টুকরো খবর
কর্মশালা
ছাত্রছাত্রীদের নিয়ে কর্মশালা চলছে মেদিনীপুরের জওহর নবোদয় বিদ্যালয়ে। থিম, ‘হিউমান ভ্যালুস অ্যান্ড রিলেশনশিপ’। ২৮ মার্চ থেকে শুরু হয়েছে কর্মশালা। চলবে ৬ এপ্রিল পর্যন্ত। বিদ্যালয়ের শিক্ষক সোমনাথ বিশ্বাস বলেন, “এমন কর্মশালা হলে ছাত্রছাত্রীরাও উৎসাহিত হয়। সম্প্রতি আমাদের ছাত্রছাত্রীরা দিল্লিতে এক প্রদর্শনীতে অংশগ্রহণ করে। তাদের হাতের কাজ প্রশংসাও পেয়েছে।”

বাসন্তী পুজো
বাসন্তী পুজো ঘিরে উৎসাহ দেখা দিয়েছে মেদিনীপুর-খড়্গপুর শহর ও শহরতলিতে। আলোকসজ্জায় সেজে উঠেছে পুজো মণ্ডপ ও তার আশপাশ। মেদিনীপুর বটতলাচক-সহ বেশ কয়েকটি এলাকায় সর্বজনীন বাসন্তী পুজো হয়। খড়্গপুরে ইন্দার গোবিন্দনগরে সর্বজনীন বাসন্তী পুজোর উদ্যোক্তা স্থানীয় ‘আমরা সবাই’ ক্লাব। শুধু শহর ও শহরতলি নয়, পুজো ঘিরে উৎসাহ রয়েছে জঙ্গলমহলের বিভিন্ন এলাকাতেও। মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটাতেও সর্বজনীন বাসন্তী পুজো হচ্ছে। উৎসাহী দর্শকের নজর কেড়েছে সুবিশাল মণ্ডপ।

বেলদায় ভাটি ভাঙলেন মহিলারাই
পুলিশ ব্যবস্থা নেয়নি। তাই এলাকার মহিলারা একজোট হয়ে মদের ভাটি ভেঙে দিলেন। সঙ্গে ছিলেন আবগারি দফতরের আধিকারিক। শুক্রবার এই ঘটনা ঘটে বেলদার জেঠিয়ায়। এলাকায় দীর্ঘদিন ধরেই চোলাই মদের ব্যবসা চলছে। মাঝে মধ্যে পুলিশি অভিযান হয়। কিন্তু, ভাটি-ব্যবসায় ভাটা পড়ে না। শুক্রবার সুজানগর, বারবেলিয়া, জেঠিয়া ও সংলগ্ন এলাকার বেশ কিছু মহিলা বেলদা থানায় এসে বিক্ষোভ দেখান। তাঁদের বক্তব্য, চোলাই মদের জন্য পরিবারে অশান্তি হচ্ছে। এলাকায় অচেনা যুবকদের যাতায়াত বাড়ছে। অথচ, পুলিশ কিছু করছে না। পরে তাঁরা আবগারি দফতরে পৌঁছন। সেখানেও ভাটি ভাঙার দাবি জানান। এরপর ওই দফতরের আধিকারিকের সঙ্গে এলাকায় ফিরে নিজেরাই ভাটি ভেঙে দেন। এক মহিলা বলেন, “আগেও আমরা চোলাইয়ের ভাটি ভাঙার দাবি জানিয়েছি। কিন্ত, সুরাহা হয়নি।” পুলিশ অবশ্য জানিয়েছে, প্রায়ই চোলাই-বিরোধী অভিযান হয়।

স্কুলের সুবর্ণজয়ন্তী
সুবর্ণজয়ন্তী বর্ষে পা দিল কেশিয়াড়ির বনদেউলি হাইস্কুল। এই উপলক্ষে শুক্রবার থেকে শুরু হয়েছে অনুষ্ঠান। চলবে ১ এপ্রিল পর্যন্ত। এ দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। উপস্থিত ছিলেন ‘কবীর’ পুরস্কারপ্রাপ্ত ইয়াসিন পাঠান-সহ বহু বিশিষ্টজন। স্কুলের প্রধান শিক্ষক আশিসকুমার মহাপাত্র বলেন, “এই উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.