টুকরো খবর
অপহৃত-মুক্তি নিয়ে অস্বস্তিতে ওড়িশা সরকার
অপহৃত বিধায়ক ঝিনা হিকাকার মুক্তির জন্য শীঘ্রই মাওবাদীরা মধ্যস্থতাকারীদের নাম জানাবে বলে আশা ওড়িশা সরকারের। জটিলতা দেখা দিয়েছে বন্দি ইতালিয় পাওলো বোসুস্কোর মুক্তি নিয়েও। তাঁকে মুক্ত করতে সময় লাগবে বলে বিধানসভায় জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। বিজেডি বিধায়কের মুক্তির জন্য সাতটি শর্ত দেওয়ার পাশাপাশি কাল রামকৃষ্ণন-দয়া গোষ্ঠী জানিয়েছিল মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চালাবে না তারা। প্রশাসনের এক কর্তার কথায়, “মাওবাদীদের বোঝা উচিত বিষয়টি খুবই সংবেদনশীল। এই নিয়ে মুখোমুখি আলোচনা দরকার। তাই আর দেরি না করে মাওবাদীদের উচিত মধ্যস্থতাকারীদের নাম জানানো।” পাওলোর মুক্তি নিয়েও অস্বস্তিতে সরকার। আজ বিধানসভায় নবীন পট্টনায়ক বলেন, “পাওলোর মুক্তির জন্য মধ্যস্থতাকারীরা আরও কিছু নতুন শর্ত আরোপ করেছেন। সরকার সেগুলি বিবেচনা করে দেখছে।” তবে পাওলোর মুক্তির ক্ষেত্রে রাজ্য সরকারই অহেতুক দেরি করছে বলে আজ অভিযোগ করেছেন মাওবাদী দুই মধ্যস্থতাকারী বি ডি শর্মা ও দণ্ডপাণি মহান্তি। নতুন যে শর্তের কথা সরকার বলছে, তাও ঠিক নয় বলে তাঁদের দাবি। পাশাপাশি, মধ্যস্থতাকারীরা জানিয়েছেন পাওলো ভাল আছেন।

ইউএপিএ থেকে মুক্ত কোবাড
আপাতত স্বস্তিতে কোবাড ঘান্দি। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) আওতায় আনা অভিযোগ থেকে আজ তাঁকে মুক্তি দিল দিল্লির এক আদালত। তবে সে সঙ্গে আদালত জানিয়েছে, ৬৫ বছরের কোবাডের বিরুদ্ধে জালিয়াতি, কারচুপি ও নাম ভাঁড়ানোর অভিযোগে বিচার চলবে। ২০০৯-এর সেপ্টেম্বরে দিল্লিতে নিষিদ্ধ মাওবাদী সংগঠন তৈরির চেষ্টার অভিযোগে দুন স্কুলের প্রাক্তন ছাত্র কোবাডকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশের বিশেষ শাখা। আজ অতিরিক্ত দায়রা বিচারক পবন কুমার জৈন সন্ত্রাসের অভিযোগ থেকে কোবাডকে মুক্ত করলেও রায়ে বলেন, “কোবাড শুধুমাত্র নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র প্রতি সহানুভূতিশীলই নয়, তিনি সংগঠনের সক্রিয় সদস্যও বটে।” বিচারক আরও জানিয়েছেন, সশস্ত্র সমাবেশে মানুষকে বিদ্রোহে অংশ নেওয়ার জন্য উস্কানি দেওয়ার প্রমাণও মিলেছে কোবাডের বিরুদ্ধে। কিন্তু সে ক্ষেত্রে আজ আদালত কী ভাবে সন্ত্রাসের অভিযোগ থেকে মুক্তি দিল কোবাডকে? বিচারকের যুক্তি, কোবাডের বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয় সেগুলির ক্ষেত্রে ইউএপিএ-র বাধ্যতামূলক ধারা মেনে শাস্তি দেওয়া অসম্ভব। তাই ইউএপিএ-র ধারা থেকে কোবাডকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে আদালত।

হাতে ফর্ম পূরণ করলেও পাসপোর্ট
অনলাইনের সঙ্গে সঙ্গে পাসপোর্টের জন্য পুরনো ব্যবস্থাতেও আবেদন করা যাবে। হাতে পাসপোর্ট ফর্ম পূরণ করে জমা দেওয়া যাবে ব্রেবোর্ন রোড অফিসে। আজ, বৃহস্পতিবার থেকে ফের এই ব্যবস্থা চালু হচ্ছে। আগে এই ব্যবস্থাই চালু ছিল। সম্প্রতি সেই সুবিধা তুলে দিয়ে অনলাইনে পাসপোর্ট ফর্ম পূরণ করে অনলাইনেই তা জমা দেওয়ার ব্যবস্থা হয়। সেই ব্যবস্থাও চলবে। অনলাইনে পাসপোর্টের কাজ করার জন্য ই এম বাইপাসে রুবি হাসপাতালের কাছে পাসপোর্ট সেবা কেন্দ্র (পিএসকে) গড়ে তোলা হয়েছে। কিন্তু সমস্যা দেখা যায় অনলাইনে। সেখানে ফর্ম পূরণ করতে পারলেও তা জমা দিতে পারছিলেন না সাধারণ মানুষ। সেখানে দিনে প্রায় ৯০০ আবেদনপত্র অনলাইনে জমা নেওয়া হচ্ছিল। কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেই কোটা ফুরিয়ে যাওয়ায় অনেকেই ফর্ম জমা দিতে পারছিলেন না। আঞ্চলিক পাসপোর্ট অফিসার আর শিবকুমার বলেন, “সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবেই আপাতত হাতে পূরণ করা ফর্মও গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। আশা করা হচ্ছে, পিএসকে-র ৯০০ আবেদনপত্র ছাড়াও এ বার ব্রেবোর্ন রোডের অফিসে প্রতিদিন আরও ৩০০ আবেদনপত্র নেওয়া যাবে।” সেখানে প্রধানত গেজেটেড অফিসার কম থাকায় চাহিদামতো পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না।

জেলায় ভূকম্প, কলকাতাতেও
ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-নেপাল সীমান্ত-সহ বিহার এবং উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও। তবে মৃত্যু বা জখম হওয়ার কোনও খবর মেলেনি। আবহাওয়া দফতর জানিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল ভারত-নেপাল সীমান্ত (২৬.১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯। ওই মাত্রার কম্পনকে আবহবিদেরা বলেন ‘মৃদু কম্পন’। আবহাওয়া দফতর জানায়, মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিট আট সেকেন্ডে ভারত-নেপাল সীমান্তে ওই কম্পন শুরু হয়। চলে চার সেকেন্ড ধরে। বুধবার ভোর ৫টা ১০ মিনিটে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে সংসদে ফের সরব তৃণমূল
যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মর্যাদা না দেওয়ার অভিযোগ তুলে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল নেতৃত্ব। বাজেট নিয়ে বিতর্কের সূত্রে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন আজ রাজ্যসভায় অভিযোগ করেন, রাজ্যের মতামত না নিয়েই কেন্দ্র একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। যে ভাবে পণ্য-পরিষেবা কর, কেন্দ্রীয় বিক্রয় কর নিয়ে আলোচনা না করেই রাজ্যগুলির উপরে তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তার সমালোচনা করেন ডেরেক। তাঁর কথায়, “এটাই কি কার্যকরী যুক্তরাষ্ট্রীয় মডেল, যেখানে কেন্দ্রের একের পর এক সিদ্ধান্তে রাজ্যের অধিকার খর্ব করা হচ্ছে!” বাজেট বিতর্কের সময় রাজ্যের স্বার্থে সরব হতে দলীয় সাংসদদের নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মেনেই আজ রাজ্যের বঞ্চনার বিষয়ে বলতে গিয়ে ডেরেক বলেন, “কেন্দ্রীয় বিক্রয় কর চালু হওয়ার সময়ে আশ্বাস দেওয়া হয়েছিল, এতে রাজ্যগুলির যে পরিমাণ রাজস্ব ক্ষতি হবে, কেন্দ্র তা মিটিয়ে দেবে। কিন্তু বাস্তবে তা হচ্ছে না।” পাশাপাশি পণ্য-পরিষেবা কর চালু করার পিছনে কেন্দ্রের ‘প্রকৃত মনোভাব’ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বাজেট প্রস্তাবে পূর্ব ভারতে সবুজ বিপ্লব আনতে ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। কিন্তু যে ভাবে গত ১ বছরে পূর্ব ভারতে বিশেষত পশ্চিমবঙ্গে ধান ও অন্য খাদ্যশস্যের ফলন বেড়েছে, সে তুলনায় ওই বরাদ্দ প্রয়োজনের থেকে অনেক কম বলে মন্তব্য করেন তৃণমূলের ওই সাংসদ।

কাশ্মীরে নিহত পাঁচ লস্কর জঙ্গি
আধা সামরিক বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নিহত হয়েছে পাঁচ জন লস্কর জঙ্গি। তাদের মধ্যে দু’জন কম্যান্ডার। আজ এই ঘটনাটি ঘটেছে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায়। পুলিশ জানিয়েছে, জেলার হান্দওয়ারা এলাকায় এক জঙ্গলে জঙ্গিরা ঘাঁটি গেড়েছে, সূত্রের মারফত এই খবর পেয়ে আজ সকালে অভিযান চালায় পুলিশ ও আধা সামরিক বাহিনী। এক পুলিশ কর্তা জানান, যৌথ বাহিনী জঙ্গিদের ঘাঁটির কাছে যাওয়া মাত্র তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এর পর দু’পক্ষের গুলিবিনিময়ে নিহত হয় তিন জঙ্গি। কাছেই একটি গ্রামে এক বাড়িতে আরও দুই জঙ্গি লুকিয়ে আছে, এই খবর পেয়ে, সেখানে হানা দেয় যৌথ বাহিনী। ওই পুলিশ কর্তা জানান, বাড়িটিকে ঘিরে ফেলার পর জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হলেও, তারা গুলি চালাতে শুরু করে। দু’পক্ষের গুলিবিনিময় চলাকালীন আগুন লেগে যায় বাড়িটিতে। সেই আগুনেই পুড়ে মারা যায় দুই জঙ্গি।

‘ডি-ভোটার’দেরও সুযোগ
‘সন্দেহজনক ভোটার’ তকমা মোচনের সুযোগ দিচ্ছে অসম সরকার। এ বার ‘ডি-ভোটার’রাও (সন্দেহজনক) পুরোপুরি ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে, অসম চুক্তি রূপায়ণ বিষয়ক মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই ঘোষণা করেন। তিনি জানান, জুলাই মাসেঅসমে, জাতীয় নাগরিক পঞ্জীকরণের (এনআরসি) কাজ ফের শুরু হতে চলেছে। তখনই, বর্তমান ‘ডি-ভোটার’রা ভারতীয় ও অসমের বৈধ নাগরিক হিসাবে আবেদন করতে পারেন। মন্ত্রী জানান, ভারতীয় হওয়ার পর্যাপ্ত প্রমাণ তাঁদের দাখিল করতে হবে। এ নিয়ে মন্ত্রিসভার বিশেষ সাব-কমিটির সঙ্গে আসুর বৈঠক হয়েছে। অসম সংখ্যালঘু ছাত্র সংস্থা ও প্রধান বিরোধী দল এআইইউডিএফ বিষয়টি নিয়ে দীর্ঘদিন গগৈ সরকারের উপরে চাপ দিচ্ছিল। আমসু ও এআইইউডিএফ, ১৯৫১ সালের ভিত্তিতে তৈরি জাতীয় নাগরিক তালিকাটি নতুন করে বানানোর দাবি জানিয়েছে। এনআরসি-র কাজ ফের শুরু করা ও সন্দেহজনক নাগরিকদের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে, সাব-কমিটির রিপোর্ট জমা পড়ার কথা। হিমন্ত বলেন, “আমরা এক পক্ষের মতামতে গুরুত্ব দিইনি। মুখ্যমন্ত্রীও চান না, ভারতীয় নাগরিক ভুলবশত নাগরিক অধিকার থেকে বঞ্চিত হোন। আইনসম্মত ভাবেই যা করার করা হবে।”

একত্রিশ বছর পরে চাকরি, অবসর কুড়ি দিন পরেই
সরকারি স্কুলে শিক্ষক হিসেবে চাকরির জন্য ৩১ বছর ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা চালিয়ে অবশেষে জয়ী হলেন বিহারের রামকিশোর সিংহ। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁকে স্কুলে যোগদানের নিয়োগপত্রও পাঠিয়েছে রাজ্য। কিন্তু আর মাত্র ২০ দিন পরেই রামকিশোরের বয়স হবে ৬০ বছর। আর সরকারি নিয়ম অনুযায়ী অন্ততপক্ষে এক বছর চাকরি না করার জন্য কোনও রকম অবসরকালীন ভাতা পাবেন না তিনি। অবশ্য রামকিশোর একা নন। চলতি বছরের প্রথম দিকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক হিসেবে স্কুলে চাকরির নিয়োগপত্র হাতে পেয়েছেন এমন চৌত্রিশ হাজার পাঁচশো জনের মধ্যে অনেকের বয়সই ঊনপঞ্চাশের আশপাশে। এত বছর পরে এই চাকরি হয়তো তাঁদের দৈনন্দিন জীবনে আর তেমন কোনও প্রভাব ফেলবে না। কিন্তু একটা বিষয়ে তাঁরা সকলেই একমত, শেষ পর্যন্ত তাঁদেরই জয় হল। রামকিশোর জানালেন, ১৯৮১ সালে শিক্ষকতার জন্য প্রশিক্ষণ শেষ করার পর সরকারি চাকরির আবেদন করেন তিনি। চাকরিও পেয়ে যান। কিন্তু এর পরেই তাঁর নিয়োগ বাতিল করে দেয় বিহার সরকার। শুধু মাত্র রামকিশোর নন, প্রশিক্ষণের পরে স্কুলে চাকরি পেয়েছেন এ রকম সবার নিয়োগই বাতিল করে দেওয়া হয়। তখন এই রায়ের বিরুদ্ধে আদালতে মামলা করেন রামকিশোর এবং বাকিরা।

মালিগাঁও স্কুলের পুনর্মিলন উৎসব
কলকাতার বুকে এক আশ্চর্য দ্যোতনায় কয়েক ঘণ্টার জন্য যেন আস্ত উঠে এসেছিল গুয়াহাটি মালিগাঁওয়ের নেতাজি বিদ্যাপীঠ রেল স্কুলটা। ১৯৫২ থেকে ১৯৯৬, কয়েক দশকে ওই স্কুলে যাঁরা পড়েছেন, খেলেছেন, দুষ্টুমি করেছেন এবং যে মাস্টারমশাইরা কখনও বকেছেন, কখনও আদর করেছেন তাঁদেরএমন শতাধিক ছাত্র ও কতিপয় শিক্ষক হাজির ছিলেন স্কুলের প্রাক্তনীদের ওই পুনর্মিলন উৎসবে। গত রবিবার কলকাতায় এক হোটেলে আয়োজিত এই মিলন আসরে প্রাক্তনীদের পরিবারের লোকজন ছাড়াও ছিলেন বিশিষ্ট চিকিৎসক, গায়ক, শিক্ষাবিদ, খেলোয়াড় ও পদস্থ আমলারা, যাঁরা সকলেই ওই বিদ্যাপীঠের একদা ছাত্র। স্কুলে যে মাস্টারমশাই ছিলেন ‘আতঙ্ক’ ছাত্রদের ভালবাসায় এ দিন তাঁর চোখেও ছিল জল। একান্নটি প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্যোক্তাদের তরফে সংক্ষিপ্ত বক্তৃতা দেন কৌশিক, রাজা ও সুদেষ্ণা।

শ্রমিক রোষে প্রাণ গেল তিন জঙ্গির
এক পাথরকুচি কারখানায় তোলা আদায় করতে এসে প্রাণ হারাল তিন নাগা জঙ্গি। গত কাল গোলাঘাট জেলা ও নাগাল্যান্ডের সীমানায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, তিন জন এনএসসিএন (খোলে-কিতোভি) জঙ্গি ও এক লিঙ্কম্যান টাকা চাইতে এসেছিল। শ্রমিকরা টাকা দিতে অস্বীকার করায় জঙ্গিরা মারধর শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা হাতের কাছে থাকা দা-শাবল-কুড়ুল-হাতুড়ি নিয়ে জঙ্গিদের উপরে চড়াও হয়।

শিশুর মৃত্যু, ৭ লক্ষ ক্ষতিপূরণের নির্দেশ
ন’বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় তার বাবা-মাকে সাত লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। ২০০৯ সালের ২৭ জুন শিক্ষামূলক ভ্রমণে গিয়ে একটি সুইমিং পুলে ডুবে মারা যায় তৃতীয় শ্রেণির ছাত্রটি। সুইমিং পুলটি তামিলনাড়ু সরকার পরিচালিত। স্কুলের শিক্ষক এবং পুল কর্তৃপক্ষের গাফিলতিতেই ছেলে মারা গিয়েছে বলে অভিযোগ করে ছাত্রটির বাবা আদালতের দ্বারস্থ হন। তার পরিপ্রেক্ষিতেই আদালতের আজকের সিদ্ধান্ত।

রোগীর ঝুলন্ত দেহ হাসপাতালে
রাঁচি শহরের রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এ চিকিৎসাধীন এক রোগীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর নাম বীরেন্দ্র কুমার (৪২)। আজ ভোরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের শৌচাগারে জলের পাইপ থেকে তাঁর ঝুলন্ত দেহটি পাওয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, গত ২৩ মার্চ থেকে মেডিসিন ওয়ার্ডে চিকিৎধীন ছিলেন বীরেন্দ্র। হৃদরোগের সঙ্গে তাঁর পেটেও নানান সমস্যা ছিল। অনেক দিন ধরে ভুগছিলেন। হতাশা থেকেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

থানায় গ্রেনেড ছুড়ল আলফা জঙ্গিরা
থানায় গ্রেনেড ছুড়ল জঙ্গিরা। গত কাল রাতে শিবসাগরের ডিমৌতে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বাইক-আরোহী দুই যুবক গ্রেনেডটি ছুড়ে দিয়ে পালায়। তবে গ্রেনেড বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। আজ এক মেল পাঠিয়ে ঘটনার দায় স্বীকার করেছে পরেশপন্থী আলফা। তাদের দাবি, অসমীয় পুলিশকর্মীদের ক্ষতি করতে চায়নি আলফা। তবে এটি তাদের দুর্বলতা বলে ভাবা ভুল হবে।

চোরের বৌয়ের কোপে পুলিশ
চোর ধরতে গিয়ে জখম হল পুলিশই। অভিযুক্ত গাড়িচোর সঞ্জু হোসেনকে ধরে নিয়ে যাচ্ছে দেখে তার স্ত্রী দিলওয়ারা বেগম দা হাতে নিয়ে পুলিশের পথ রোধ করে দাঁড়ায়। গত কালের এই ঘটনায় রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপুমণি গোস্বামী কোনও ক্রমে দা’য়ের কোপ থেকে বাঁচলেও কোপ পড়ে সঙ্গে থাকা এক কনস্টেবলের হাতে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীপুবাবু জানিয়েছেন, কয়েক দিন আগে শিলচর শহর থেকে একটি গাড়ি চুরি যায়। তদন্তে পুলিশ জানতে পারে, এই চুরিতে সঞ্জু জড়িত। এরপরেই পুলিশ তাকে গ্রেফতার করতে যায়। পরে পুলিশ দিলওয়ারাকেও গ্রেফতার করেছে।

দগ্ধ তিব্বতির মৃত্যু
চিনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের ভারত সফরের প্রতিবাদ জানাতে গায়ে আগুন লাগান যে তিব্বতি যুবক, আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে। গত সোমবার প্রতিবাদ জানাতে দিল্লির যন্তর মন্তরের সামনে জড়ো হন প্রায় ১০০ জন তিব্বতি। তখনই গায়ে আগুন লাগিয়ে ওই জমায়েতের দিকে ছুটে যান উত্তর দিল্লির বাসিন্দা জামফেল ইয়েসি (২৭)।

ভুল টিকিটে ক্ষতিপূরণ দেবে রেল
রেল যদি কোনও যাত্রীকে ভুল টিকিট দেয় এবং রেলের গাফিলতির জন্য যদি সেই যাত্রীকে হয়রান হতে হয়, তা হলে সেই যাত্রীকে ক্ষতিপূরণ দিতে হবে রেলকে। উত্তর দিল্লির বাসিন্দা জনার্দন সিংহের নালিশের পরিপ্রেক্ষিতে আজ এমনই নির্দেশ দিয়েছে দিল্লির এক ক্রেতা সুরক্ষা দফতর। ২০০৯ সালে দিল্লি থেকে কোডারমা যাওয়ার জন্য নিজের ও স্ত্রীর জন্য ১৯ অক্টোবরের টিকিট কেটেছিলেন জনার্দন সিংহ। কিন্তু ট্রেনে উঠতে গিয়ে তিনি দেখতে পান, স্ত্রীকে ১৯ তারিখের টিকিট দেওয়া হলেও তাঁকে দেওয়া হয়েছে ১৮ তারিখের টিকিট। টিকিট কাটা সত্ত্বেও এই অবস্থায় তাঁকে আবার ৫০৫ টাকা দিয়ে নিজের জন্য একটি আসনের ব্যবস্থা করতে হয়। আজ ক্রেতা সুরক্ষা দফতর রেলকে ওই ৫০৫ টাকা ছাড়া হয়রানি ও আইনি খরচ বাবদ জনার্দনকে ৭০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.