শেয়ার মূলধন বাড়াচ্ছে এলাহাবাদ ব্যাঙ্ক। এর জন্য কেন্দ্রীয় সরকার এবং জীবনবিমা নিগমের কাছে প্রেফারেন্সিয়াল শেয়ার বিক্রি করার প্রস্তাব সংস্থার শেয়ারহোল্ডাররা বিশেষ সাধারণ সভায় অনুমোদন করেন। এলাহাবাদ ব্যাঙ্কের চেয়ারম্যান জে পি দুয়া জানান, ঋণের পরিমাণ বাড়াতে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করার জন্যই শেয়ার বিক্রির ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে মূলধন জোগানোর যে পরিকল্পনা কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে, তার অঙ্গ হিসাবেই এলাহাবাদ ব্যাঙ্কে নিজেদের অংশীদারি বাড়াতে চলেছে তারা।
বিশেষ সাধারণ সভায় গৃহীত প্রস্তাব অনুযায়ী কেন্দ্রীয় সরকারকে ৫ কোটি ১৯ লক্ষ ৮৫ হাজার ৭৩টি শেয়ার বিক্রি করবে এলাহাবাদ ব্যাঙ্ক। প্রতিটি ১০ টাকা দামের মূল শেয়ারের বিক্রয়মূল্য ঠিক করা হয়েছে ১৮২.৯৪ টাকা। এর ফলে শেয়ার বিক্রি বাবদ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এলাহাবাদ ব্যাঙ্ক পাবে মোট ১০০৩ কোটি টাকা।
নতুন ওই শেয়ার কেনার পর এলাহাবাদ ব্যাঙ্কের ৫৯.৪৬ শতাংশ শেয়ার কেন্দ্রের হাতে থাকবে। বর্তমানে আছে ৫৮ শতাংশ। অন্য দিকে জীবনবিমা নিগমকে একই দামে ২ কোটি ৩৮ লক্ষ ১০ হাজার ৭৭১টি শেয়ার বিক্রি করে ৪৬০ কোটি টাকা সংগ্রহ করবে এলাহাবাদ ব্যাঙ্ক। নতুন শেয়ার কেনার পর ওই ব্যাঙ্কে জীবনবিমার অংশীদারি বেড়ে দাঁড়াবে ১১.৭১ শতাংশ। |