দমদম ও বেলঘরিয়া স্টেশনের মাঝখানে ট্রেনের ধাক্কায় এক ছাত্রের মৃত্যু হয়েছে। রেল পুলিশ জানায়, মৃতের নাম ভাস্কর সিংহ (২০)। রবিবার রাত পৌনে ৯টা নাগাদ রেললাইন থেকে তাঁরদেহ উদ্ধার করা হয়। ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটছিলেন ভাস্কর। আচমকা একসঙ্গে আপ ও ডাউন লাইনে ট্রেন চলে আসে। কোনও একটি ট্রেনের ধাক্কায় তিনি মারা যান বলে মনে করছেন তদন্তকারীরা। তাঁর মাথায় গুরুতর জখম রয়েছে।
|
গঙ্গায় পড়ে নিখোঁজ হল এক কিশোর। শনিবার, দক্ষিণ বন্দর থানার তক্তাঘাটে। নিখোঁজের নাম শাহনওয়াজ আলি (১৭)। বাড়ি একবালপুরে। তার পরিজনদের অভিযোগের ভিত্তিতে শাহনওয়াজের দুই বন্ধুকে আটক করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরি ও স্থানীয় থানার পুলিশ খোঁজ চালালেও রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই কিশোরকে পাওয়া যায়নি। পুলিশ জানায়, তক্তাঘাটে একটি পরিত্যক্ত জেটি রয়েছে। সেটির একদিকে রেলিং নেই। পুলিশ জানায়, শনিবার দুই বন্ধুর সঙ্গে সেখানে যায় শাহনওয়াজ। রাত সাড়ে ৮টা নাগাদ রেলিংহীন দিক থেকে পড়ে যায় সে। তখন জোয়ার চলছিল। শাহনওয়াজ সাঁতার জানত না। তার বন্ধুদের চিৎকারে লোক জড়ো হয়ে যায়। শাহনওয়াজের পরিজনদের অভিযোগ, তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে দুই বন্ধুই।
|
নির্মীয়মাণ বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। রবিবার, বেলেঘাটার চাউলপট্টি রোডে। মৃতের নাম জিয়াদ শেখ (৫০)। পুলিশ জানায়, একটি সিমেন্টের স্তম্ভের পাশে মাটি কাটছিলেন জিয়াদ। আচমকা ফুট দশেক উঁচু স্তম্ভটি তাঁর উপরে ভেঙে পড়ে। হাসপাতালে জিয়াদকে মৃত ঘোষণা করা হয়। শ্রমিকদের অভিযোগ, ওই বাড়িটিতে তাঁদের সুরক্ষার ব্যবস্থা করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, এ দিন সন্ধ্যা পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি।
|
|
‘দুঃসময়’ কাটাতে যাগযজ্ঞ। পোড়া হাতিবাগান বাজারে। রবিবার। — নিজস্ব চিত্র
|
|
‘খোকাবাবু’, ‘কোলাভেরি’র পরে ট্রাফিক পুলিশের হোর্ডিংয়ে এ বার সচিন।
ক্রিকেট মাঠে
সচিন
যেমন শৃঙ্খলাপরায়ণ, রাস্তায় চলা ও ট্রাফিক বিধি মানার ক্ষেত্রে
শহরবাসীও
হয়ে উঠুন
তেমনই সুশৃঙ্খল।
একশো সেঞ্চুরির মালিককে সামনে রেখে
এই বার্তাই
দিতে চাইছে কলকাতা ট্রাফিক পুলিশ। ছবি: রাজীব বসু |
|