রাজ্যসভার নির্বাচনকে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না ঝাড়খণ্ডের। এ বার ঝাড়খণ্ডে বিধায়ক কেনাবেচার অভিযোগ উঠল।
আজ ওই অভিযোগ করেছেন ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (প্রজাতান্ত্রিক), জেভিএম (পি) প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি। তিনি জানিয়েছেন, এই মর্মে গত কালই দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের দফতরে লিখিত অভিযোগও পেশ করা হয়েছে। মারান্ডির বক্তব্য, “রাজ্যসভার নির্বাচনকে ঘিরে ঝাড়খণ্ডে টাকার খেলা শুরুর কথা নির্বাচন কমিশনকে জানিয়েছি। উদ্ভুত পরিস্থিতিতে ঝাড়খণ্ডে রাজ্যসভার নির্বাচন প্রক্রিয়া বাতিল করার আবেদনও আমরা জানিয়েছি। একই সঙ্গে বিষয়টি তদন্তের পর নির্বাচন প্রক্রিয়া পুনরায় শুরু করার অনুরোধ কমিশনের কাছে জানানো হয়েছে।”
রাজ্যসভার নির্বাচনকে ঘিরে ঝাড়খণ্ডের এ জাতীয় ঘটনা প্রবাহে যার পর নাই ক্ষুব্ধ রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা নির্দল সাংসদ ইন্দর সিংহ নামধারী। বিধায়ক কেনাবেচার প্রসঙ্গে আজ এই প্রাক্তন অধ্যক্ষ বলেছেন, “রাজ্যসভার নির্বাচনকে ঘিরে ঝাড়খণ্ডে ভোট কেনাবেচার কথা দিল্লিতেও শুনতে হচ্ছে। লোকজন জিজ্ঞাসা করছেন, তোমাদের রাজ্যে বিধায়কদের রেট কত? এই রকম অসম্মানজনক কথাও এখন হজম করতে হচ্ছে। ধুলোয় লুটোচ্ছে রাজ্যের মান-মর্যাদা। মাথা উঁচু করে চলার আর জো নেই। মাথা নত করে দিয়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে না-পারলে ঝাড়খণ্ডবাসীরা আর বুক চিতিয়ে দাঁড়াতে পারবে না।”
রাজ্য নির্বাচন দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তৎপরতা শুরু হয়ে গিয়েছে। ভোট বেচাকেনায় লেনদেনের অভিযোগ খতিয়ে দেখতে প্রয়োজনীয় নির্দেশ এসেছে রাজ্য ভিজিল্যান্স দফতরেও। |