টুকরো খবর |
নাইট রাইডার্স বিপদে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্য সরকারের দুই দফতরের মধ্যে টানাপোড়েন ও সমন্বয়ের অভাবে ইডেনে নাইট রাইডার্সের ম্যাচে মাইক বাজানো নিয়ে প্রশ্ন থেকেই গেল। আদালতে আবেদন করেও লাভ হয়নি নাইট কর্তাদের। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জে এন পটেল ও বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ওই ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় শুনানি হবে বিচারপতি প্রতাপ রায় ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে। প্রতাপ রায়ের ডিভিশন বেঞ্চ জানায় সোমবার মামলার শুনানি হবে। আগামী ৫ এপ্রিল নাইটদের খেলা শুরু। ঘটনায় রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও রাজ্য পরিবেশ দফতরের মধ্যে সমন্বয়ের অভাব প্রকট হয়ে উঠল।
|
ভোপাল নিয়ে সুর নরম কো-দের
সংবাদসংস্থা • লন্ডন |
ভোপাল নিয়ে প্রতিবাদকারীদের সঙ্গে দেখা করতে রাজি হলেন সেবাস্টিয়ান কো। অর্থাৎ লন্ডন অলিম্পিকের স্পনসর ডাও কেমিক্যালসের বিরুদ্ধে ভারতের তীব্র প্রতিবাদের সামনে খানিকটা হলেও সুর নরম করলেন সংগঠকরা। অলিম্পিক সংগঠন কমিটির চেয়ারম্যান বিখ্যাত অ্যাথলিট কো জানালেন, প্রয়োজনে তাঁরা প্রতিবাদীদের সঙ্গে কথা বলতেও রাজি। এ দিন এক সাংবাদিক সম্মেলনে এসে ডাও বিরোধী প্রতিবাদ এবং স্লোগানের সামনে পড়ার পরে কো প্রতিবাদীদের সঙ্গে কথা বলার ইচ্ছে প্রকাশ করেন। আইওসি আগেই জানিয়েছে, ভোপাল ঘটনার সময় ইউনিয়ন কার্বাইড-এর মালিকানা ডাও-এর ছিল না। তাই সংস্থার যুক্ত থাকা নিয়ে তাঁদের অস্বস্তি নেই।
|
অনূর্ধ্ব ১৭ ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সিএবি আয়োজিত অনূর্ধ্ব ১৭ স্কুল ক্রিকেটের খেলায় মিউনিসিপ্যাল হাই স্কুল ১৭৪ রানে হারায়সেন্ট জেভিয়ার্স হাই স্কুলকে। প্রথমে ব্যাট করে মিউনিসিপ্যাল হাই স্কুল করে ৩৯.১ ওভারে ২৪৩। সুচিব্রত সোম করে ৪০। সুরজ দাস ৩৬ রানে ৪ উইকেট দখল করেন। সেন্ট জেভিয়ার্স ১৭.২ ওভারে মাত্র ৬৯ রান করে। মিউনিসিপ্যালের সুচিব্রত সোম ১৫ রানে ৪,অর্ঘ্য মল্লিক ১৭ রানে ৩ ও দেবারুণ আদক ১২ রানে ৩ উইকেট দখল করেছে। পরের ম্যাচে সিএমএস বাবুরবাগ ৩৭ রানে হারিয়েছে সিএমএস বি সি রোডকে। প্রথমে সিএমএস বাবুরবাগ করে ৪৩.৩ ওভারে ১৯৭। পরে সিএমএস বি সি রোড ১৬০ রানের বেশি তুলতে পারেনি।
|
বিতর্কে মারাদোনা
সংবাদসংস্থা • দুবাই |
নিজের ক্লাব আল ওয়াসল ০-২ হারার পরে প্রতিপক্ষ সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে ফের বিতর্কে দিয়েগো মারাদোনা। আল ওয়াসল কোচ পরে জানান, সমর্থকরা তাঁর বান্ধবী-সহ ফুটবলারদের বান্ধবীদের নিয়ে টিটকিরি করায় মাথার ঠিক রাখতে পারেননি। কিংবদন্তি ফুটবলারের কথায়, “ওরা কাপুরুষের মতো মেয়েদের আক্রমণ করছিল। আমার বান্ধবীকে যা-তা বলা হয়। তাই এই প্রথম ফ্যানদের উপর রেগেছি আমি।” টিটকিরির জবাবে গ্যালারিতে চড়ে তেড়ে গিয়ে ধাক্কা মারেন কয়েক জনকে। শেষে নিরাপত্তারক্ষীরা এসে ক্ষীপ্ত মারাদোনাকে কোনওক্রমে সরিয়ে নিয়ে যান।
|
ভাইচুংয়ের চোট ও হার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গ্যাংটকে নিজের চেনা মাঠে খেলতে নেমে আহত হলেন ভাইচুং ভুটিয়া। কপালে চারটে সেলাই পড়েছে। আই লিগের দ্বিতীয় ডিভিশনে শুক্রবার জিততে পারল না তাঁর দল। শুক্রবার বন্ধু কার্লটন চ্যাপম্যানের রয়্যাল ওয়াহিংডোর কাছে ০-২ গোলে হারল সিকিম ইউনাউটেড। লিগ তালিকায় এখন শীর্ষে ও এনজিসি (১৪)। তার পরেই রয়েছে রয়্যাল (১৩), সিকিম ইউনাইটেড (১৩) ও মহমেডান (১২)।
|
প্রথম দশে নেই সচিনরা
সংবাদসংস্থা • দুবাই |
অদূর ভবিষ্যতে টেস্ট ক্রমপর্যায়ে টিম-ধোনির তিন থেকে চারে নেমে যাওয়ার প্রবল সম্ভাবনার মধ্যে আরও খারাপ খবর। আইসিসি-র সাম্প্রতিকতম টেস্টের ব্যাটিং ও বোলিং ক্রমপর্যায়ের প্রথম দশে একজন ভারতীয়ও নেই। ভারতীয় ব্যাসম্যানদের মধ্যে সর্বোচ্চে সচিন তেন্ডুলকর। ক্রমপর্যায় ১২। ঠিক ওই একই নম্বরে এখন জাহির খান। বোলারদের মধ্যে। উল্লেখযোগ্য ঘটনা ব্যাটসম্যানদের শীর্ষে মাইকেল ক্লার্কের সঙ্গে জায়গা করে নেওয়া দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সের।
|
লিয়েন্ডাররা ফাইনালে
সংবাদসংস্থা • মিয়ামি |
চেক জুটি রাদেক স্তেপানেককে নিয়ে সোনি এরিকসন ওপেন ডাবলসের ফাইনালে উঠলেন লিয়েন্ডার পেজ। তাঁরা ৬-৪, ৬-৪ হারালেন শীর্ষ বাছাই বব ব্রায়ান-মাইক ব্রায়ানকে। সপ্তম বাছাই লি-রা জিতলেও, পারলেন না মহেশ ভূপতি-রোহন বোপান্না। এ দিন ভারতীয় এই জুটি বিদায় নিল ম্যাক্স মিরনি-ড্যানিয়েল নেস্টরের কাছে ১-৬, ৪-৬ হেরে। ফাইনালে মিরনিদের হারাতে পারলে লিয়েন্ডার এখানে খেতাব জয়ের হ্যাটট্রিক করবেন।
|
অমিতরা অলিম্পিকে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
লন্ডন অলিম্পিকের যোগ্যতা পেলেন কুস্তির অমিত কুমার (৫৫ কেজি) ও যজ্ঞেশ্বর দত্ত (৬০ কেজি)। কাজাখস্তানে এশিয়ান যোগ্যতা নির্ধারক টুর্নামেন্টে সোনা ও রুপো জিতে। তারকা সুশীল কুমার ৬৬ কেজি-র সেমিফাইনালে হারায় লন্ডনের টিকিট পেলেন না সুশীল। |
|