টুকরো খবর
সাঁজোয়া গাড়ি তৈরি করতে চায় টাটারা
অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনার চুক্তিতে দুর্নীতি নিয়ে এখন সরগরম জাতীয় রাজনীতি। তার মধ্যেই প্রতিরক্ষা ক্ষেত্রে বিপুল বিনিয়োগের পরিকল্পনার কথা জানাল কয়েকটি ভারতীয় সংস্থা। দিল্লিতে বসেছে প্রতিরক্ষা সরঞ্জামের প্রদর্শনী ‘ডিফেক্সপো’। সেখানেই এই পরিকল্পনার কথা জানিয়েছেন টাটা মোটরস, ভারত ফোর্জ, অশোক লেল্যান্ডের কর্তারা। ভবিষ্যতের সাঁজোয়া গাড়ি তৈরি করতে সংস্থা ৬০০ কোটি টাকা বিনিয়োগ করতে রাজি বলে জানিয়েছেন টাটা মোটরস কর্তা রবি পিশারোদি। ওই গাড়ি নির্মাণের জন্য কারখানাও খুলতে পারে টাটারা। তবে সে জন্য সরকারের কাছ থেকে যথেষ্ট গাড়ি সরবরাহের বরাত পাওয়া প্রয়োজন বলে জানিয়েছেন পিশারোদি। মাওবাদীদের ল্যান্ডমাইনের মোকাবিলায় মাইনরোধী গাড়ি ব্যবহার করে বিভিন্ন রাজ্য। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডকে ওই গাড়ি বিক্রির পরিকল্পনাও রয়েছে টাটা মোটরসের। নতুন একটি কামান তৈরি করার পরিকল্পনা করেছে ভারত ফোর্জ। সংস্থার কর্তা অমিত ডি কল্যাণী জানিয়েছেন, তাঁরা ইউরোপের কয়েকটি সংস্থার সঙ্গে এই প্রকল্পে সহযোগিতার জন্য কথা বলেছেন। কামান সরবরাহের জন্য টেন্ডার জমাও দিয়েছে ভারত ফোর্জ। প্রাথমিক ভাবে এই প্রকল্পে ১০০ কোটি টাকা বিনিয়োগের কথা ভেবেছেন সংস্থার কর্তারা। বিদেশি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে বিমান উৎপাদন ব্যবসায়ে নামতে চায় হিন্দুজা গোষ্ঠীর সংস্থা অশোক লেল্যান্ড। লারসেন অ্যান্ড টুব্রো জানিয়েছে, তারা হাউইৎজার কামানের নতুন ‘সিস্টেম’ তৈরি করতে চায়।

বাণিজ্য চুক্তির মেয়াদ বাড়াচ্ছে ভারত ও বাংলাদেশ
দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়াতে রাজি হল ভারত ও বাংলাদেশ। বৃহস্পতিবার দুই দেশের বাণিজ্য মন্ত্রকের যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। ভারতের বাণিজ্য সচিব রাহুল খুল্লর জানান, আগামী ৩১ মার্চ এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ওই মেয়াদ ২০১৫ সাল পর্যন্ত বাড়ানো হবে। পাশাপাশি, আমদানি ও রফতানির ক্ষেত্রে পণ্যের সংখ্যা বাড়ানো নিয়েও চিন্তা- ভাবনা করছে দুই দেশ। সে ক্ষেত্রে অবশ্য ওই চুক্তিতে কিছু পরিবর্তন করা হতে পারে বলে জানান বাংলাদেশের বাণিজ্য সচিব গুলাম হুসেন। মে মাসের মধ্যেই এ নিয়ে আলোচনা করা হবে।

পরিকাঠামো শিল্পে বৃদ্ধি ছুঁল ৬.৮%
প্রাণ ফিরল দেশের পরিকাঠামো শিল্পে। জানুয়ারিতে ০.৫ শতাংশে নেমে যাওয়ার পর ফেব্রুয়ারিতে ফের এই শিল্পে বৃদ্ধির হার উঠে এল ৭ শতাংশের কাছাকাছি। দাঁড়াল ৬.৮ শতাংশে। যা গত ৭ মাসে সর্বোচ্চ। ২০১১-র ফেব্রুয়ারিতে এই হার ছিল ৬.৪%। যদিও চলতি অথর্বর্ষের প্রথম ১১ মাসে বৃদ্ধি তার আগের বছরের ৫.৮ শতাংশের থেকে কমে হয়েছে ৪.৪%। পরিকাঠামো শিল্পের এই বৃদ্ধি আগামী কয়েক মাস বজায় থাকলে দেশের সামগ্রিক শিল্পোৎপাদনও ঘুরে দাঁড়াবে বলে মনে করছে শিল্পমহল। সামগ্রিক ভাবে শিল্পোৎপাদন সূচকের ৩৭.৯০% দখল করে আছে পরিকাঠামো শিল্পগুলি। যার মধ্যে রয়েছে অশোধিত তেল, পেট্রো পণ্য, প্রাকৃতিক গ্যাস, সার, কয়লা, বিদ্যুৎ, সিমেন্ট ও ইস্পাত। এর মধ্যে মূলত কয়লা ও বিদ্যুৎ ক্ষেত্রে উৎপাদনের হাত ধরেই এই হার বেড়েছে, জানিয়েছে বাণিজ্য মন্ত্রক।

এআইয়ের ধর্মঘট নিয়ে
সমাধান সূত্র মিলল না বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়া (এআই) কর্তৃপক্ষ ও কর্মীদের বৈঠকে। ২ এপ্রিল থেকে ডাকা ধর্মঘট এড়াতে শুক্রবার ফের বৈঠক হবে। এ নিয়ে কৃষি মন্ত্রী শরদ পওয়ারের সঙ্গেও দেখা করে কেবিন ক্র-দের সংগঠন।

আরবিআইয়ের নির্দেশ
সাধারণ মানুষের কাছ থেকে কোনও ধরনের আমানত মুথুট এস্টেট ইনভেস্টমেন্টস আর সংগ্রহ করতে পারবে না বলে নির্দেশ জারি করল রিজার্ভ ব্যাঙ্ক। এবং অবিলম্বে তা কার্যকর করতে বলেছে তারা। বৃহস্পতিবার এই প্রসঙ্গে আর্থিক প্রতিষ্ঠান মুথুট ফিনকর্পকেও শীর্ষ ব্যাঙ্কের নির্দেশ, তাদের শাখা, অফিস বা কর্মীদের ব্যবহার করে, যেন কোনও ভাবেই বাজার থেকে টাকা তুলতে না পারে মুথুট এস্টেট ইনভেস্টমেন্টস। অভিযোগ, বহু ক্ষেত্রেই ওই ব্যবস্থাকে ব্যবহার করে অর্থ সংগ্রহ করছিল সংস্থাটি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.