দেড় মাসের মধ্যে এই নিয়ে তিন বার। প্রতিবারই দুর্ঘটনার জেরে গোলমালে উত্তপ্ত রাজাবাজার এলাকা। যেমন হয়েছিল গত মাসের ২০ তারিখ, শুক্রবার রাতে সেই একই দৃশ্য আরও এক বার দেখলেন রাজাবাজারের মানুষ। বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যুতে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। তিনটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও ন’টি বাসে। পরিস্থিতি সামলাতে এ দিন শেষ পর্যন্ত লাঠি চালায় পুলিশ। নেমেছে র্যাফও।
কী ঘটেছিল এ দিন? পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত সওয়া ৮টা নাগাদ শ্যামবাজারগামী ২৩০ রুটের একটি বাস রাজাবাজার ট্রাম ডিপোর সামনে এক পথচারীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। তাঁর নাম শেখ কেনা (৪৫)। দুর্ঘটনার পরেই ক্ষিপ্ত জনতা রাস্তায় নেমে ভাঙচুর শুরু করে। বিশাল পুলিশবাহিনী আসে। হাজির হন পুলিশকর্তারাও। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পরে রেকার দিয়ে ক্ষতিগ্রস্ত বাসগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়। এলাকার বিভিন্ন গলির মুখে পুলিশ পিকেট বসে। এই ঘটনার জেরে রাত ১০টা পর্যন্ত ওই রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়। |
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ জেনেছে, শিয়ালদহের দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসছিল বাসটি। রাজাবাজার মোড় থেকে কিছু দূরে, ট্রাম ডিপোর উল্টো দিকে এসে সেটি আচমকাই ওই পথচারীকে ধাক্কা মারে। বাসের চাকায় পিষে যান ওই ব্যক্তি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার কয়েক হাজার বাসিন্দা রাস্তায় নেমে পড়েন। সিগন্যাল লাল থাকা সত্ত্বেও পালানোর চেষ্টা করেছিল বাসটি। জনতা সেটিকে আটকায়। পরে বাসটিকে কিছুটা পিছিয়ে নিয়ে গিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন ধরানো হয় ওই রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য দু’টি বাসেও। তার পরেই ভাঙচুর শুরু হয় অন্যান্য বাসে। তার মধ্যে সরকারি বাসও ছিল।
ট্রাফিক পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনা ও ভাঙচুরের জেরে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় যান চলাচল ব্যাহত হয়। মানিকতলা থেকে শিয়ালদহ উড়ালপুল পর্যন্ত যানবাহন চলেনি দীর্ঘ ক্ষণ। অনেক গাড়িকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। রাত ১০টা নাগাদ ওই রাস্তায় ফের যান চলাচল শুরু হয়।
গত ২০ ফেব্রুয়ারি রাতে ওই জায়গাতেই একটি সরকারি বাসের ধাক্কায় মহম্মদ আকিল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। সেই ঘটনার জেরে রাজাবাজার বাস ডিপোয় ঢুকে ৪৬টি বাস, ১১টি গাড়ি, দু’টি ট্রাম ভাঙচুর করা হয়। হামলা চালানো হয় ডিপোর অফিসেও। গত ২১ মার্চও রাজাবাজারে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে ফের গোলমাল বাধে। সে-দিন ২৩০ রুটের একটি বাস রাজাবাজার ট্রাম ডিপোর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকের লেনে গিয়ে একটি ট্যাক্সিকে ধাক্কা মারে। ট্যাক্সিটি গিয়ে পড়ে একটি মোটরবাইকের উপরে। আহত হন চার জন। পরে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরানোর সময় ফের দুর্ঘটনা ঘটে। তাতে আনোয়ার হোসেন (৫৬) নামে এক রিকশাচালক মারা যান।
পুলিশ জানায়, এ দিন দুর্ঘটনার পর থেকেই বাসটির চালক ও খালাসি পলাতক। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাজাবাজার মোড়ে এবং সংলগ্ন এলাকায় প্রায় প্রতি সপ্তাহেই দুর্ঘটনা ঘটছে। গত সপ্তাহের দুর্ঘটনার পরে সেখানে ‘হাম্প’ তৈরি করা হলেও বেপরোয়া যানবাহনকে নিয়ন্ত্রণ করার কার্যকর ব্যবস্থা হয়নি বলে তাঁদের অভিযোগ। |