টুকরো খবর
জামুড়িয়ায় ধস, ফাটল আবাসনে
ধসে গেল রতিবাটি কোলিয়ারি মজদুর ইউনিয়নের অফিস। তিনটি আবাসনের দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। যার মধ্যে দু’টির একাংশ ধসে গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ফাটল ধরেছে কোলিয়ারির একটি পরিত্যক্ত ঘরেও। ফাটল থেকে বেরোচ্ছে ধোঁয়া। শুক্রবার জামুড়িয়ার রতিবাটি কোলিয়ারি এজেন্ট কার্যালয় এলাকার ঘটনা। আইএনটিইউসি নেতা তথা স্থানীয় বাসিন্দা দেবাশিস রায়চৌধুরীর অভিযোগ, এলাকাটি ইসিএল পরিত্যক্ত ঘোষণা করলেও খোলামুখ করে কয়লা কেটে নেয়নি। যার জেরে এমন ঘটনা বার বার ঘটছে। অন্য দিকে, আইএনটিইউসি নেতা তরুণ গঙ্গোপাধ্যায় ও আইএনটিটিইউসি নেতা বাবু রায়দের দাবি, অবিলম্বে বাসিন্দাদের ক্ষতিপূরণ দিতে হবে। ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই আবাসনগুলি ফাঁকা করার জন্য ইসিএল বহু বার বিজ্ঞপ্তি জারি করেছে। স্থানান্তরিত হওয়ার জন্য পরিবার পিছু ৫০০০ টাকা করে দেওয়ার কথা জানানো হলেও তা কেউ নিতে আসেননি। এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এ দিন পাণ্ডবেশ্বরের কেন্দ্রা কোলিয়ারি কার্যালয়ের সামনে ধস নেমে একটি কুয়ো বসে গিয়েছে। তার বিশ ফুট দূরেই খনিকর্মী আবাসন। আবাসিকেরা জানান, এই ঘটনায় তাঁরা আতঙ্কে রয়েছে।

স্কুলে পাইপ চুরি, বিক্ষোভ
শৌচাগারের জল সরবরাহের ৭০ ফুট পাইপ লাইন কেটে নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে জেকে নগর উচ্চ বিদ্যালয়ের ঘটনা। এতে বিপাকে পড়েছে দু’হাজার ছ’শো পড়ুয়া। প্রতিকারের দাবিতে বিদ্যালয়ের এক দল শিক্ষক নিমচা ফাঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, ১৫ দিনে একই ভাবে দু’বার পাইপ কেটে নিয়ে গেল দুষ্কৃতীরা। প্রশাসন নির্বিকার। নিমচা ফাঁড়ির পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

চুরির কিনারা চেয়ে বিক্ষোভ কোলিয়ারিতে
এক মাসে চুরি হয়েছে চার বার। অথচ, দোষী চিহ্নিত করা যায়নি। উদ্ধার হয়নি চুরি যাওয়া সামগ্রীও। অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবিতে শ্রীপুর এরিয়ার কালিপাহাড়ি কোলিয়ারির এজেন্ট, ম্যানেজার-সহ ৫ কর্তাকে সাড়ে তিন ঘণ্টা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন খনি শ্রমিকেরা। আইএনটিইউসি প্রভাবিত মজদুর ইউনিয়নের নেতৃত্বে ঘেরাও চলে। শ্রমিক নেতা বাদল মিশ্রের অভিযোগ, মঙ্গলবার রাতে স্টোর রুম ভেঙে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। নিরাপত্তা রক্ষী মোতায়েন থাকতেও এ রকম চুরি বার বার হচ্ছে। কর্তৃপক্ষ নিরাপত্তা রক্ষীদের কারণ দর্শাতে পর্যন্ত বলছেন না। এজেন্ট এ রায়চৌধুরী বিক্ষোভকারীদের তিন দিনের মধ্যে তদন্ত শেষ করে ব্যবস্থা নেওয়ার লিখিত প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা ফিরে যায়।

জলের দাবিতে বিক্ষোভ পুরসভায়
নিজস্ব চিত্র।
জলের দাবিতে পুর ভবনে বিক্ষোভ দেখালেন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বুধবার জামুড়িয়ার ঘটনা। তাঁদের অভিযোগ, এক মাসের বেশি সময় ধরে পরিস্রুত জল মিলছে না। এত দিন ইসিএল পাইপ লাইনে জল দিত। এই সংস্থা পাইপ লাইনে জল সরবরাহ বন্ধ করে দেওয়ায় নাকাল অবস্থা বাসিন্দাদের। পুরসভা কোনও বিকল্প ব্যবস্থা করেনি। পুর প্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন, “ জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাইপ লাইন থেকে দ্রুত জলের সংযোগ দেওয়া হবে।”

পুর বাজেট পেশ আসানসোলে
বিরোধী কাউন্সিলরদের ওয়ার্ডে উন্নয়নমুখী প্রকল্প রূপায়ণে উদ্যোগী হননি মেয়র। আসানসোল পুরসভায় বাজেট অধিবেশনে এমনই ক্ষোভ প্রকাশ করলেন বিরোধীরা। বুধবার মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় প্রায় ১৩২ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটের আলোচনায় যোগ দিয়ে বিরোধী কাউন্সিলরেরা ক্ষোভ প্রকাশ করেন। মেয়রের অবশ্য দাবি, এ ধরনের অভিযোগ একেবারেই সত্য নয়।

পদ পূরণের দাবি পুরকর্মীদের
আইএনটিটিইউসি অনুমোদিত দুর্গাপুর পুরসভা কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বুধবার বাইশ দফা দাবিতে পুরসভার মেয়রের কাছে স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের পক্ষে শান্তনু সোম জানান, শূন্যপদ পূরণ, বিধি মেনে পদোন্নতি চালু করা, অস্থায়ী কর্মীদের পিএফ এবং মেডিক্যাল চালু করা-সহ বিভিন্ন দাবি জানানো হয়। মেয়র রথীন রায় জানান, দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।

ডিওয়াইএফের সভা দুর্গাপুরে
নিজস্ব চিত্র।
বেকার বিরোধী দিবস উপলক্ষে বুধবার দুর্গাপুরের সৃজনী পেক্ষাগৃহে একটি সভার আয়োজন করে ডিওয়াইএফ। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক আভাস রায়চোধুরী। তিনি বেকার সমস্যার সমাধানে বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেন। সভার শেষে সিটি সেন্টার এলাকা পরিক্রমা করে একটি মিছিল।

কোথায় কী
দুর্গাপুর

যোগ প্রশিক্ষণ শিবির। আমরাই নেতাজি ময়দান। ভোর ৫টা। উদ্যোগ: ভারত স্বাভিমান ট্রাস্ট।

রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেল্থ বিষয়ক সচেতনতা শিবির। কাঁটাবেড়িয়া বীণাপাণি কমিউনিটি সেন্টার। সকাল ১০টা।

অনূর্ধ্ব ১৪ ক্রিকেট লিগ। এমএএমসি মাঠ। সকাল সাড়ে ৮টা ও দুপুর সাড়ে ১২টা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।

আসানসোল

মায়ের কথা পাঠ ও ব্যাখ্যা: স্বামী গণধীশানন্দ। সন্ধ্যা ৬টা ১৫ মিনিট। রামকৃষ্ণ মিশন আশ্রম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.