টুকরো খবর |
তাড়ায় অসুস্থ প্রধানশিক্ষক |
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
ঝাঁকে ঝাঁকে মৌমাছি ঘিরে ধরেছে তাঁকে। আর বাঁচাও বাঁচাও চিৎকার করে রাস্তা দিয়ে ছুটছেন এক প্রধান শিক্ষক। ছুটতে ছুটতে তিনি ঢুকে পড়লেন প্রাথমিক স্কুলের মিড-ডে মিলের রান্নাঘরে। আতঙ্কে ছোটাছুটি শুরু করল স্কুলের কচিকাঁচারাও। রান্না ঘরের ধোঁয়া, আগুনে ক্ষান্ত হয়ে ধীরে ধীরে ফিরে গেল মৌমাছির পাল। কিন্তু মৌমাছির কামড়ের পাশাপাশি কানের ভিতরেও মৌমাছি ঢুকে পড়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায় বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। ওই প্রধান শিক্ষকের নাম তসলিমুদ্দিন আহমেদ। তিনি স্থানীয় রামশিমুল প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। তুলসিহাটার জোতবহরমপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশেই রয়েছে সর্বশিক্ষা মিশনের সার্কেল লেভেল রিসসর্র্ সেন্টার। সেখানে শিক্ষকদের নিয়ে তিনদিনের একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। এদিন ছিল কর্মশালার প্রথম দিন। সেখানেই যোগ দিতে এসেছিলেন ওই প্রধান শিক্ষক। কর্মশালায় অংশগ্রহনকারী শিক্ষকরা জানান, হঠাৎ সবাই দেখেন চিৎকার করতে করতে রাস্তা দিয়ে ছুটছেন ওই শিক্ষক। মৌমাছির পাল দেখে কেউ এগিয়ে যাওয়ারও সাহস পাননি। তবে প্রাথমিক স্কুলের রান্নাঘরে গিয়ে তিনি বাঁচেন। কিন্তু রাস্তায় কোথা থেকে মৌমাছির পাল এলে তা অবশ্য পরিষ্কার করে কেউ জানাতে পারেননি। সবারই ধারণা, আশেপাশের কোনও গাছ বা বাড়ি থেকে ওই মৌমাছির পাল এসেছিল।
|
কুকুরের ‘উৎপাত’, বাড়িতে পাটকেল |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
তাঁর বাড়ির পোষ্য কুকুর আশপাশের বাসিন্দাদের বিরক্ত করছে। এই অভিযোগে স্থানীয় বাসিন্দারা ওই বাড়ির মালিকের গাড়ির কাচ ভেঙে দিলেন। ইট-পাটকেল ছোঁড়া হয় তাঁর বাড়িতেও। বুধবার দুর্গাপুরের দয়ানন্দ রোডে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, শুভ্রা অলগ নামে ওই বাসিন্দার বাড়িতে মোট ছ’টি কুকুর রয়েছে। সেগুলি তাঁদের বিরক্ত করে বলে আশপাশের বাসিন্দাদের অভিযোগ। শুভ্রাদেবী অবশ্য অভিযোগ মানতে চাননি। এ দিন গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
|
হাতি খেদাতে ব্যবস্থা |
নিজস্ব সংবাদদাতা • জয়পুর |
হুগলির গোঘাট থেকে বাঁকুড়ার জয়পুরে ঢোকা ২২টি হাতিকে খেদানোর কথা ভাবছে বন দফতর। তবে হাতিরা দু’টি দলে ভাগ হয়ে যাওয়ায় অভিযান শুরু করতে সমস্যায় পড়েছেন বনকর্মীরা। জয়পুরের রেঞ্জ অফিসার স্বপন ঘটক বলেন, “দোমহনি গ্রামে ১৩টি ও আয়মা গ্রামে ৯টি হাতি রয়েছে। বুধবারও দু’টি দলকে একসঙ্গে মেলানো যায়নি।” তিনি জানান, শীঘ্রই হাতিদের দল দু’টিকে মিশিয়ে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা জঙ্গলে পাঠানো হবে। গোঘাট থেকে ঢুকে মঙ্গলবার ময়নাপুর গ্রামের এক বাসিন্দাকে জখম করে পালের একটি হাতি। পরে গ্রামবাসীদের তাড়ায় হাতির পালটি দু’দলে ভাগ হয়ে যায়। এ দিকে বুধবারই জয়পুরের তাঁতিপুকুর গ্রামের জঙ্গলে হাজির হয়েছে পাঁচটি ‘রেসিডেন্ট’ দাঁতাল। রেঞ্জ অফিসার জানান, ওই হাতিরা যাতে ২২টির দলে ভিড়ে যেতে না পারে, সে দিকে তাঁরা নজর রেখেছেন।
|
|
মজে যাওয়া সরস্বতী নদী। ডোমজুড়ে তোলা নিজস্ব চিত্র। |
|
গঙ্গাজলঘাটিতে জঙ্গলে আগুন |
নিজস্ব সংবাদদাতা • গঙ্গাজলঘাটি |
এক সপ্তাহ ধরে আগুন জ্বলছে গঙ্গাজলঘাটি রেঞ্জের হাঁসপাহাড়ি জঙ্গলে। অথচ বন দফতরের কোনও হুঁশ নেই বলে অভিযোগ বাসিন্দাদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বহু গাছপালা। শুধু তাই নয় আগুনে পুড়ে মারা গিয়েছে বেশ কিছু পশুপাখি। বিষয়টি নিয়ে দেউলি গ্রামের বাসিন্দা জীতেন গড়াই বলেন, “সাত-আট বছর ধরে এই ঘটনা ঘটে চলেছে। হুঁশ নেই বন দফতরের। কেউ বা কারা জঙ্গলের শুকনো পাতায় আগুন লাগায়। সেখান থেকে সারা জঙ্গলে ছড়িয়ে পড়ে আগুন।” ডি এফ ও (বাঁকুড়া উত্তর) এস কুলন ডেইভাল বলেন, “ঘটনাটি জানি না। খোঁজ নিয়ে দেখা হবে।”
|
সুন্দরবন বাঁচাতে কর্মশালা |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের সহযোগিতায় এবং এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সুন্দরবন নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। রবিবার বাসন্তীর রামচন্দ্রখালি হাইস্কুলে ওই কর্মশালায় সুন্দরবন রক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। কর্মশালায় ছিলেন ব্লকের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। সুন্দরবন বাঁচানোর জন্য বেশ কিছু প্রস্তাব পেশ করা হয়েছে। প্রস্তাবগুলির মধ্যে রয়েছে প্লাস্টিক বর্জন ও সেইসঙ্গে দোকানদারদের এ ব্যাপারে সতর্ক করা, পানীয় জল সংরক্ষণের ব্যবস্থা ও সেইসঙ্গে বৃষ্টির জল সংরক্ষণ, শ্যালো বন্ধ করা, মজা খাল সংস্কার প্রভৃতি। এর আগে জেলার গোসাবা, সাগরদ্বীপ কুলতলিতেও এই ধরনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
|
গুঁতোয় জখম তিন |
নিজস্ব সংবাদদতা • শামুকতলা |
বাইসনের আক্রমণে এক মহিলা এবং দুই শিশু জখম হল রহিমাবাদ চা বাগানের পোখরা লাইনে। বুধবার সকালে বাইসনটি লাগোয়া জঙ্গল এলাকা থেকে বার হয়ে বাগানের শ্রমিক বস্তিতে ঢোকে। বাগানের বাসিন্দা বৃদ্ধা রতিয়া গোর এবং দুটি শিশু লিলি খাতুন,ইরফান আনসারি বাইসনের গুঁতোয় জখম হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা (পূর্ব) জেভি ভাস্কর জানিয়েছেন, সেটিকে বনকর্মীরা কার্তিকা চা বাগানের দিকে নিয়ে গিয়েছেন। পাশাপাশি, আহত তিন জনকেই আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
চিতাবাঘের হামলা |
নিজস্ব সংবাদদাতা • বীরপাড়া |
চা বাগানে কাজ করতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম হলেন এক শ্রমিক। বুধবার বিকালে ঘটনাটি ঘটে ডুয়ার্সের বীরপাড়া থানার ডিমডিমা চা বাগানে। গুরুতর জখম ওই শ্রমিক অশ্বিনী ওঁরাওকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বাগান সংলগ্ন দলগাঁও জঙ্গল থেকে বাঘটি বাচ্চা প্রসব করতে সম্ভবত চা বাগানের ঝোপে আশ্রয় নেয়।
|
|
জলপান তৃষ্ণা মেটাচ্ছে কাক। বুধবার কলকাতায় রাজীব বসুর তোলা ছবি। |
|
|