টুকরো খবর |
মুলতুবির দিনে কোরামই হল না রাজ্যসভায়
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব শেষ হল আজ। ২৪ এপ্রিল পর্যন্ত মুলতুবি হয়ে গেল সংসদের দুই কক্ষই। তবে দুই কক্ষে শেষ দিনের অধিবেশন মুলতুবি হল ভিন্ন ভাবে। লোকসভায় মধ্যাহ্নভোজের বিরতির পরে তেলেঙ্গানা নিয়ে প্রবল হইচইয়ের কারণে বন্ধ করে দিতে হয় সভা। কিন্তু রাজ্যসভায় এ দিন সভা বসতেই পারেনি কোরামের অভাবে অর্থাৎ প্রয়োজনীয় ন্যূনতম সংখ্যক সাংসদ হাজির না হওয়ায়। টানা দশ মিনিট ধরে ‘কোরাম বেল’ বাজিয়েও দেখা মেলেনি সাংসদদের। ফলে সভা পরিচালনার জন্য চেয়ারে আসেননি কেউ। বেনজির ভাবে রাজ্যসভার সেক্রেটারি জেনারেল ঘোষণা করেন, প্রয়োজনীয় সাংসদ না থাকায় ২৪ এপ্রিল পর্যন্ত সভা মুলতুবি রাখা হল। বিজেপির অভিযোগ, গত ক’দিন ধরে শাসক গোষ্ঠীর জন্যই সংসদ চলল না। লোকসভায় কংগ্রেসের সাংসদরাই লাগাতার হট্টগোল করে গিয়েছেন। আর রাজ্যসভায় আজ ওবিসি সংরক্ষণ নিয়ে শিবানন্দ তিওয়ারি আলোচনা চাইছিলেন। এবং পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠন নিয়ে প্রস্তাব আনার পরিকল্পনা ছিল প্রকাশ জাভড়েকরের। ক্ষুব্ধ বিজেপি সাংসদ জাভড়েকর পরে বলেন, “দু’টি বিষয় থেকেই মুখ লুকাতেই সাংসদদের সভায় আনল না কংগ্রেস। কোরাম করার দায়িত্ব সরকারের। বিতর্ক এড়াতে সরকার সেই দায়িত্ব পালন করল না।”
|
পরিচারিকাকে গৃহবন্দি করে দম্পতি ব্যাঙ্ককে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ব্যাঙ্ককে বেড়াতে যাবেন বলে ১৩ বছরের পরিচারিকাকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে চলে গিয়েছিলেন ডাক্তার দম্পতি। শেষে মেয়েটি ভয় পেয়ে চিৎকার করায় প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ কাল রাতে দরজার তালা ভেঙে মেয়েটিকে উদ্ধার করেছে। দিল্লির দ্বারকা এলাকায় ওই ডাক্তার দম্পতির প্রতিবেশীরা জানিয়েছেন, গত দু’দিন ধরেই মেয়েটি বারান্দায় এসে চেঁচাত। বাড়ির মালিকের কোনও পাত্তা নেই দেখে অবশেষে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশের দাবি, মেয়েটি তাদের জানিয়েছে ঝাড়খণ্ডের একটি সংস্থার মাধ্যমে এখানে কাজে এসেছিল। কিন্তু কোনও দিনই তাকে বেতন দেওয়া হয়নি বলে জানিয়েছে সে। শুধু তাই নয়, পুলিশকে সে জানিয়েছে, মাঝে মাঝেই তাকে মারধর করে ঘরের মধ্যে বন্ধ করে রেখে চলে যেত ওই দম্পতি। বাড়িতে ক্লোজড সার্কিট ক্যামেরার বন্দোবস্তও করা হয়েছিল যাতে তার উপর নজর রাখা যায়। পুলিশ জানিয়েছে মেয়েটির দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাকে জুভেনাইল হোমে রাখা হয়েছে।
|
রামসেতু নিয়ে কেন্দ্রের মত চাইল কোর্ট
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
রামসেতুকে জাতীয় স্মারকের মর্যাদা দেওয়া নিয়ে কেন্দ্রের মত জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে চুনাপাথরের এই প্রাকৃতিক প্রাচীরের উল্লেখ রয়েছে রামায়ণে। জাতীয় স্মারকের মর্যাদা দেওয়ার বিষয়ে কেন্দ্রের মত জানতে অতিরিক্ত সলিসিটর জেনারেল হারীন রাভালকে সময় দিয়েছে কোর্ট। ওই অঞ্চলে সেতুসমুদ্রম প্রকল্প গড়তে চায় কেন্দ্র। রামসেতুকে এড়িয়ে সেই প্রকল্প গড়া যায় কি না তা খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে কেন্দ্র। এই মামলায় অন্যতম আবেদনকারী জনতা পার্টির প্রেসিডেন্ট সুব্রহ্মণ্যম স্বামী বলেন, সেতুসমুদ্রম প্রকল্প নিয়ে অহেতুক দেরি করছে কেন্দ্র। এই বিষয়টি নিয়ে তাড়াহুড়ো করতে রাজি হয়নি বিচারপতি এইচ এল দাত্তুর নেতৃত্বাধীন বেঞ্চ। কমিটির রিপোর্ট জমা দিতে সরকারকে ছ’ সপ্তাহ সময় দিয়েছে বেঞ্চ।
|
গেটম্যানকে হুমকি, দীর্ঘক্ষণ ট্রেন বন্ধ
নিজস্ব সংবাদদাতা • পটনা |
দুষ্কৃতীদের তাণ্ডবে দানাপুর ডিভিশনের প্রধান শাখায় রাতে প্রায় চার ঘণ্টা রেল চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার রাত ১টা ১৫ থেকে পরদিন ভোর ৪ টে ১৮ পর্যন্ত রেল চলাচল বন্ধ থাকে। এরপর রেল চলাচল স্বভাবিক হয়। রেল সূত্রে বলা হয়েছে, ওই দিন রাতে কিউল স্টেশনের পরে দাদপুর হল্ট স্টেশনের গেটম্যান প্রহ্লাদ সিংহকে জনা পনেরো দুষ্কৃতী এসে রেল বন্ধ করার জন্য বলে। তাঁর মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। প্রহ্লাদবাবু ভয়ে কর্মস্থল ছেড়ে চলে যান। এর ফলে সিগন্যালের অভাবে ওই লাইনে রাতের গাড়িগুলি পরপর বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। রেলের ডিআইজি বীরেন্দ্র কুমার সিংহ আজ সকালে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। পূর্ব-মধ্য রেলের উপ মুখ্য নিরাপত্তা কমিশনার অজিত কুমার বার্নোয়াল জানান, রাত একটা নাগাদ দুষ্কৃতীদের একটি দল গেটম্যানকে এসে ভয় দেখায়। তারা নিজেদের মাওবাদী বলে দাবি করে ট্রেন চলাচল বন্ধ রাখতে বলে। বার্নোয়াল বলেন, “মাওবাদীর নাম করে কেউ এই কাজ করে থাকতে পারে। তারা ধানবাদের লোক বলে মনে করা হচ্ছে।”
|
মেয়েকে খুন, মন্ত্রীর ৫ বছর জেল
সংবাদসংস্থা • পাটিয়ালা |
নিজের মেয়েকে গর্ভপাতে বাধ্য করা ও খুনের অপরাধে পাঁচ বছরের জেল হল পঞ্জাবের মন্ত্রী জগির কৌরের। ১২ বছর আগে লুধিয়ানার মেডিক্যাল কলেজ থেকে ফাগওয়ারা যাওয়ার পথে সন্দেহজনক ভাবে মৃত্যু হয় জগিরের মেয়ে হরপ্রীতের। সেই সময়ে জগির জানিয়েছিলেন, জ্বর-বমির পাশাপাশি শরীরে জলের অভাবে মেয়ে অসুস্থ ছিল। তাতেই মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রয়োজন নেই দাবি করে তড়িঘড়ি শেষকৃত্যও সারা হয়। হরপ্রীতের স্বামী কমলজিত সিংহই অভিযোগ করেন, তাঁর স্ত্রীকে খুন করেছেন শাশুড়ি। জগির তাঁদের সম্পর্ক মেনে নেননি বলে তাঁরা পালিয়ে বিয়ে করেছিলেন। মৃত্যুর কিছু দিন আগে হরপ্রীতকে গর্ভপাত করাতে বাধ্য করা হয়, জানান তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিবিআই। দোষী প্রমাণিত হন মুখ্যমন্ত্রী-ঘনিষ্ঠ জগির, তাঁর বাড়ির পরিচারিকা, গাড়ির চালক-সহ ৪ জন।
|
সংঘর্ষে হত এক জঙ্গি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক কেপিএলটি জঙ্গির মৃত্যু হল। জখম হল দুইজন। ঘটনাটি ঘটেছে, বকোলিয়া থানা এলাকায়। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ ও সেনাবাহিনী কেপিএলটির একটি ঘাঁটি ঘিরে ফেলে। জঙ্গিরা গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেছিল। দুই পক্ষে বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ের পরে এক জঙ্গির মৃত্যু হয়। জখম দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি এ কে ৫৬ রাইফেল, একটি পিস্তল ও কিছু চিঠি উদ্ধার করা হয়। অন্য দিকে, গোয়ালপাড়া জেলার ধূপধারায়, বিএসএফ কনভয় লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে আলফা। তবে, গ্রেনেডটি গাড়ির বাইরে পড়ে ফাটে। জওয়ানদের কেউ হতাহত হননি।
|
অপহৃতের মুক্তি
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
মুক্তি পেলেন অপহৃত অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী মনোরঞ্জন দাস। বৃহস্পতিবার রাতে করিমগঞ্জ জেলার ছাতাচূড়া পাহাড়ে বালিয়ায় তাঁকে ছেড়ে যায় জঙ্গিরা। মনোরঞ্জনবাবুর ছেলে সুমন দাস জানান, রাতেই এক অপরিচিত ব্যক্তি টেলিফোনে মুক্তির কথা জানান। তাঁরা বাড়ি থেকে চার কিলোমিটার দূরে বালিয়ায় গিয়ে দেখেন, মনোরঞ্জনবাবু জঙ্গল থেকে বেরিয়ে আসছেন। কোনও মুক্তিপণ লাগেনি বলেই জানিয়েছেন সুমন। তবে পুলিশ যাকে এই ঘটনায় সন্দেহ করছে, সেই সংগঠনের (উদলা) প্রধান ধন্যারাম রিয়াং তাঁদের খুব সাহায্য করেছেন বলে সুমনের দাবি। এই ঘটনায় ডরমেন ত্রিপুরা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
|
কনভয় থেকে গাড়ি কমালেন অখিলেশ
সংবাদসংস্থা • লখনউ |
৪০টি গাড়ির কনভয় নিয়ে ঘুরতেন তাঁর পূর্বসূরি মায়াবতী। কিন্তু, মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর কনভয় থেকে ৩২টি গাড়ি বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন অখিলেশ সিংহ যাদব। মায়াবতীর জন্য মুখ্যমন্ত্রীর বাসভবনে অত্যাধুনিক হাসপাতাল চালু করা হয়েছিল। তাও বন্ধ করেছেন অখিলেশ। মায়াবতীর ভাবমূর্তির সঙ্গে প্রতি পদক্ষেপেই পার্থক্য তৈরি করতে চাইছেন তিনি। হুটার লাগানো গাড়িতে ঘুরে বেড়াতে ভালবাসতেন মায়াবতী। কনভয়ে ছিল প্রয়োজনের অতিরিক্ত নিরাপত্তারক্ষীর গাড়ি। অখিলেশ জমানায় সে সবই বিদায় হয়েছে।
|
অপহৃতদের মুক্তি এখনও অনিশ্চিত
সংবাদসংস্থা • ভুবনেশ্বর |
ইতালীয় পাওলো বোসুস্কোর মুক্তি নিয়ে মাওবাদীদের দেওয়া চরম সময়সীমা শেষ হল আজ। কিন্তু মাওবাদীদের পছন্দের মধ্যস্থতাকারী ও সরকারি প্রতিনিধিদের আলোচনায় এখনও উঠে এল না কোনও সমাধানসূত্র। পাশাপাশি বিধায়ক ঝিনা হিকাকার মুক্তির ব্যাপারে আলোচনার জন্য মাওবাদীদের অন্য গোষ্ঠীর কাছে মধ্যস্থতাকারী নিয়োগের আবেদন রেখেছিল রাজ্য সরকার। সেই গোষ্ঠীও কোনও সাড়া দেয়নি। ফলে হিকাকা কাণ্ডেরও কোনও সমাধান হয়নি।
|
ধর্মঘট হচ্ছে না এয়ার ইন্ডিয়ায়
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আগামী সোমবার থেকে ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল এয়ার ইন্ডিয়ার কর্মী ইউনিয়নগুলি। আজ ইউনিয়নগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এয়ার ইন্ডিয়ার এক পদস্থ কর্তা জানান, জুন মাসের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে ফেলা হবে। ‘বেতন না দিলে কাজ নয়’ এই দাবিতে ধর্মঘট করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাইলট, ইঞ্জিনিয়র-সহ আটটি ইউনিয়ন।
|
রাজোয়ানা নিয়ে আর্জি খারিজ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংহের খুনি বলবন্ত সিংহ রাজোয়ানার মৃত্যুদণ্ড মকুব নিয়ে নির্দেশ দিতে রাজি নয় সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি টি এস ঠাকুর এবং জ্ঞান সুধা মিশ্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই ব্যাপারে রাজোয়ানার তরফ থেকে কোনও আবেদন আদালতে জমা পড়েনি। যিনি রাজোয়ানার ফাঁসি মকুবের আবেদন করেছেন, তাঁর এই আর্জি জানানোর কোনও অধিকার নেই।
|
র্যাগিংয়ে পুড়ে মৃত্যু ছাত্রের, অভিযোগ
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
র্যাগিংয়ের নামে প্রথম বর্ষের এক ছাত্রকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল। মৃত ছাত্রের নাম আজমল (২২)। সে চিক্কাবেল্লাপুর সাহেব ইঞ্জিনিয়ারিং কলেজের বিমান প্রযুক্তি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল। চিকিৎসকরা জানান, আজমলের শরীরের প্রায় ৬০% পুড়ে গিয়েছিল। সেই অবস্থায় তাকে ভর্তি করা হয়। আট দিন পরে মারা যায় সে।
|
থানায় ঢুকে গুলি, নিহত এস আই
সংবাদসংস্থা • কানপুর |
জনগণকে সুরক্ষা দেওয়া যাদের কাজ, সেই পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল উত্তরপ্রদেশে। কানপুরের নৌবাস্তা থানায় ঢুকে সাব ইনস্পেক্টর দেবেন্দ্র সিংহকে গুলি করে খুন করার অভিযোগ উঠল এক মদ্যপ যুবকের বিরুদ্ধে। তার গুলিতে জখম হয়েছেন এক কনস্টেবলও। কাল মধ্যরাতে এই ঘটনা ঘটে। জখম পুলিশদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আজ মারা গেলেন দেবেন্দ্র। তবে জখম কনস্টেবল ভাল আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের বাবা থানায় অভিযোগ করেছিলেন, বাড়িতে প্রায়ই অশান্তি করে ছেলে। অভিযোগ পেয়ে ছেলেকে বকাবকি করেছিলেন দেবেন্দ্র। তারই বদলা নিতে কাল মধ্যরাতে মদ্যপ অবস্থায় থানায় ঢোকে ছেলে। |
উগান্ডায় সাংসদ
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
উগান্ডা সফরে গেলেন পুরুলিয়ার সাংসদ নরহরি মাহাতো। তিনি জানান, লোকসভার স্পিকার মীরা কুমারের নেতৃত্বে শুক্রবার তাঁদের সাত জনের প্রতিনিধি দল উগান্ডায় রওনা দেয়। দলে লোকসভার পাঁচ ও রাজ্যসভার দু’জন সদস্য রয়েছেন।
|
মৃত্যু পথচারীর
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
মালবাহী একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল মাম্পি দাস নামে এক পথচারীর। ট্রাকটি বিলোনিয়া থেকে শান্তিরবাজার যাচ্ছিল। বেতাগার কাছে ট্রাকটি মেয়েটিকে ধাক্কা দেয়। |
|