নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শুরু হল তাঁত-মেলা। বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ও ছোট উদ্যোগ এবং বস্ত্র দফতরের মন্ত্রী মানস ভুঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের মন্ত্রী সুকুমার হাঁসদা, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) উত্তম পাত্র প্রমুখ। রাজ্যের বিভিন্ন জেলার তাঁতশিল্পীরা এখানে এসে তাঁদের হাতে তৈরি পসরা সাজিয়ে বসেছেন। রয়েছে নানা ধরনের সুদৃশ্য তাঁতের শাড়ি ও অন্য সামগ্রী। এ দিন সন্ধ্যা থেকেই ভিড় জমাতে শুরু করেছেন উৎসাহীরা। এই মেলা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। এ দিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মানসবাবু বলেন, “এই চৈত্র-শেষ, পয়লা বৈশাখের আগে অনেকে নতুন পোশাক কেনেন। আমরা এ বার রাজ্যে দু’টি বিশেষ তাঁত-মেলা আয়োজনের সিদ্ধান্ত নিই। কেন্দ্রীয় সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। একটি মেলা কলকাতার মিলন-মেলা প্রাঙ্গণে হয়েছে। অন্যটি মেদিনীপুরে শুরু হল।” |
মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছেন মন্ত্রী মানস ভুঁইয়া। বৃহস্পতিবার ছবি তুলেছেন সৌমেশ্বর মণ্ডল। |
সম্প্রতি মেদিনীপুরে হস্তশিল্প মেলা হয়েছে। মেলা ঘিরে জেলায় উৎসাহ দেখা দেয়। সেই প্রসঙ্গ টেনে মানসবাবু এ দিন বলেন, “মেদিনীপুরে হস্তশিল্প মেলা করে আমরা খুবই উৎসাহিত হয়েছি। সেই জন্যই দ্বিতীয় তাঁত মেলাটি এখানে করতে চেয়েছিলাম।” তাঁত শিল্পের প্রসার ঘটাতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগী হয়েছে বলেও এ দিন জানান মন্ত্রী। তাঁর কথায়, “কেন্দ্রের শেষ গণনা অনুযায়ী পশ্চিম মেদিনীপুরে তন্তুবায়ের সংখ্যা ১ হাজার ২০৯ জন। কিন্তু এটা ঠিক পরিসংখ্যান নয়। আমি দফতরের আধিকারিকদের বলেছি, কেন্দ্রকে চিঠি লিখুন। নতুন করে গণনা হোক।” পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমায় তসর চাষ শুরু হয়েছে বলে এ দিন জানান মন্ত্রী। সেই সঙ্গে তাঁর আশ্বাস, “আমরা এই চাষ আরও বাড়াব।” মানসবাবু জানান, তন্তুবায়দের ঋণ মকুবের জন্য কেন্দ্র সাড়ে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করবে। এর মধ্যে পশ্চিমবঙ্গ ২১০ কোটি টাকা পাবে। যে তন্তুবায় সমিতিগুলি ভেঙে পড়েছে, বরাদ্দ অর্থে তাদের ঋণ মকুব করা হবে। |