টুকরো খবর
বার্ষিক অনুষ্ঠান
বাকসাড়া জাগরণী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক অনুষ্ঠান হল বাকসাড়া নবনারী কুঞ্জরের মন্দির অডিটোরিয়ামে। নাচ, গান, কবিতাপাঠ ছাড়াও ছিল নৃত্যনাট্য ‘তাসের দেশ’। ছিলেন রাজ্যের কুটির শিল্প (যান্ত্রিক) দফতরের অধিকর্তা সোমনাথ মুখোপাধ্যায়, রাধা নাগ প্রমুখ।

সমাপ্তি অনুষ্ঠান
সম্প্রতি হাওড়ার শরৎ সদনে হল ‘শিশু ভোলানাথ’-এর ছ’মাস ব্যাপী প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি অনুষ্ঠান। আয়োজনে ছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ সরকারের নৃত্য-কলা-নাটক ও সঙ্গীত অ্যাকাডেমি এবং হাওড়া পুরসভা।

নারী দিবস
বিশ্ব নারী দিবস উপলক্ষে সম্প্রতি হাওড়া শরৎ সদনে তথ্যচিত্র প্রদর্শন হয়। ছিলেন হাওড়ার পুর কমিশনার নীলাঞ্জনকুমার চট্টোপাধ্যায়। দেখানো হয় অনিন্দিতা সর্বাধিকারীর ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বেঙ্গল’ এবং সৌমিত্র দস্তিদারের ‘এ লেটার টু মাই ডটার’ তথ্যচিত্রদু’টি। ছিলেন জেলার স্বনিযুক্তি প্রকল্পের বহু মহিলা। আয়োজনে ছিল হাওড়া পুরসভা।




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.