টুকরো খবর
টাটাদের নয়া ক্যানসার হাসপাতালে গবেষণাও
রাজারহাট-নিউ টাউনে টাটাদের ১৬৭ শয্যার ক্যানসার হাসপাতাল শুরু হয়েছিল প্রায় ১০ মাস আগে। এ বার হাসপাতালের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করতে চলেছে টাটা গোষ্ঠী। বৃহস্পতিবার টাটা মেডিক্যাল সেন্টারে সাংবাদিক বৈঠকে অধিকর্তা মামন চান্ডি জানান, দ্বিতীয় পর্যায়ে ২৫০ শয্যার আরও একটি হাসপাতাল, বাইরে থেকে আসা রোগী ও তাঁদের আত্মীয়স্বজনের থাকার জায়গা এবং একটি ক্যানসার গবেষণা কেন্দ্র তৈরি হবে। ২০১৫ সালের মধ্যে এই কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। মূল হাসপাতালের পিছন দিকে রোগী এবং তাঁদের আত্মীয়স্বজনের থাকার জায়গার নাম রাখা হচ্ছে ‘প্রেমাশ্রয়’। সেখানে ৩০০টি ঘর থাকবে। ১০০ কোটি টাকায় গড়ে তোলা হচ্ছে ২৫০ শয্যার একটি হাসপাতাল। সেখানে ২০০টি সাধারণ শয্যা এবং ৫০টি প্রাইভেট বা বিশেষ শয্যা থাকবে। থাকবে তিনটি লিনিয়ার এক্সেলারেটর-সহ ৫০ কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম। মূল ক্যানসার হাসপাতাল থেকে প্রায় দু’কিলোমিটার দূরে হিডকোর কাছ থেকে ১৪ কোটি টাকায় দুই একর জমি পেয়েছে টাটারা। সেখানে তৈরি হচ্ছে ক্যানসার গবেষণা কেন্দ্র। চান্ডি বলেন, “আমরা গবেষণা কেন্দ্রের জন্য লোক নিয়োগ এবং তাঁদের প্রশিক্ষণের কাজ কয়েক মাসের মধ্যেই শুরু করছি।”

স্বাস্থ্য পরিষেবা নিয়ে দাবি
প্রত্যন্ত এলাকায় কর্মরত রেলকর্মীদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার দাবি তুললেন রেলকর্মীরা। সম্প্রতি আদ্রায় দক্ষিণ-পূবর্র্ রেলওয়ে মেনস কংগ্রেসের ২৪তম দ্বি-বার্ষিক সাধারণ সভায় এই দাবি ওঠে। রেলকর্মীদের সর্বভারতীয় সংগঠন এনএফআইআর জানিয়েছে, রেল বাজেটের আগেই রেলমন্ত্রককে এই প্রস্তাব দেওয়া হয়। রোড মোবাইল মেডিক্যাল ভ্যান সিস্টেম চালুরও দাবি জানানো হয়। মেনস কংগ্রেসের দক্ষিণ-পূর্ব রেলের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত দে বলেন, “দক্ষিণ-পূর্ব রেলের অনেকখানি জঙ্গলমহল ও প্রত্যন্ত এলাকায়। সেখানে কর্মরত কর্মীরা স্বাস্থ্য পরিষেবা পান না। তাই সম্মেলনে সিদ্ধান্ত হয়েছে দেশের সর্বত্রই বিশেষ করে জঙ্গলমহল এলাকায় ওই স্বাস্থ্য পরিষেবা শুরু করার জন্য রেল কর্তৃপক্ষকে চাপ দেওয়া হবে।” ট্র্যাকম্যানদের পদোন্নতির ব্যবস্থা করা, রেললাইনের মানোন্নয়ণ ঘটানো, উন্নত রেল কামরা চালু করা-সহ ষষ্ঠ বেতন কমিশনের ত্রুটি দূর করার দাবি ওঠে। সংগঠনের আদ্রা ডিভিশনের নেতা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “শূন্যপদ গুলি অবিলম্বে পূরণ করা দরকার।” আদ্রার ডিআরএম অমিত কুমার হালদার বলেন “এই জোনে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ করা হবে বলে শুনেছি। কমবেশি পাঁচ হাজার কর্মী অবিলম্বে নিয়োগ করা হবে দক্ষিণ-পূর্ব রেলে।”সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কে এস মুর্তি। সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ-পূবর্র্ রেলের সহকারী জিএম প্রমোদ কুমার।

কলেজে কর্মশালা ও আলোচনাচক্র
‘জীববিদ্যা ও চিকিৎসা সংক্রান্ত গবেষণায় রাশিবিজ্ঞানের প্রয়োগ’ নিয়ে গত ২৭ ও ২৮ মার্চ কর্মশালা এবং আলোচনাচক্র হয়ে গেল হুগলির মহসিন কলেজে। কলেজের শারীরবিদ্যা বিভাগ ও কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থানুকূল্যে এই কর্মশালায় পাঁচশোরও বেশি ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা যোগ দেন। কর্মশালায় বক্তব্য পেশ করেন কলকাতার আইএসআই-এর বিজ্ঞানীরা এবং পশ্চিমবঙ্গের প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিষয়ক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চন্দ্রশেখর চক্রবর্তী। কর্মশালাটি পরিচালনা করেন ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন জিনোমিক্স’-এর গবেষক শৌভিক মুখোপাধ্যায়।

আলোচনাচক্র
গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ-নির্ধারণ সম্পূর্ণ রূপে বেআইনি এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। এই নিয়ে সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার ঝাড়গ্রামে ‘সেভ দ্য গার্ল চাইল্ড’ শীর্ষক আলোচনাচক্র হল। ঝাড়গ্রাম ফরেস্ট রেঞ্জের সভাঘরে ওই অলোচনায় যোগ দেন ঝাড়গ্রাম স্বাস্থ্য জেলার ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক তপনকুমার ব্যাপারী, সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভূপতিনাথ মাঝি, পশ্চিম মেদিনীপুর জেলা মেটারনিটি অ্যান্ড চাইল্ড হেল্থ অফিসার মন্টু মাইতি, ঝাড়গ্রাম জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুদীপ কাঁড়ার, সিডিপিও শ্রীকান্ত সাহু, সহকারী বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সমর দাস প্রমুখ। স্লাইড-শো সহযোগে আলোচনা করেন জেলা স্বাস্থ্য দফতরের কো-অর্ডিনেটর গোপাল নন্দ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.