কেন্দ্রীয় সরকারের নতুন পেনশন প্রকল্পের বিরোধিতায় সরব হল রেলের অবসরপ্রাপ্ত কর্মচারীদের সংগঠন ভারত পেনশনার্স সমাজ। বৃহস্পতিবার শিলিগুড়ি রেলওয়ে ইন্সস্টিটিউট হলে সংগঠনের তৃতীয় জাতীয় সম্মেলনে এ ব্যাপারে সরব হন তারা। সংগঠনের কর্মকর্তাদের অভিযোগ, ‘পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বিল’ এর আওতায় নতুন পেনশন প্রকল্পে কর্মীদের টাকা শেয়ার মার্কেটে খাটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তাতে অবসরের পর পেনশনের টাকা না পেলে অনিশ্চয়তায় থাকতে হবে রেল কর্মীদের। তা ছাড়া কোনও কারণে তিনি মারা গেলে মৃতের পোষ্যদের সেই সুবিধা দেওয়া হবে না। তারা এই নিয়মের বিরোধিতা করছেন। সংগঠনের সেক্রেটারি জেনারেল শ্যাম সুন্দর বলেন, “নতুন পেনশন প্রকল্পে অবসরপ্রাপ্ত রেলকর্মীদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হবে। আমরা এর বিরোধিতা করছি। তা ছাড়া ২০০৬ সালের পর যাঁরা অবসর গ্রহণ করছেন তাদের আলাদা হারে পেনশন দেওয়ার সিদ্ধান্তের বিষয়টিও ঠিক নয়। রেলের অস্থায়ী কর্মীদের যাঁরা অবসরের পর স্বাস্থ্য প্রকল্পে প্রতিমাসে ৩০০ টাকা পান তা বাড়িয়ে ১২০০ টাকা করার দাবি জানানো হয়েছে।” আজ, শুক্রবার থেকে রেলওয়ে ইন্সস্টিটিউট হলেই দু’দিন ব্যাপী ভারত পেনশনার্স সমাজের অধীনে থাকা এনএফ রেলওয়ে পেনশনার্স অ্যাসোসিয়েশনের ২৫ তম বার্ষিক কেন্দ্রীয় সম্মেলন শুরু হবে। সংগঠনের যুগ্ম জেনারেল সেক্রেটারি বিমলেন্দু চক্রবর্তী জানান, নতুন পেনশন বিল রেলকর্মীদের স্বার্থ বিরোধী।
|
তরাই ও ডুয়ার্সের কোনও মৌজা জিটিএতে অন্তর্ভুক্তির বিরোধিতা করে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিল আইএনটিইউসি’র দার্জিলিং জেলা কমিটি। বৃহস্পতিবার শিলিগুড়িতে এক সভায় এই সিদ্ধান্ত হয়। ঠিক হয়েছে আইএনটিইউসি তরাই ডুয়ার্স জয়েন্ট অ্যাকশন কমিটির সঙ্গে যৌথ ভাবে আন্দোলন করবে। কী ভাবে আন্দোলন হবে তা চূড়ান্ত করবে সংগঠনের দশ জনের কমিটি। বৈঠকের সিদ্ধান্ত অনুমোদন করেন সংগঠনের রাজ্য কমিটির সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান কামার, কার্যকরী সভাপতি রমেন পাণ্ডে এবং কেন্দ্রীয় কমিটির নেতা চন্দ্রপ্রকাশ সিংহ। সংগঠনের জেলা সভাপতি অলক চক্রবর্তী বলেন, “তরাই ও ডুয়ার্সের কোনও মৌজা জিটিএতে নেওয়া যাবে না। কেবলমাত্র এই ব্যাপারে জয়েন্ট অ্যাকশন কমিটির সঙ্গে যৌথ আন্দোলনে নামা হবে। আন্দোলনের প্রথম ধাপ হিসাবে এই ব্যাপারে মহকুমাশাসকের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি দেওয়া হবে। ধাপে ধাপে আন্দোলনের সুর চড়া হবে।” তরাই ও ডুয়ার্সের কোনও মৌজার জিটিএতে অন্তর্ভুক্তির বিরোধিতায় এ দিন রাজ্যপালের কাছে স্মারকলিপি পাঠায় জনতা দলও (ইউনাইটেড)।
|
কেন্দ্রকে স্মারকলিপি দেবে কেপিপি |
তরাই ও ডুয়ার্সের মৌজা জিটিএ-তে যুক্ত করার বিরোধিতা করে কেন্দ্রে স্মারকলিপি দেবে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। বৃহস্পতিবার শিলিগুড়িতে ওই কথা জানান সংগঠনের সহকারি সাধারণ সম্পাদক আনারুল শেখ। তিনি জানান, আগামী ৩ এপ্রিল দিল্লিতে গিয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রকে স্মারকলিপি দেবেন। তাদের সঙ্গে আরও তিনটি সংগঠনের সদস্যরা দিল্লি যাবেন। আনারুল বলেন, “স্থানীয় আন্দোলনের পাশাপাশি আমরা কেন্দ্রের কাছেও বিষয়টি তুলে ধরতে চাই। সে জন্য দিল্লি যাব। ওই দিন যন্তরমন্তরে র্যালি হবে। সেখান থেকে স্বরাষ্ট্র দফতরে গিয়ে স্মারকলিপি দেওয়া হবে।”
|
এক তরুণীকে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার রাতে ঘটনাটি ঘটে প্রধাননগর থানার ডিজেল কলোনিতে। অপহৃতের নাম মীরা কুমারি। তাঁর বাড়ি ওই এলাকাতেই। কিছুদিন আগে বিহারে তাঁর বিয়ে হয়। সম্প্রতি তিনি বাপের বাড়ি আসেন। ওই দিন রাতে কয়েকজন দুষ্কৃতী মোটরবাইকে করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “ঘটনার তদন্ত চলছে।” |