|
|
|
|
সম্মেলন এগোনোর প্রস্তাব নিয়ে চর্চা ফব-য় |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দলের সম্মেলন-প্রক্রিয়া এগিয়ে আনার প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হল বাম শরিক ফরওয়ার্ড ব্লকের অন্দরে। আগামী পার্টি কংগ্রেস এবং রাজ্য সম্মেলন বেশ কয়েক মাস এগিয়ে আনতে চেয়ে দলের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে কেন্দ্রীয় কমিটিতে। পার্টি কংগ্রেস হওয়ার কথা ২০১৩ সালের নভেম্বরে। পরিবর্তিত পরিস্থিতিতে পার্টি কংগ্রেস সাত-আট মাস এগিয়ে আনতে চাইছেন ফ ব নেতৃত্ব। সেইমতো এগোবে রাজ্য ও জেলা সম্মেলনের প্রক্রিয়াও। সে ক্ষেত্রে ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে রাজ্য সম্মেলন সেরে ফেলার প্রস্তাব বিবেচনায় রয়েছে।
কলকাতায় দু’দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষ হচ্ছে আজ, সোমবার। প্রথম দিন, রবিবারের আলোচনায় পাল্লা ভারী সম্মেলন এগিয়ে আনার দিকেই। ফ ব সূত্রের ইঙ্গিত, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গের সম্মেলন প্রক্রিয়ার মাধ্যমে ‘দল গোছানো’র কাজ এগিয়ে রাখতে চায় তারা। পঞ্চায়েত ভোট ঠিক সময়ে হলে তো কথাই নেই, ২০১৩-র গোড়ায় হলেও তার আগে অন্তত রাজ্য সম্মেলন শেষ করে ‘প্রস্তুত’ থাকতে চাইছে ফ ব। দলের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর এক সদস্যের কথায়, “রাজ্যে গত বিধানসভা নির্বাচন আমাদের কাছে যে একটা বড় ধাক্কা ছিল, তাতে সন্দেহ নেই। তার পরে সংগঠনকে চাঙ্গা করার জন্য সম্মেলনকে কাজে লাগানো যাবে।” পাশাপাশিই, ফ ব-র নেতৃত্ব বদলের প্রক্রিয়া নানা ‘জটিলতা’য় আটকে। গোষ্ঠী-দ্বন্দ্ব সামলে ওই বিষয়ে মীমাংসা করতেও সম্মেলনের মঞ্চ ‘সহায়ক’ হবে বলে মনে করছেন ফ ব নেতৃত্ব। প্রসঙ্গত, ফ ব-র উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্ব প্রাক্তন মন্ত্রী সরল দেবের ‘বহিষ্কার’ চেয়ে রাজ্য নেতৃত্বের কাছে ‘সুপারিশ’ পাঠালেও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে তিনি এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন। |
|
|
|
|
|