হস্টেলের পাঁচিল টপকে পালিয়ে গেল নবম শ্রেণির দুই ছাত্রী। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে হুগলির পাণ্ডুয়ার গ্রাম বীণাপানি বালিকা বিদ্যালয়ের হস্টেল থেকে তারা পালায়। দু’জনেই বর্ধমানের নবগ্রামের বাসিন্দা। গ্রাম স্টেশনের কাছেই ওই স্কুল। পাশেই হস্টেল। সেখানে ১০৩ জন ছাত্রী ছিল। স্কুল সূত্রের খবর, এ দিন ভোরে পাঁচিল টপকে পালায় দুই কিশোরী। বিষয়টি বুঝতে পেরেই স্কুল কর্তৃপক্ষের তরফে খোঁজাখুজি শুরু হয়। হদিস না পেয়ে পাণ্ডুয়া থানায় ডায়েরি করেন স্কুল কর্তৃপক্ষ। স্কুলের পরিচালন সমিতির সভাপতি সুব্রত রায় বলেন, “বুধবার রাতে ছাত্রী দু’জনকে খারাপ আচরণের জন্য বকাবকি করেছিলেন হস্টেলের ইনচার্জ। মনে হচ্ছে সেই কারণেই ওরা পালিয়ে যেতে পারে।” এক ছাত্রীর আত্মীয়া বলেন, “পঞ্চম শ্রেণি থেকে এখানে থাকে। কোনও দিন খারাপ আচরণের কথা শুনিনি। হঠাৎ করে কোথায় গেল বুঝতে পারছি না।” পুলিশ জানিয়েছে, নিখোঁজ দুই ছাত্রীর খোঁজ চলছে।
|
বাড়ির এলাকা দখলকে কেন্দ্র করে বিবাদের জেরে এক বধূকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তাঁর ভাসুর-সহ তিন জনের বিরুদ্ধে। বুধবার বিকেলে খানাকুলের ঝমকপুর গ্রামের ঘটনা। মমতাজ বেগম নামে আহত ওই বধূকে আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে মমতাজ জানিয়েছেন, তিনি শ্বশুরবাড়িতে থাকেন। ভাসুর আমিরুল ইসলাম খান ওরফে ভাসানি স্ত্রী-মেয়েকে নিয়ে ওই বাড়িরই একাংশে থাকেন। বুধবার তিনি বাড়ির উঠোনের একাংশ বাঁশের বেড়া দিয়ে ঘেরার চেষ্টা করলে মমতাজ প্রতিবাদ করেন। অভিযোগ, এর পরেই ওই তিন জনে মিলে তাঁকে বাঁশ দিয়ে পেটান। পুকুরে ফেলে দেওয়ারও চেষ্টা করেন। প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করেন। পুলিশ জানায়, অভিযুক্তেরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।
|
বৃহস্পতিবার দুপুরে শ্রীরামপুর স্টেশন-সংলগ্ন মাছ বাজারের পাশে আবর্জনার মধ্যে আগুন লাগে। দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নেভায়। দমকল ও স্থানীয় সূত্রের খবর, স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া মাছ বাজারের পাশে কচুরিপানা-ভর্তি একটি পুকুর রয়েছে। বেশ কিছু দিন ধরেই ওই পুকুরে থার্মোকলের বাক্স-সহ নানা আবর্জনা ফেলা হচ্ছে। এ দিন দুপুর ১২টা নাগাদ পুকুরের ধারে আবর্জনার মধ্যে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। বাসিন্দাদের অভিযোগ, পুকুরটি বুজিয়ে প্রোমোটারির চেষ্টা চলছে। সেই কারণেই ইচ্ছাকৃত ভাবে আগুন লাগানো হয়েছে। কিছু দিন আগেই একই জায়গায় আগুন লেগেছিল।
|
ডানলপে লিকুইডেটর নিয়োগের নির্দেশে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও। প্রথমে ওই নির্দেশে স্থগিতাদেশের জন্য বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানায় ডানলপ। কিন্তু তিনি তা খারিজ করেন। তার পরই দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে যায় সংস্থা। তাঁরাও আর্জি খারিজ করেছেন। তবে আপিল মামলা চলবে।
|
একটি পুকুর থেকে দড়িবাঁধা সাতটি হাতকামান উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গোঘাটের তারাহাট গ্রামের একটি পুকুরের পানা পরিষ্কারের সময়ে হাতকামানগুলির সন্ধান পান শ্রমিকেরা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |