রেলে চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা আত্মাসাতের অভিযোগে শেখ নাসির নামে এক ‘প্রতারক’কে গ্রেফতার করল পুলিশ। শনিবার সকালে চন্দ্রকোনা থানার রামজীবনপুর এলাকার বাহাদুরপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে শনিবারই ঘাটাল আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ইদানীং ঘাটাল মহকুমা জুড়েই রেল ছাড়াও বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেওয়ার নাম করে বেকার তরুণ-তরুণীদের কাছ থেকে টাকা তুলছে একটি চক্র। পরে ভুল ভাঙলেও প্রতারকদের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ জানাতে সাহস পাচ্ছেন না প্রতারিতেরা। আবার অনেকে এখনও চাকরি পাওয়ার আশায় রয়েছেন। সম্প্রতি রামজীবনপুর শহরের পুরাতন বাজারের এক ব্যাক্তি তাঁর স্ত্রী-র রেলে চাকরি হওয়ার আশায় লিখিত ভাবে শেখ নাসিরকে দফায়-দফায় ৪ লক্ষ টাকা দিয়েছিলেন। পরে চাকরি না হওয়ায় ওই ব্যাক্তি শেখ নাসিরকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেন। কিন্তু টাকা বা চাকরিকিছুই মেলেনি। শনিবার ওই ব্যাক্তি প্রমাণ-সহ চন্দ্রকোনা থানায় অভিযোগ জানান। এরপরেই চন্দ্রকোনা থানার পুলিশ ওই প্রতারককে গ্রেফতার করে।
|
স্বামী খুনে অভিযুক্ত স্ত্রী |
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রী ও তাঁর ‘প্রেমিকে’র বিরুদ্ধে। নিহত মেহেবুব আলম (৩৭) পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার ন্যাকোড়বাগ গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার থেকেই নিখোঁজ ছিলেন তিনি। শনিবার বিকেলে গ্রাম সংলগ্ন একটি ধানজমি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মেহেবুবের স্ত্রী’র তারপর থেকে কোনও খোঁজ নেই। গ্রামবাসীদের অভিযোগ, ওই মহিলার সঙ্গে এলাকারই বাসিন্দা এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে।
|
ঝোপে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল মেদিনীপুর শহরের গোপগড় পার্কে। শনিবার দুপুরে হঠাৎ এখানকার ঝোপে আগুন ধরে যায়। আগুন নেভাতে তৎপর হন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। কিছক্ষণের মধ্যেই অবশ্য অবস্থা আয়ত্তে আসে। রবিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ফাঁকা জায়গাতেও আগুন ধরে যায়। যদিও দ্রুত তা নিয়ন্ত্রণে আসে।
|
যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রয়াত তৃণমূল বিধায়ক অজিত ভুঁইয়ার স্মরণে এক সভা হল মেদিনীপুর শহরে। শহরের বিদ্যাসাগর হলে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু, বিধায়ক শ্রীকান্ত মাহাতো, জেলা তৃণমূল সভাপতি দীনেন রায়, কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ প্রমুখ। |