বকেয়ার দাবি, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
বকেয়া টাকার দাবিতে পঞ্চায়েত কর্মীদের তালাবন্ধ করে বিক্ষোভ দেখালেন ঠিকাদাররা। বুধবার ময়ূরেশ্বরের কংগ্রেস ও তৃণমূল জোট পরিচালিত ঝিকড্ডা পঞ্চায়েতে বিক্ষোভ হয়। ১০০ দিনের প্রকল্পে বিভিন্ন এলাকায় উপকরণ সরবরাহ বাবদ ১৯ জন ঠিকাদারের মাস সাতেক ধরে প্রায় ৩০ লক্ষ টাকা বকেয়া রয়েছে। তাই এ দিন বেলা ১১টা নাগাদ পঞ্চায়েতে তালা বন্ধ করে বিক্ষোভ দেখান তাঁরা। ঠিকাদার দেবাদিত্য দেবাংশী, আসাদুল শেখ, শ্যামল সাহা’রা বলেন, “বকেয়া টাকা না পাওয়ায় আমরা হাত গুটিয়ে বসে আছি। অনেকে চড়া সুদে ধার করে জিনিসপত্র সরবরাহ করেছিলেন। এ দিকে, সুদের বোঝা বাড়ছে অথচ বার বার পঞ্চায়েতে বলে টাকা পাচ্ছি না।” পঞ্চায়েত প্রধান কংগ্রেসের বিশ্বনাথ হেমব্রম বলেন, “মজুরি বাবদ বকেয়া রয়েছে ৫২ লক্ষ টাকা। ২৫ লক্ষ টাকা বকেয়া রয়েছে উপকরণ বাবদ। বিডিও-র কাছে টাকা চেয়ে মিলেছে মাত্র ১৫ লক্ষ টাকা। মজুরি দিতেই ওই টাকা চলে গিয়েছে। টাকা পেলেই ঠিকাদারদের দেওয়া হবে।” ময়ূরেশ্বর ১ ব্লকের বিডিও মনমোহন ভট্টাচার্য বলেন, “পঞ্চায়েতে তালা দেওয়া মেনে নেওয়া যায় না। যাঁরা এই কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিয়মে রয়েছে, আগে মজুরদের বেতন দেওয়ার পরে উপকরণ বাবদ টাকা দেওয়ার কথা। সেই মতো মজুরদের টাকা দেওয়া হচ্ছে। যত শীঘ্র ঠিকাদারদের টাকাও দিয়ে দেওয়া হবে।” |
ছাদ থেকে পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক ছাত্রের। মৃতের নাম আমিনুর রহমান (১৫)। বাড়ি নলহাটি থানার অনন্তনগর গ্রামে। সে শীতলগ্রাম হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। মঙ্গলবার দুপুরে স্কুল লাগোয়া একটি স্বাস্থ্যকেন্দ্রের ছাদে খেলা করার সময়ে সে পড়ে যায়। সন্ধ্যায় রামপুরহাট হাসপাতালে তার মৃত্যু হয়। |
ট্রেনে ধোঁয়া
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
ব্রেক-শু থেকে ধোঁয়া বেরনোয় বুধবার আধ ঘণ্টার মতো গদাধরপুর স্টেশনে দাঁড়িয়ে রইল রামপুরহাট-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেস। রেল সূত্রে খবর, ওই ট্রেনের ইঞ্জিনের ব্রেক-শু থেকে ধোঁয়া বেরতে দেখে সাঁইথিয়ায় ঢোকার আগে গদাধরপুর স্টেশনে ট্রেনটিকে দাঁড় করানো হয়। পরে মেরামত করে সাড়ে ১১টা ট্রেনটি গন্তব্যের দিকে দিকে রওনা হয়। |
অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার পুলিশ। মৃতের নাম অবনী লেট (১৪)। বাড়ি রামপুরহাট থানার আটলা গ্রামে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক কারণে ওই কিশোর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
পাথর বোঝাই দু’টি ট্রাকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম কৈলাশ রায় (৫৫)। বাড়ি বিহারের সমস্তিপুর জেলায়। বুধবার সকালে রামপুরহাট থানার মনসুবা মোড়ে, ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। |