টুকরো খবর
গাছ কাটায় বাধা গ্রামবাসীদের
বন দফতরের অনুমোদন না নিয়েই স্কুল চত্বরের পুরনো এক শিশু গাছ কাটতে গিয়ে স্থানীয় গ্রামবাসীদের বাধা পেল স্কুল বেলডাঙার মাড্ডা গ্রামের প্রভাতকুমারী নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়। এ ব্যাপারে বিডিও-র কাছে অভিযোগও দায়ের করেছেন তাঁরা। বৃহস্পতিবার বেলডাঙা-১ ব্লকের বিডিও সচ্চিদানন্দ বন্দোপাধ্যায় জানান, অভিযোগ পেয়ে তিনি ওই গাছ কাটা আপাতত বন্ধ করে দিয়েছেন। গ্রাম শিক্ষা কমিটির সদস্য পলাশ মণ্ডল বলেন, “স্কুল কর্তৃপক্ষ গোপনে গাছ কাটার ষড়যন্ত্র করছিল। আমরা এর বিরোধীতা করেছি। গাছটি স্কুলের এবং স্থানীয় পরিবেশ রক্ষা করছে।” ওই স্কুলের প্রধান শিক্ষিকা কাকলি বন্দোপাধ্যায় বলেন, “স্কুলের লাগোয়া একটি পরিবারের সমস্যা হচ্ছিল। তারাই বার বার আবেদন করায় আমরা গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরে বিডিওর নির্দেশে তা বন্ধ করে দেওয়া হয়েছে।”

দাদুর কুকুরকে গুলি, ধৃত নাতি
দাদুর পোষা কুকুরকে গুলি করে মারার অভিযোগ উঠল দূরসম্পর্কের নাতির বিরুদ্ধে। ঘটনাটি বৃহস্পতিবার রাতে বোলপুর থানার সুরুল গ্রামের। রাতেই পুলিশ শঙ্খশুভ্র সরকার নামে অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতকে শুক্রবার বোলপুর আদালতে হাজির করানো হলে এসিজেএম পীযূষ ঘোষ তাঁর জামিন মঞ্জুর করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুরুল গ্রামে সরকার পরিবার বহু প্রাচীন। ‘ছোটবাড়ি’ ও ‘বড়বাড়ি’ হিসাবে পরিবারটি ভাগ হয়ে যায়। বৃহস্পতিবার রাতে ‘ছোটবাড়ি’র লক্ষ্মী পুজো ছিল। ওই পুজো চলাকালীন দুই বাড়ির পোষা কুকুরদের ঝগড়াকে কেন্দ্র করে গুলি চলে বলে অভিযোগ। ‘ছোটবাড়ি’র তরফে উমা সরকারের অভিযোগ, “রাতে পুজো চলার সময় আমাদের পোষা কুকুর জেরি মন্দিরের কাছে ছিল। আমার স্বামীর দূরসম্পর্কের নাতি শঙ্খশুভ্রও নিজের পোষা কুকুর নিয়ে এসেছিল। দু’টি কুকুরের মধ্যে ঝগড়া বাধে। হঠাৎই শঙ্খ রিভলভার বার করে জেরিকে গুলি করে।” এর পরেই উমাদেবীর স্বামী অমর্ত্য সরকার বোলপুর থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযুক্তের রিভলভার বাজেয়াপ্ত করে।

হাতির দল বাঁকাদহে
জয়পুর ছেড়ে ২২টি হাতির পাল আশ্রয় নিল বাঁকাদহ রেঞ্জের হাতগাড়া জঙ্গলে। ওই এলাকার বিভিন্ন গ্রামে বোরো ধান ও সবজির ক্ষতি করছে তারা। এ দিকে দ্রুত হাতির দলটিকে তাড়াবার দাবিতে সোচ্চার হয়েছেন গ্রামবাসীরা। বাঁকাদহ রেঞ্জ আধিকারিক বলাই ঘোষ বলেন, “শীঘ্রই হাতি খেদানো শুরু হবে।”

জলদাপাড়ায় নবজাতক
২১ মাস অপেক্ষার পর অবশেষে শাবকের জন্ম দিল কুনকি হাতি সুন্দরমণি। জলদাপাড়া পূর্ব রেঞ্জের মালঙ্গি বিটে বৃহস্পতিবার গভীর রাতে বন দফতরের কুনকি হাতিটি পুরুষ শাবকের জন্ম দেয়। সুন্দরমণি নিরাপদে শাবকের জন্ম দেওয়ায় খুশি বনকর্মীরা। বুনো মাকনার প্রেমে পড়ে কয়েকদিনের জন্য পালিয়েছিল সুন্দরমণি। মাতৃত্বকালীন অবস্থায় বেশ কয়েক মাস বনের সমস্ত কাজ থেকে সুন্দরমণিকে বিরত রাখা হয়। বন দফতরের চিকিৎসক অশোক কুমার সিংহ বলেন, “মা ও শাবক ভাল আছে।”

পুকুর ভরাট রুখতে
মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতায় পুকুর ভরাট রুখতে এ বার কড়া হচ্ছে পুরসভা। শুক্রবার যাদবপুরে পুকুর ভরাট বন্ধ করতে পুরসভার ইঞ্জিনিয়ার ও পুলিশকে নিয়ে এক অভিযান চালান মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, “পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এর পরে ওই সব পুকুর ভরাটের চেষ্টা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করতে হবে।” পুরসভা সূত্রের খবর, পুকুর ভরাট রোখা নিয়ে আইন থাকলেও শহরের বিভিন্ন এলাকায় মাঝেমধ্যেই ভরাটের অভিযোগ আসত। কিন্তু বাধা দেওয়ার কাজে ঢিলেমি ছিল। মেয়র জানান, এ দিন বিধানসভায় মুখ্যমন্ত্রী তাঁকে যাদবপুরের বিষয়টি জানান। তার পরই তিনি পুলিশ ও পুরকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান। শোভনবাবু বলেন, “যাদবপুরের ১০৭, ১০৮, ১০৯ ও ১১০ নম্বর ওয়ার্ডে বেশ কিছু জায়গায় পুকুর বোজানোর চেষ্টা হচ্ছে। বার বার নোটিস দেওয়া হচ্ছে। প্রয়োজনে ওই সব পুকুরের নথিপত্র বাজেয়াপ্ত করা হবে।”

হরিণের মৃত্যু
দু’দিনে দুটি হরিণের মৃত্যু হল জলদাপাড়া বনাঞ্চলে। বৃহস্পতিবার জলাশয় পেরোতে গিয়ে কাঁদায় পা আটকে মৃত্যু হয় এক কোটরা প্রজাতির হরিণের। শুক্রবার সকালে হাসিমারা বিটের গভীর জঙ্গলে একটি পূর্ণবয়স্ক সম্বরের মৃত দেহ উদ্ধার হয়। দুটি ঘটনা ঘটে বনাঞ্চলের উত্তর রেঞ্জের জঙ্গলে। দুটি দেহের ময়না তদন্তের পর বন দফতরের চিকিৎসক অশোক কুমার সিংহ বলেন, “কাঁদায় ফেঁসে কোটরা হরিণটি মারা যায়। অপরটি বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছে বলে ময়না তদন্তে জানা গিয়েছে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.