আলফার হুমকিতেও কাজ হল না। আজ সকালে কাজিরাঙা জাতীয় উদ্যানে চোরাশিকারিদের গুলিতে জখম হল একটি গন্ডার। ঘটনাটি ঘটেছে গোপালজারনি এলাকায়। বনবিভাগ সূত্রে খবর, ব্রহ্মপুত্রের উত্তর পাড়ে, গন্ডারটিকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয়েছিল। শব্দ শুনে রক্ষীরা হাজির হওয়ায় খড়্গটি কাটতে পারেনি তারা। গুলিবিদ্ধ গন্ডারের চিকিৎসা চলছে। শিকারিদের সন্ধানে উত্তর পাড় বরাবর তল্লাশি চালাচ্ছেন বনরক্ষীরা। বাঘ সুমারির জন্য কাজিরাঙার ৪৩০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ক্যামেরা ট্রাপিং-এর কাজ চলছে। সেই ক্যামেরায় ইতিমধ্যেই চারজন চোরাশিকারির ছবিও ধরা পড়েছে। তাদের চিহ্নিত করেছে পুলিশ। এ দিকে, গত কাল শোণিতপুরের সুতিয়া এলাকায় দুই শিকারিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুটি ৩০৩ রাইফেল, সাইলেন্সার, ৬১ রাউন্ড কার্তুজ, বিস্ফোরক ও চার লক্ষ টাকা পাওয়া গিয়েছে। জেরায় তারা জানায়, ডিমাপুর থেকে অস্ত্র পেয়েছিল তারা। গন্ডার মারার জন্য অগ্রিম টাকাও নিয়েছে।
|
সর্পদষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার রাতে আরামবাগের কেশবপুর গ্রামের বাসিন্দা সুকুমার দলুই (৪০) নামে ওই ব্যক্তি নিজের বাড়িতে ঘুমোচ্ছিলেন। পুলিশ জানায়, সেই সময়ে একটি সাপ তাঁকে দংশন করে। রাতেই তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
|
রাজ্যে বনসৃজন ও জীব বৈচিত্র সংরক্ষণে চারশো কোটি টাকা ঋণ দিতে এগিয়ে এল জাপান। রাজ্যের বিভিন্ন জেলার বনভূমি সংস্কার, জীব বৈচিত্রের ভারসাম্য রক্ষা করা এবং অরণ্যের উপর ভিত্তি করে বেঁচে থাকা মানুষের বিকল্প জীবিকার রাস্তা খুঁজে দেওয়ার জন্য ওই ঋণ দিতে চায় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)। |