টুকরো খবর |
বাসন্তী পুজোয় মেতেছে কল্যাণী |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
বাসন্তী পুজোয় মেতেছেন কল্যাণীর মানুষ। শহরের এ ব্লকের মাঠে সম্প্রীতির পরিচালনায় এবং ভার্সেস ক্লাবের পরিচালনায় দুটি পুজো করা হয়েছে। নানা ধরনের আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও মেলাও বসেছে ওই পুজোকে কেন্দ্র করে। সম্প্রীতির পুজোটির উদ্ধোধন করেন রহড়া রামকৃষ্ণ মিশনের অম্বিকেশানন্দ মহারাজ এবং ভার্সাসের পুজোর উদ্বোধন করেন রহড়া রামকৃষ্ণ মিশনের কৈবলানন্দ মহারাজ। ভার্সাসের পুজো কমিটির সহকারি সভাপতি সমীর চন্দ বলেন, “সদস্যরা মিলেই পুজোর খরচের অধিকাংশ বহন করি।”
|
কংগ্রেসের ধিক্কার মিছিল |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
|
ছবি: সুদীপ ভট্টাচার্য। |
গ্রন্থাগারে সংবাদপত্র নির্দিষ্ট করে দেওয়ার অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নামল কংগ্রেস। বৃহস্পতিবার চাকদহ ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছিল। যোগ দিয়েছিলেন কয়েক’শো কর্মী। চাকদহ চৌমাথা থেকে চাকদহ রেল স্টেশন সংলগ্ন রথতলা মোড় পর্যন্ত মিছিল চলে। প্রদেশ কংগ্রেসের সদস্য খোকন সিংহ রায়, জেলা কংগ্রেসের সহকারি সভাপতি প্রতাপকান্তি রায়, চাকদহ ব্লক কংগ্রেস সভাপতি বিধুভূষণ চক্রবর্তী, যুব কংগ্রেস নেতা শুভঙ্কর সিংহ-সহ বিশিষ্টেরা উপস্থিত ছিলেন। প্রতাপবাবু বলেন, “সিদ্ধান্তটি অগণতান্ত্রিক। মেনে নেওয়া যায় না। বাধ্য হয়েই ধিক্কার মিছিলে নেমেছি।”
|
কটূক্তির প্রতিবাদ করায় যুবক খুন |
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
মাকে কটুক্তির প্রতিবাদ করতে গিয়ে প্রতিবেশীর হাতে খুন হয়েছেন ইয়ারুল শেখ (৩০) নামে এক যুবক। বাড়ি ন’পাড়ায়। বুধবার রাতে কান্দির ১৩ নম্বর ওয়ার্ডে ঘটনা। পুলিশ অভিযুক্ত জুল হককে গ্রেফতার করেছে। এ দিন জুল হক ও তাঁর স্ত্রীর মধ্যে অশান্তি হলে অন্য প্রতিবেশীদের সঙ্গে সেখানে গিয়েছিলেন ইয়ারুলের মা সামিরুন বিবি। তিনি অশান্তি করতে নিষেধ করলে জুল হক তাঁকে কটুক্তি করে। সে দিন রাতেই ইয়ারুল জুল হকের বাড়িতে প্রতিবাদ করতে যায়। জুল হক তাঁকে শাবল দিয়ে মাথায় মারে। কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান। সামিরুন বিবি বলেন, “স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়েছিলাম। ওরা আমাকে গালিগালাজ করে। প্রতিবাদ করে ছেলে।” মৃতের বাবা জাকের শেখ জুল হক-সহ ছ’জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
|
জমি বিবাদে খুন বেলডাঙায় |
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
জমি নিয়ে বিবাদে ভাইয়ের হাতে খুন হলেন দাদা। মৃতের নাম সাদ আলি শেখ (৫৫)। বৃহস্পতিবার বেলডাঙার পিলখানা গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজের জমিতেই বাড়ি তৈরি করছিলেন সাদ আলি। পাশের বাড়িতেই থাকেন তাঁর ভাই কাশেম শেখ। এ দিন বাড়ি তৈরির কাজ করার সময়ে ভাইয়ের বাড়ির পাশ থেকে কিছুটা মাটি তুলতে গেলে সাদ আলিকে বাধা দেন কাশেম। বচসাও হয়। তবে তা মিটেও যায়। এ দিন দুপুরে সাদ আলির বাড়িতে কাশেম ও তার ছেলে নাদের শেখ তাঁর বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। তারা একটি কাঠের হুড়কো দিয়ে সাদ আলির মাথায় আঘাত করে বলেও অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃতের ছেলে মিনারুল তার কাকা কাশেম শেখ ও খুড়তুতো ভাই নাদের শেখ-সহ ৮ জনের নামে খুনের মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তেরা পলাতক।
|
শিশু উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
ট্রেন থেকে এক সদ্যোজাত শিশুকে উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে নাগাদ সালার স্টেশনে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, শিয়ালদহগামী হাটেবাজারে এক্সপ্রেসের কামরা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এখনও কোনও পরিচয় জানা যায় নি। শিশুটিকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিআরপির এসি তুষারকান্তি সদার্র বলেন, “কামরার সিটে শিশুটি শুয়েছিল। কর্তব্যরত পুলিশ কর্মীরা উদ্ধার করেছেন। তদন্ত চলছে।” কান্দি মহকুমা হাসপাতালের সুপার মৃগাঙ্কমৌলি কর বলেন, “শিশুটি সুস্থ আছে। এ দিন ভোরেই তার জন্ম হয়েছে বলে মনে হচ্ছে।”
|
ধিক্কার মিছিল |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
বর্ধমানে জুনিয়র চিকিৎসকদের হাতে সাংবাদিক নিগ্রহের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রঘুনাথগঞ্জে ধিক্কার মিছিল করেন জঙ্গিপুর প্রেস ক্লাবের সদস্যরা। মিছিল শেষে জঙ্গিপুরের মহকুমা পুলিশ কর্তা উইংডেন ভুটিয়ার কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়। উইংডেন ভুটিয়া বলেন, “জঙ্গিপুরে যাতে সমস্ত সংবাদমাধ্যম স্বাধীন ভাবে কাজ করতে পারে সে জন্য সাংবাদিকদের সব রকম ভাবে সাহায্য করা হবে। নিরাপত্তার ব্যাপারেও সাহায্য পাবেন তাঁরা।”
|
পুড়ে ছাই বাড়ি |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
|
আগুনে ভস্মীভূত হল ১২টি বাড়ি। সাগরদিঘির বালিয়া বিলের ধার গ্রামে বৃহস্পতিবার দুপুরে এই অগ্নিকাণ্ড হয়। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, দিলীপ রবিদাস নামে এক ব্যক্তির বাড়িতে রান্নার সময়ে আগুন লেগে যায়। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় সংলগ্ন বাড়িগুলিও। গ্রামের স্যালো নলকূপ থেকে জল দিয়ে গ্রামবাসীরাই আগুন নেভান। এই ঘটনায় চার জন জখম হয়েছে।
|
পিতা-পুত্রের যাবজ্জীবন |
নিজস্ব সংবাদদাতা • লালবাগ |
প্রায় ১১ বছর আগের একটি খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন লালবাগ দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক মধুমিতা রায়। বুধবার তিনি ওই নির্দেশ দেন। ২০০১ সালের ২৯ মে রাতে লালবাগ বরফখানার বাসিন্দা জমাদার শেখ বাড়ি ফেরার পথে খুন হন। ওই খুনের ঘটনায় জংলি মল্লিক এবং তাঁর ছেলে আলতাফ মল্লিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ সেই সময়ে তাদের গ্রেফতারও করে। পরে তারা জামিনে মুক্তি পায়। সরকারি আইনজীবী সওকত আলি বলেন, “ওই দুজনকে দোষী সাব্যস্ত করে বিচারক বুধবার সাজা শোনান। কিন্তু বছর খানেক আগে দুষ্কৃতীদের হাতে খুন হন আলতাফ। বাবা জংলি মল্লিকের যাবজ্জীবন হয়েছে।”
|
তৃণমূল নেত্রীর বাড়িতে হানা, গ্রেফতার দুই |
নিজস্ব সংবাদদাতা • লালবাগ |
লালবাগে নিজের বাড়িতে ‘মধুচক্র’ চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। লালবাগ চক মোড়ের কাছে আগুড়িপাড়ার ওই বাড়ির কর্ত্রী রিতা সাঁতরাকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় মহিলা সমিতির নেত্রী বলেই সকলে চেনেন। দীর্ঘ দিন ধরে ওই বাড়িতে বেশ কিছু সন্দেহজনক পুরুষ-মহিলার আনাগোনা রয়েছে বলে পড়শিদের অভিযোগ। বুধবার রাতে পাড়ার বাসিন্দারা এক জোট হয়ে রিতাদেবীর বাড়িতে চড়াও হয়ে বেশ কয়েক জন পুরুষ-মহিলাকে আটকে রাখেন। কয়েক জন পালিয়ে যান বলেও অভিযোগ। মুর্শিদাবাদ থানার পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে চার জনকে আটক করে। পরে মাঝ বয়সী এক পুরুষ এবং এক মহিলাকে গ্রেফতার করে বৃহস্পতিবার লালবাগ এসিজেএম আদালতে পাঠানো হয়। বিচারক অবশ্য দু জনকেই জামিনে মুক্তি দিয়েছেন।
|
দাখিল ভুয়ো নথি,কারাদণ্ড |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
আত্মীয়ের মৃত্যুর ভুয়ো নথিপত্র তৈরি করে মৃতদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় তিন জনকে কারাদণ্ড দিল আদালত। কৃষ্ণনগরের একটি নার্সিংহোমের মালিক রাজেন্দ্রনাথ দাস ও তার দুই ছেলে রাকেশ দাস ও রাজেশ দাসকে বৃহস্পতিবার কৃষ্ণনগর জেলা আদালতে হাজির করানো হয়। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ দ্বিতীয় আদালতের সিদ্ধার্থ রায় চৌধুরী তাদের চার বছরের সশ্রম কারাদণ্ড ও অনাদায়ে আরও একবছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। সরকার পক্ষের আইনজীবী মঙ্গলময় মুখোপাধ্যায় বলেন, “সাজাপ্রাপ্ত রাজেন্দ্রনাথ দাসের বাড়িতে থাকত তার ভাগ্নী দিপ্তী দাস। ২০০১ সালের ২৭ মার্চ রাজেন্দ্রনাথ দাসের নার্সিংহোমেই মৃত্যু হয় দিপ্তীর। এরপর ময়না-তদন্ত না করে ভুয়ো ডেথ সার্টিফিকেট তৈরি করে পুড়িয়ে ফেলা হয় দেহ। প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় তারা রাজেন্দ্রনাথ দাসের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালান। প্রতিবেশী বেলা সরকার থানায় অভিযোগ দায়ের করেন।”
|
ধর্ষণের নালিশ |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
প্রতিবেশী এক মহিলাকে ধর্ষণের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। বুধবার রাতে কোতোয়ালির ভাতজাংলা-কালীপুরের বাসিন্দা ওই মহিলা পুলিশের কাছে তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ২৬ মার্চ রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই তিন যুবক তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। তবে আরও দু’জন অভিযুক্ত পলাতক বলে পুলিশ জানিয়েছে।
|
দেহ উদ্ধার |
অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নওদার পাটিকাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পিছনের একটি বাগান থেকে দেহটি পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের দেহের বেশির ভাগ অংশই পুড়ে গিয়েছে। |
|