টুকরো খবর
আসবাব পাচার রুখল গ্রামবাসী
স্বাস্থ্যকেন্দ্র থেকে লরি বোঝাই মালপত্র পাচারের সময় তা হাতেনাতে ধরলেন গ্রামবাসীরা। সুতি-২ ব্লকের অরঙ্গাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে বুধবার দুপুরে একটি লরিতে করে স্বাস্থ্যকেন্দ্রের যাবতীয় আসবাবপত্র নিয়ে যাওয়া হচ্ছিল। আসবাবের মধ্যে ছিল একটি ফ্রিজ, আলমারি, কাঠের ও লোহার তৈরি বেশ কিছু চেয়ার, টেবিল, ও খাট। ভরদুপুরে এভাবে স্বাস্থ্যকেন্দ্র থেকে আসবাব নিয়ে যাওয়ায় সন্দেহ হয় লাগোয়া ডিহি গ্রামের বাসিন্দাদের। তারাই বাধা দেন এবং লরি চালককে জিজ্ঞাসা করে জানতে পারেন ওই সমস্ত আসবাব বিক্রি হয়ে গিয়েছে। এরপরেই গ্রামবাসীরা চড়াও হন চিকিৎসক অর্জুন সরকারের উপর। তবে তিনি কোনও রকমে পালিয়ে যান। এরপর পুলিশ এসে সমস্ত মালপত্র পুনরায় স্বাস্থ্যকেন্দ্রে ঢুকিয়ে দেয়। স্থানীয় স্বাস্থ্য আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জঙ্গিপুরের সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিষ্ণুপদ বাগ বলেন, “অরঙ্গাবাদ স্বাস্থ্যকেন্দ্র থেকে মালপত্র পাচারের সময় তা ধরা পড়েছে বলে জেনেছি। ব্লকের স্বাস্থ্য আধিকারিককে তদন্ত করে ব্যবস্থা নিয়ে বলা হয়েছে।”

পঞ্চায়েতে প্রধান ঘেরাও
স্বরূপগঞ্জ পঞ্চায়েতের প্রধান সিপিএমের রামপ্রসাদ হালদারকে তিন ঘণ্টা তালাবন্ধ করে রাখলেন পঞ্চায়েতের বিরোধী দলনেতা-সহ তৃণমূল কর্মীরা। বুধবার ওই পঞ্চায়েতে আমার ঠিকানা প্রকল্প নিয়ে বৈঠক চলছিল। বিরোধী দলনেতা তৃণমূলের সিরাজুল শেখের অভিযোগ, “ওই প্রকল্পের ঘর কারা পাবেন তা মিটিংয়ে বসে ঠিক হওয়াই নিয়ম। কিন্তু সিপিএম প্রধান আগে থেকেই পাঁচটি নাম ঠিক করে পাশ করাতে চান। আমরা ওয়াক আউট করি। এর পর গ্রামের মানুষ.প্রধান-সহ ১১ জন সিপিএমের সদস্যকে তালাবন্ধ করে রাখেন।” পঞ্চায়েত প্রধান বলেন, “সরকারি নিয়ম মেনেই এই নির্বাচন করা হয়। তৃণমূল বণ্টন প্রক্তিয়া ভন্ডুল করতেই আমাদের আটক করে হেনস্থা করেছে। সন্ধে ৬টার পরে নবদ্বীপের বিডিও এটি আনসারি ঘটনাস্থলে যান। এক ঘণ্টা বৈঠকের পরে ঠিক হয়, আগামী শুক্রবার ফের ওই প্রকল্প নিয়ে বৈঠক করা হবে।

অস্বাভাবিক মৃত্যু কিশোরীর
অস্বাভাবিক মৃত্যু হয়েছে রুমকি গড়াই (১৭) নামে এক কিশোরীর। বাড়ি বড়ঞার শীতল গ্রামে। এড়োয়ালি এসএস উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মাধ্যমিক দিয়েছিল সে। বুধবার সকালে কীটনাশক খেয়ে রুমকির মৃত্যু হয়েছে বলে পুলিশের অনুমান। স্থানীয় সূত্রে খবর, রাত পর্যন্ত যাত্রা দেখে বাড়ি ফেরায় এ দিন তাকে বাড়ির লোকেরা বকাবকি করেন। তারপরেই কীটনাশক খায় সে। কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা শুরুর পরেই রুমকি মারা যায়। অন্য দিকে, মঙ্গলবার রাতে বড়ঞার কুনিয়া গ্রামের রাজকুমার বাগদি (৪৫) নামে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রাজকুমারবাবু কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন বলে পুলিশের অনুমান। পুলিশ জানিয়েছে, নিয়মিত মদ্যপান করে বাড়ি ফিরতেন তিনি। এ দিন তা নিয়েই স্ত্রীর সঙ্গে বচসা হয়। তারপরেই তিনি কীটনাশক খান।

চৈত্রেই শুকিয়ে কাঠ খাল-বিল। কাদাতেই মাছের খোঁজ।
করিমপুরে ছবি তুলেছেন কল্লোল প্রামাণিক।

চাল আটক
পাচারের সময় ২৪৪ বস্তা রেশনের চাল আটক করলেন অতিরিক্ত জেলা শাসক শ্রীকুমার চক্রবর্তী। বুধবার দুপুরে নাকাশিপাড়ার বেথুয়াডহরীর একটি চালের গুদাম থেকে ওই চাল আটক করা হয়। এ দিন স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে এসে তিনি দেখেন একটি ভ্যানে ন’বস্তা এবং একটি লরিতে ৩৫ বস্তা চাল তোলা হয়েছে। চালের সঙ্গে সঙ্গে ভ্যান ও লরিটিকেও আটক করেছে পুলিশ। তবে গুদামের মালিক গোপাল সাহা পলাতক। শ্রীকুমারবাবু বলেন, “গুদামটির মালিক গোপাল সাহা অবৈধভাবে রেশনের চাল মজুত করে রেখেছিলেন। তদন্ত শুরু হয়েছে।”

আলোচনা চক্র
এক স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে রক্ত নিয়ে আলোচনা চক্র, স্বাস্থ্য শিবির ও প্রতিবন্ধী পড়ুয়াদের পুস্তক বিতরণ করা হয় রবিবার নদিয়ার রানাঘাটে। অনুষ্ঠানে গোপালনগর আশ্রমের সত্যভাগবত দাস, হিজুলি কাটিয়া বাবা আশ্রমের শাশ্বত দাস মহারাজ, বিচারক ভীমচরণ মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মী সম্মেলন
তৃণমূলের অঞ্চল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। রানাঘাটের আনুলিয়ায় ওই সম্মেলনে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি ও বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, বিধায়ক নরেশচন্দ্র চাকী, নীলিমা নাগ, অধীররঞ্জন বিশ্বাস, রানাঘাট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ-সহ বিশিষ্টেরা।

গরু উদ্ধার
১২০টি গরু উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার রাতে হরিণঘাটার বিরোহীতে হানা দিয়ে পুলিশ গরুগুলি উদ্ধার করে। আটক করা হয়েছে ৬টি গাড়িও। তবে চালকেরা পলাতক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গরুগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পাচারকারীদের কাউকে পাওয়া যায় নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আজ সপ্তমী। কৃষ্ণনগরে বাসন্তী পুজোর ছবি তুলেছেন সুদীপ ভট্টাচার্য।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.