টুকরো খবর
বনগাঁ হাসপাতালের অস্থায়ী কর্মীরা অনশনে
স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার থেকে আমরণ অনশন শুরু করেছেন উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতালের অস্থায়ী কর্মীরা। ‘সারা বাংলা হাসপাতাল রোগী কল্যাণ ও অস্থায়ী ঠিকা কর্মী ঐক্যকেন্দ্র’-র তরফে ২৭ জন কর্মী অনশনে বসেছেন। আন্দোলনকারীদের মধ্যে আত্মারাম সেন, পরেশ চৌধুরি, অভিজিৎ পালরা বলেন, “বারো বছরেরও বেশি সময় ধরে হাসপাতালে কর্মরত থাকা সত্ত্বেও আমরা বর্তমানে ঠিকাদারদের মাধ্যমে বেতন পেয়ে থাকি। আমাদের দাবি অবিলম্বে আমাদের সরকারি স্বীকৃতি দিয়ে স্থায়ী করার পাশাপাশি সরাসরি স্বাস্থ্য দফতরকে বেতন দিতে হবে।”
নিজস্ব চিত্র।
আন্দোলনকারীদের সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে মোট ৯৬ জন চতুর্থ শ্রেণির কর্মীর পদ রয়েছে। কিন্তু কর্মী রয়েছেন ৩৬ জন। ফলে নিরাপত্তা, সাফাই, বহির্বিভাগের টিকিট দেওয়া এমনকী ওষুধ দেওয়ার মতো কাজও তাঁদের করতে হয়। অনশন করলেও কয়েকজন অস্থায়ী কর্মী পর্যায়ক্রমে কাজ করেছেন রোগীদের স্বার্থে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত শীল বলেন, “শুধু বনগাঁ মহকুমা হাসপাতাল নয়, জেলার অন্য হাসপাতালগুলিতেও অনশন চলছে। ওই কর্মীরা ঠিকাদারের অধীনে কাজ করেন। সরাসরি হাসপাতালের কর্মী নন। আন্দোলনকারীদের দাবি রাজ্য স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে।”

ঝাড়গ্রামে বৈঠক স্বাস্থ্য অধিকর্তার
পশ্চিম মেদিনীপুরের মাওবাদী প্রভাবিত ১১টি ব্লকের বিএমওএইচদের নিয়ে বুধবার বিকেলে ঝাড়গ্রামে বৈঠক করলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী। ঝাড়গ্রাম স্বাস্থ্য জেলা হওয়ার পর ঝাড়গ্রাম জেলা হাসপাতালের সভাঘরে এটিই ছিল প্রথম বৈঠক। বৈঠকে ঝাড়গ্রাম মহকুমার ৮টি ব্লকের বিএমওএইচ ছাড়াও সদর, শালবনি ও গোয়ালতোড় ব্লকের বিএমওএইচ-রা উপস্থিত ছিলেন। ছিলেন জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের রাজ্য-অধিকর্তা দিলীপ ঘোষ, পশ্চিম মেদিনীপুরের সিএমওএইচ সবিতেন্দ্র পাত্র, ঝাড়গ্রাম স্বাস্থ্য জেলার ভারপ্রাপ্ত সিএমওএইচ তপনকুমার ব্যাপারি, ঝাড়গ্রাম হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুদীপ কাঁড়ার প্রমুখ। জঙ্গলমহলের মাওবাদী প্রভাবিত ১১টি ব্লকের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সম্প্রতি বেশ কয়েকটি এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ‘মোবাইল মেডিক্যাল ইউনিট’ চালু করা হয়েছে। ওই ‘এমএমইউ’গুলির দৈনিক মনিটরিংয়ের জন্য নতুন একটি সফটওয়্যার চালু করেছে স্বাস্থ্য দফতর। এ দিন বৈঠকে হাতে-কলমে ওই সফটওয়্যারের খুঁটিনাটি ব্যাখ্যা করেন স্বাস্থ্য অধিকর্তা। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের আওতায় পশ্চিম মেদিনীপুর জেলায় ১৭ জন চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করা হবে বলে বৈঠকে জানান বিশ্বরঞ্জনবাবু।

শিশুর মৃত্যুতে হাতুড়ে আটক
চিকিৎসায় গাফিলতির জন্য মৃত্যু হয়েছে একটি শিশুর। এই অভিযোগে, নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ দু’জন হাতুড়েকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, ওই মৃত শিশুর নাম অনুরাগ নুনিয়া। তার বয়স দেড় বছর। মৃত শিশুর পরিবারের তরফে অভিযোগ পাওয়ার পরেই ওই দু’জনকে আটক করা হয়। মৃত শিশুর বাবা সঞ্জয় নুনিয়া থানায় অভিযোগ করেন, অসুস্থ অবস্থায় তিনি তাঁর ছেলেকে চিকিৎসার জন্য নিয়ে যান হিরাপুরের পাঠমোহন এলাকার এক হাতুড়ের কাছে। সঞ্জয় নুনিয়ার অভিযোগ, “ওই চিকিৎসক আমাকে বলেন, ছেলের হার্নিয়া হয়েছে। অস্ত্রোপচার করতে হবে। আমরা রাজি হই। মঙ্গলবার অস্ত্রোপচার হওয়ার পরে সে আরও অসুস্থ হয়ে পড়ে। রাতে মারা যায়।” এর পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিবারের লোকজন থানায় অভিযোগ করেন। যে হাতুড়ের কাছে শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছিল, সে পালিয়ে গেলেও তার ছেলে এবং এক সহযোগীকে পুলিশ আটক করে।

মিড-ডে মিল খেয়ে অসুস্থ ৬০
স্কুলের মিড-ডে মিলের রান্না খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৬০ জন ছাত্রছাত্রী। তাদের মধ্যে ৩০-৩৫ জনকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে নাসির্ংহোম সূত্রে জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার রামনগরের ভাদুড়া গার্লস হাইস্কুলে। স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন মিড-ডে মিলে ভাত, ডাল ও আলুভাজা রান্না হয়েছিল। স্কুলের ২৩৭ জন পড়ুয়া ওই খাবার খায়। খাওয়ার কিছুক্ষণ পরেই অধিকাংশ পড়ুয়ার বমি ও পেটব্যাথা শুরু হয়। প্রায় ৬০ জন অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ৩০-৩৫ জনকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। কেন রান্না করা খাবার খেয়ে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ জানিয়েছে।

পূর্বাঞ্চলে ফার্মা হাব
পূর্বাঞ্চলে পূর্ণাঙ্গ ফার্মা হাব গড়ছে হাইজিয়া বায়োজেনিক্স। এসএমএস গ্রুপের এই সংস্থার কলকাতা থেকে ৭০ কিলোমিটার দূরে গুড়াপে নিজস্ব কারখানা রয়েছে। সেখানেই তৈরি হচ্ছে হৃদ্রোগ, হাঁপানি, বাতের ব্যথা, শ্বাসকষ্ট, হাড়ের রোগ ইত্যাদির ওষুধ। সংস্থার চিফ এগজিকিউটিভ শমী চট্টোপাধ্যায়ের দাবি, এই হাব তৈরি হলে ওষুধের কাঁচামালের জন্য অন্য রাজ্যের উপর নির্ভর করতে হবে না। উত্তরবঙ্গ, বাঁকুড়া, পুরুলিয়াতেই বহু ওষধি গাছ আছে। সেখানে কাজ করার জন্য কর্মী নিয়োগও শুরু হয়েছে। চলছে সমীক্ষাও।

রোগীদের ফল, মিষ্টি
একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বুধবার রানাঘাট মহকুমা হাসপাতালের রোগীদের এবং উপ-সংশোধনাগারের বন্দিদের ফল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

কলেজে শিবির
খান্দরা কলেজ ছাত্র পরিষদের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে তিনশো জন ছাত্রছাত্রীর রক্তের শ্রেণি নির্ণয় শিবির আয়োজিত হল। উপস্থিত ছিলেন অন্ডালের বিডিও অনিন্দিতা দে, অন্ডাল পঞ্চায়েত সমিতির সভাপতি শুভাশিস মুখোপাধ্যায়।

শিবির
সোমবার খড়্গপুর শহরের ভবানীপুরে আয়োজিত হল রক্তদান শিবির। মিলন সঙ্ঘ ক্লাবের উদ্যোগে তৃতীয় বর্ষের এই শিবিরে ছিলেন এস এ নাজমি, মানিক মণ্ডল প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.