নির্দেশ হাইকোর্টের
শহরে গঙ্গাতীর পরিষ্কার রাখবে পুরসভা ও বন্দর
ঙ্গার পাড় এবং ঘাটগুলি পরিষ্কার রাখার দায়িত্ব কলকাতা পুরসভা ও কলকাতা বন্দর কর্তৃপক্ষকে দিল আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ ও বিচারপতি মৃণালকান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চ বুধবার এই নির্দেশ দিয়েছে।
সরস্বতী পুজোর পরে যে বিপুল সংখ্যক প্রতিমার বিসর্জন হয়েছিল গঙ্গায়, সেগুলির কাঠামো এখনও জমে রয়েছে নদীর পাড়ে। গঙ্গার পাড় এবং ঘাটগুলিতে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রাত্যহিক শৌচকার্য সারেন। ফলে বিষ্ঠা পড়ে থাকে যত্রতত্র। বহু ব্যবসায়ী এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের জঞ্জাল ফেলার জায়গাও ওই সমস্ত ঘাট। সব মিলিয়ে গঙ্গাপাড়ের এই চেহারাটা বুধবার কলকাতা হাইকোর্টের সামনে ছবি-সহ রিপোর্ট আকারে পেশ করেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। তিনি আদালতকে জানান, বাবুঘাটের বাস টার্মিনাস থেকে এ রাজ্য এবং ভিন্ রাজ্য মিলিয়ে পাঁচশোর বেশি বাস চলে। কিন্তু ওই সব বাসের কর্মী এবং যাত্রীদের জন্য যথেষ্ট শৌচাগার নেই। ফলে তাঁরা গঙ্গাপাড়ই ব্যবহার করেন। সেই সব যাত্রীদের সুলভ শৌচাগারের আওতায় আনার কথাও বলে আদালত।
নিজস্ব চিত্র।
সুভাষবাবু সরকারি তথ্য উদ্ধৃত করে জানান, কলকাতা পুর-এলাকায় ২০ শতাংশের বেশি মানুষের জন্য শৌচাগার নেই। তাঁরাও শৌচকার্য করার জায়গা হিসেবে গঙ্গার পাড়কেই বেছে নিয়েছেন। অথচ, এই অভ্যাস বন্ধ করতে ২০০৬ সালের মে মাসে কলকাতা হাইকোর্ট একটি নির্দেশ দেয়। সেখানে বলা হয়, গঙ্গার দূষণ রোধ করতে হলে গঙ্গার পাড় পরিচ্ছন্ন রাখতে হবে। তার জন্য গঙ্গাপাড়ে সাধারণ মানুষের জন্য সুলভ শৌচাগারের আদলে স্যানিটারি শৌচাগার তৈরি করতে হবে। পাঁচ বছর পরেও সেই নির্দেশ গঙ্গাপাড়ের ৪২টি পুরসভার কেউই কার্যকর করেনি।
এ দিন সুভাষ দত্তের দায়ের করা গঙ্গাদূষণ সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি ছিল। এ দিনের নির্দেশে ডিভিশন বেঞ্চ জানায়, কলকাতা পুরসভা ও কলকাতা বন্দরকে এখনই গঙ্গাপাড় পরিষ্কারের কাজ শুরু করতে হবে। ভবিষ্যতে যাতে গঙ্গাপাড় নোংরা না হয়, সেটাও তাদের দেখতে হবে। গঙ্গাপাড় ও ঘাটগুলিকে পরিচ্ছন্ন রাখতে কোথায় কী ভাবে কতগুলি শৌচাগার করতে হবে, তা ঠিক করবে আদালতের তৈরি করে দেওয়া কমিটি। দুর্গাপুজোর বিসর্জনের তদারকির জন্য হাইকোর্ট কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা, সুভাষ দত্ত এবং সরকারি আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা কমিটি গড়ে দিয়েছে। আদালতের নির্দেশ, গঙ্গার পাড়ে শৌচাগার তৈরির ব্যাপারে কী সিদ্ধান্ত হল এবং তার অগ্রগতি সম্পর্কে রিপোর্ট তৈরি করে চার সপ্তাহের মধ্যে আদালতকে জানাবে ওই কমিটি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.