গাছের ডাল পড়ে জখম বক্সা ব্যাঘ্র প্রকল্পের সাউথ জয়ন্তী বিটের কুনরি হাতি চম্পার উন্নতি হচ্ছে। গত শুক্রবার বিট অফিসেই শিমুল গাছের তলায় ঘুমিয়ে থাকার সময়ে গাছের ডাল ভেঙে পড়ায় জখম হয় বছর পঞ্চাশের ওই কুনকি হাতি। শনিবার হাতিটি উঠে দাঁড়াতে পারেনি। পরিস্থিতি দেখে বন দফতরের পক্ষ থেকে চিকিৎসা করা হয়। রবিবার কুনকি হাতিটি অবশ্য উঠে দাঁড়িয়েছে। খাবারও খেয়েছে। বন দফতরের চিকিৎসক দীপক শর্মা জানান, মোটা ডাল ভেঙে পড়ায় পেছনের বাঁ পায়ে আঘাত লেগেছে। তবে হাড় ভাঙেনি। হাতিটিকে ব্যথা কমানোর ইঞ্জেকশন ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।
|
চার চোরা শিকারিকে ধরল জেলা বনদফতর। ধৃতদের রাছ থেকে কয়েকটি পাখি উদ্ধার হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার লাভপুরের গ্রাম থেকে জাল দিয়ে কয়েকজন চোরা শিকারি পাখি ধরে। খবর পেয়ে শনিবার বিকেলে হানা দেয় বন দফতরের কর্মীরা। ডিএফও কিশোর মানকর বলেন, “চার জন চোরা শিকারিকে ধরা হয়েছে। বাকিরা পালিয়ে গিয়েছে। ধৃতদের কাছ থেকে ৩৬টি জীবিত ও ১০টি মৃত পাখি উদ্ধার হয়েছে।” মুর্শিদাবাদের কান্দি থানা এলাকার বাসিন্দা আলো শেখ, মজিবুর শেখ, সান্তা শেখ, সইদুল শেখকে আজ সোমবার সিউড়ি আদালতে হাজির করানো হবে। |