ভস্মীভূত হয়ে গেল একটি গোয়ালঘর এবং গোটা তিনেক খড়ের পালুই। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দুবরাজপুর থানা এলাকার রসুলপুরগ্রামে। প্রথমে স্থানীয় বাসিন্দারা ও পরে দমকলের দু’টি ইঞ্জিনের দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ৮টা নাগাদ প্রথমে আগুন লাগে আলাউদ্দিন মণ্ডলদের খড়ের পালুইয়ে। পরে সেই আগুন ছড়িয়ে যায় দাদা নাসিরুদ্দিন ও সামসুদ্দিনদের গোয়ালঘর। পড়শিরা জানান, কাছে পুকুর থাকায় আগুন আয়ত্বে আনতে সুবিধা হয়েছে। নাসিরুদ্দিন মণ্ডল বলেন, “খড়ের পালুইয়ের কাছে থাকা বিদ্যুতের খুঁটিতে একদল হনুমান দাপাদাপি করছিল। সেই সময় তার থেকে আগুনের ফুলকি ঝরে পড়ায় বিপত্তি।
|
ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার ভোরে সিউড়ির আমাইপুর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, গৃহবধূর নাম নীলিমা লোহার (২২), বাড়ি আমাইপুর গ্রামে। বাড়ির সামনের বটগাছে নীলিমাদেবীর ঝুলন্ত দেহ দেখে পরিবারের লোক থানায় খবর দেন। মৃতার দাদার অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার স্বামী, ননদ ও শাশুড়িকে গ্রেফতার করেছে। আজ শুক্রবার ধৃতদের সিউড়ি আদালতে হাজির করানো হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে মহম্মদবাজার থানার চন্দ্রপুর গ্রামের বাসিন্দা নীলিমার সঙ্গে আমাইপুর গ্রামের বাসিন্দা পলু লোহারের বিয়ে হয়। তাঁদের আড়াই বছরের একটি ছেলেও রয়েছে। মৃতার দাদা বাচ্চু লোহার পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন, বিয়ের পর থেকেই বোনের উপরে স্বামী, ননদ ও শাশুড়ি শারীরিক ও মানসিক নির্যাতন করত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য দেহটি সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
|
কয়লা বোঝাই মালগাড়ির একটি বগি থেকে ধোঁয়া বেরনোকে কেন্দ্র করে বুধবার রাত ৯ টা নাগাদ সাঁইথিয়া স্টেশন এলাকার আতঙ্ক ছড়ায়। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোল থেকে ফরাক্কাগামী কয়লা বোঝাই মালগাড়িটি বুধবার সাঁইথিয়া স্টেশনে থামার কিছুক্ষণ পরেই গাড়িটির ১৮ নম্বর বগি থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। সঙ্গে সঙ্গে সিউড়ি দমকলকেন্দ্রে খবর দেওয়া হলেও স্থানীয় বাসিন্দারা বগির উপরে কয়লায় জল ঢালতে শুরু করেন। ভোরে গাড়িটি গন্তব্যে রওনা দেয়।
|
ছাত্রীদের ‘কটূক্তি’ করার প্রতিবাদ করতে গিয়ে কেয়ারটেকারকে মারধরের অভিযোগ উঠল তিন জন যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে নলহাটি সফিয়া গার্লস কলেজে। পুলিশ খবর পেয়ে দুই যুবককে আটক করে। সন্ধ্যায় থানায় অভিযোগ করেন, কলেজের কেয়ারটেকার সজল শেখ।
|
কীটনাশক খেয়ে মৃত্যু হল দুই মহিলার। নলহাটির ভগবতীপুর গ্রামের বধূ লক্ষ্মী লেট (২২)কে অসুস্থ অবস্থায় ২৬ মার্চ রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার রাতে তাঁর মৃত্যু হয়। আর মাড়গ্রামের কৌড়া গ্রামের বাসিন্দা কোকিলা বিবি (২০) কীটনাশক খেয়ে ভর্তি হন রামপুরহাট হাসপাতালে। বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
|
বাবা ও ছেলেকে মারধর করে ছিনতাইয়ের ঘটনায় মানবাজারে বুধবার রাতে আরও দু’জন গ্রেফতার হয়েছে। এ মোট ৫ জন গ্রেফতার হল। ২১ মার্চ মানবাজারের হাটের কাছে ছিনতাই হয়।
|
রাস্তা নির্মাণের দাবিতে আড়শার বিডিও’র কাছে স্মারকলিপি দিল হারাদা গ্রামের বাসিন্দারা। সিরকাবাদ থেকে হারাদা পর্যন্ত রাস্তাটি নির্মাণের তাঁরা দাবি জানিয়েছেন। বিডিও মাধব বিসাই বলেন “রাস্তাটি সংস্কার করা হবে।” |