বদল রিটার্নের আবেদনপত্রে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আগামী অর্থবর্ষ (২০১২-’১৩) থেকেই আয়কর রিটার্ন জমা দেওয়ার আবেদনপত্রে যোগ হচ্ছে বিদেশের স্থাবর-অস্থাবর সম্পত্তির খুঁটিনাটি জানানোর জন্য আলাদা অংশ। ১ এপ্রিল থেকেই কার্যকর হবে এটি। আয়কর বিভাগ জানিয়েছে, আবেদনপত্রের ওই অংশে বিদেশে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জমি, বাড়ি-সহ অন্যান্য সম্পত্তির বিস্তারিত বিবরণ দিতে হবে। জানাতে হবে, সংশ্লিষ্ট দেশের নাম, ব্যাঙ্কের নাম-ঠিকানা, অ্যাকাউন্ট কার নামে, টাকার অঙ্কে ওই অ্যাকাউন্টে সর্বোচ্চ জমার পরিমাণ ইত্যাদি। একই নিয়ম প্রযোজ্য হবে স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও। জানাতে হবে মূল্যায়নের ভিত্তিতে টাকার অঙ্কে সেই সম্পত্তির দামও। বিদেশি ব্যাঙ্কে ভারতীয়দের কালো টাকা সঞ্চয় রুখতে বাজেটেই এই পদক্ষেপ করার কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী। বলা হয়েছিল, সংশ্লিষ্ট ব্যক্তির আয় করযোগ্য না হলেও ওই সব তথ্য জমা দিতেই হবে।
|
টেলিনরের বিরুদ্ধে মামলা ইউনিটেকের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
নরওয়ের টেলিকম সংস্থা টেলিনরের বিরুদ্ধে গুড়গাঁওয়ের জেলা আদালতে মামলা করল ইউনিটেক। ভারতে টেলিকম ব্যবসা করতে টেলিনর যাতে এখন অন্য ভারতীয় সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে না পারে, তার জন্য বিষয়টিতে স্থগিতাদেশ চেয়ে এই মামলা করেছে তারা। দু’পক্ষের যৌথ উদ্যোগ ইউনিনরে চুক্তির শর্ত ভেঙে টেলিনর যাতে দেশের বাজারে ইউনিনরের প্রতিযোগী হিসেবে ব্যবসা শুরু করতে না-পারে, তারও আর্জি জানিয়েছে ইউনিটেক।
|
আজ খোলা থাকছে আয়কর দফতর
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
শনিবার দেশ জুড়ে করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সুবিধা দিতে খোলা থাকবে আয়কর দফতরের অফিসগুলি। শনিবারই চলতি অর্থবর্ষের আয়কর রিটার্ন জমার শেষ দিন। তা ছাড়া, এটি এই আর্থিক বছরে ব্যাঙ্কের মাধ্যমে সরকারি লেনদেনের শেষ দিনও। তাই বিকেল ৫টা পর্যন্ত বাণিজ্যিক ব্যাঙ্কের সমস্ত শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্কও। |