বীরভূম তথা রাজ্য জুড়ে ‘কামাল পাশা’-কে জনপ্রিয় করেছেন। সিউড়ির নাট্যজগতেও বাবুন চক্রবর্তী এক চেনা নাম। সিউড়িতে নাটকের স্থপতিদের অন্যতম বাবুনবাবু প্রায় চল্লিশ বছর ধরে নাটকের সঙ্গে জড়িত। সব ধরণের চরিত্রেই সাবলিল ভাবে অভিনয় করে চলেছেন। অভিনয় সংখ্যা একশো ছাড়িয়েছে। সেই সঙ্গে ৭৭টি নাটকে নির্দেশনার কাজও করেছেন। নাটক নিয়ে নানা ধরণের পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন। বাবুনবাবু বর্তমানে বিশিষ্ট নাট্যকার বাদল সরকারের ৫টি নাটক নিয়ে ‘বাদল উৎসব’ মঞ্চস্থ করার ভাবনায় মশগুল।
|
বিশ্ব নাট্য দিবস উপলক্ষে গত মঙ্গলবার বাঁকুড়ার রবীন্দ্রভবনে বাঁকুড়া শহরের একাধিক নাট্যদল যৌথভাবে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পার্থপ্রতিম মজুমদার, বাঁকুড়া পুরসভার পুরপ্রধান শম্পা দরিপা-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ‘ডাকঘর’, ‘চণ্ডালিকা’র মত বেশ কয়েকটি নাটক মঞ্চস্থ করা হয়। উদ্যোক্তাদের তরফে মধুসূদন দরিপা বলেন, “বিতর্কিত পথনাটক করার অপরাধে ২০০৭ সালে ১১জন নাট্যকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মুক্তির জন্য বিনা পারিশ্রমিকে মামলা লড়তে থাকা আইনজীবি অরূপ শীট, বনমালী চৌধুরী, অসীম পাত্র ও ল’ ক্লার্ক প্রশান্ত পালকে বিশেষ সম্মান জ্ঞাপন করা হয় এই অনুষ্ঠানে।”
|
জয়ন্ত চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থ ‘অভীষ্ট শব্দের উজানে’ প্রকাশ উপলক্ষে রবিবার একটি কবি সম্মেলনের আয়োজন করা হয় বিষ্ণুপুর গোপেশ্বর পল্লির ‘প্রিয় পরিযান’ পত্রিকা দফতরে। কবিতাপাঠের পাশাপাশি ছিল সম্মাননীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশন এবং সাহিত্য বিষয়ক আলোচনাও।
|
বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশনের সহায়তায় এবং বিষ্ণুপুর রামানন্দ কলেজের রসায়ন বিভাগ ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের যৌথ উদ্যোগে শুক্রবার রামানন্দ কলেজের বিরাম ভবনে শুরু হল দু’দিনের একটি আলোচনাচক্র ‘কেমিস্ট্রি ফর লাইফ অ্যান্ড ফিউচার’। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা।
|
দীন জাগরণ সমিতির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হল পুরুলিয়া শহরে। বৃহস্পতিবার সকালে সমিতির সদস্যেরা কলসযাত্রা করেন পুরুলিয়া শহরে। দূর্গার অপর রূপ জীন মাতার পূজো উপলক্ষে প্রতি বছর ওই সমিতি বার্ষিক অনুষ্ঠান করে।
|
পাত্রসায়র ব্লকের নলডাঙা গ্রামে শুক্রবার অনুষ্ঠিত হল ‘উরস মুবারক’ উৎসব। এবার এই উৎসব ৮৮তম বছরে পড়ল। নলডাঙা দায়রাপাক উৎসব কমিটি আয়োজিত উরস উৎসবে যোগ দেন বাংলাদেশের খাজা রুহুল আলম চিশ্তি-সহ বহু বিশিষ্টজন। আয়োজকদের তরফে মিনহাজউদ্দিন মণ্ডল বলেন, “উৎসব উপলক্ষে একটি স্বাস্থ্য শিবির করা হয়। সেখানে এলাকার ৩০০ জন বাসিন্দার স্বাস্থ্য, চক্ষু পরীক্ষা করা হয়েছে।”
|
বাঁকুড়ার বসন্ত সংগীত মহাবিদ্যালয়ের উদ্যোগে রবীন্দ্রভবনে আজ শনিবার একটি বিশেষ শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অরুণ শীট বলেন, “অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি বাঁকুড়া শহরের প্রবীণ তবলা বাদক বিনোদবিহারী ভট্টাচার্যকে বিশেষ সম্মান দেওয়া হবে।”
|
শালতোড়া নেতাজি সেন্টেনারি কলেজে সম্প্রতি একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন ওই কলেজের ছাত্রছাত্রীরা। |