টুকরো খবর
নোবেল চুরিরও তদন্ত হবে
ছাতিমতলায় মোমবাতি জ্বেলে মৌনি মিছিল। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।
সব চুরির তদন্ত হচ্ছে। নোবেল চুরিরও তদন্ত হবে। রবিবার বোলপুরে সরকারি কাজে এসে এই মন্তব্য করেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে কারা কবে থেকে তদন্ত করবেন সে বিষয়ে বিস্তারিত জানাননি মন্ত্রী। প্রসঙ্গত, ২০০৪ সালের ২৫ মার্চ রবীন্দ্রভবনের সংগ্রহশালা থেকে নোবেল পদক-সহ ৫০টি মূল্যবান সামগ্রী চুরির বিষয় জানাজানি হয়। আজও কিছুই উদ্ধার হয়নি। তিন বছর ধরে তদন্ত করেও চুরির কিনারা করতে পারেনি সিবিআই। ২০০৯ সালের ২০ অগস্ট বোলপুর এসিজেএমের কাছে তদন্ত রাখার বন্ধ রাখার আবেদন করে সিবিআই। কিন্তু তদন্ত চালু রাখার আবেদন জানিয়ে ওই বছর বিশ্বভারতী কর্তৃপক্ষ আদালতের দ্বারস্থ হন। মাঝে কয়েক বার শুনানিও হয়েছে। শেষ পর্যন্ত আদালত সিবিআইয়ে আবেদনে সাড়া দেয়। তবে, নতুন সূত্র পেলে যে তারা এই তদন্ত ফের চালু করতে চায়, সেই ইঙ্গিত অবশ্য সিবিআই কর্তারা দিয়েছিলেন। এ দিকে, রবিবার নোবেল চুরির ৮ বছর পূর্তি হল। ফের চুরির তদন্তের দাবিতে বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের একাংশ এ দিন বিকেলে বিশ্বভারতীর উপাসনা মন্দিরের সামনে অবস্থান-বিক্ষোভ করেন। পরে সন্ধ্যায় ছাতিমতলায় মোমবাতি নিয়ে মৌনী মিছিল করেন।

দুর্ঘটনায় কিশোর-সহ মৃত ২, জখম ১২
তিনটি পৃথক দুর্ঘটনায় এক কিশোর-সহ দু’জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১২ জন। মৃতেরা হলেন রসুল শেখ (১৫) ও রামচন্দ্র দাস (৫৫)। পুলিশ জানায়, মালদহের মানিকচক থানার ঈশ্বরটোলা এলাকার বাসিন্দা রসুল রামপুরহাট থানার নাছিয়া গ্রামের বাসিন্দা নুরে আলম শেখের বাড়িতে ২২ মার্চ কাজ করার জন্য এসেছিল। শনিবার দুপুরে নাছিয়া গ্রামে একটি মাঠে গম কাটা যন্ত্রের ধাক্কায় গুরুতর জখম হয়। রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই তার মৃত্যু হয়। আর রবিবার সকালে ময়ূরেশ্বরের নন্দিহাট গ্রামে ছেলের শ্বশুরবাড়ি থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন মুর্শিদাবাদের ঝিলেরা গ্রামের বাসিন্দা রামচন্দ্র দাস। সকাল ৮টা নাগাদ ময়ূরেশ্বর থানার কুমারকপুর গ্রামের কাছে বেলিয়া-বহড়া সড়কে ট্রাক্টরের ধাক্কায় তিনি জখম হন। সিউড়ি সদর হাসপাতলে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, ট্রাক্টর চালক পলাতক। খোঁজ চলছে। অন্য দিকে, এ দিন বিকেলে পাথরচাপুড়ির মেলা থেকে ফেরার সময়ে মল্লারপুর কলেজ মোড়ের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ির ধাক্কায় মুর্শিদাবাদের খড়গ্রাম থানা এলাকার ১২ জন বাসিন্দা জখম হন। রাজেল শেখ নামে এক যাত্রী জানান, উল্টো দিক থেকে আসা একটি গাড়ি তাঁদের গাড়িকে ধাক্কা মেরে চলে যায়। তখন তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে।

বাসস্টান্ডের উদ্বোধন
নলহাটি পুরসভা এলাকায় শনিবার একটি বাসস্ট্যান্ডের উদ্বোধন হল। উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী নুরে আলম চৌধুরী ও চন্দ্রনাথ সিংহ এবং অতিরিক্ত জেলাশাসক কৃষ্ণা মাড্ডি-সহ বিশিষ্টরা। নলহাটির পুরপ্রধান বিপ্লব ওঝা বলেন, “প্রায় দেড় একর জায়গায় এই বাসস্ট্যান্ড নির্মিত হয়েছে। রাজ্য সরকারের পরিবহণ দফতরের বরাদ্দ করা ৫০ লক্ষ টাকায় ২০০৮ সাল থেকে বাসস্ট্যান্ড নির্মাণের কাজ শুরু হয়েছিল। যাত্রী প্রতীক্ষালয়, শৌচাগার, নিকাশি ও আলোর ব্যবস্থা এতে রয়েছে। আগামী দিনে যাত্রীনিবাস, বাসকর্মীদের থাকার ঘর-সহ বেশ কিছু দোকান নির্মাণ করা হবে।” তিনি আরও জানিয়েছেন, খুব শীঘ্রই নলহাটির উপর দিয়ে চলাচলকারী বিভিন্ন রুটের বেসরকারি বাস বাসস্ট্যান্ড হয়ে গন্তব্যে চলাচল করবে।

ট্রাক্টরের ধাক্কায় মৃত প্রৌঢ়
ছেলের শ্বশুরবাড়ি থেকে ফেরার সময়ে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম রামচন্দ্র দাস (৫৫)। বাড়ি মুর্শিদাবাদের ঝিলেরা গ্রামে। রবিবার সকালে বীরভূমের ময়ূরেশ্বর থানার নন্দিহাট গ্রাম থেকে তিনি বাড়ি ফিরছিলেন। কুমারকপুর গ্রামের কাছে বেলিয়া-বহড়া সড়কে একটি ট্রাক্টর তাঁকে ধাক্কা মারে। সিউড়ি সদর হাসপাতলে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ট্রাক্টর চালকের খোঁজ চলছে। এ দিন বিকেলে পাথরচাপুড়ির মেলা থেকে ফেরার সময়ে বীরভূমের মল্লারপুর কলেজ মোড়ের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ির ধাক্কায় মুর্শিদাবাদের খড়গ্রাম থানা এলাকার ১২ জন বাসিন্দা জখম হন।

সম্মেলন
পুলিশ ও প্রশাসনকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পরিচালনা করছেন বলে অভিযোগ আরএসপি-র কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ মনোজ ভট্টাচার্য। বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে শনিবার আরএসপি-র নবম জেলা সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। মনোজবাবুর অভিযোগ, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সন্ত্রাস চালাবে। তাঁর দাবি, “মুখ্যমন্ত্রীকে সংযত হতে হবে।”

বাইক ছিনতাই
নলহাটি থানার সঙ্কেতপুর ও বানিওড়ের মাঝে নলহাটি বানিওড় রাস্তায় শনিবার রাতে দড়ি ফেলে মোটরবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটল। দুষ্কৃতীরা বাইক ছিনতাইয়ের পাশাপাশি তিনটি মোবাইলও ছিনতাই করেছে। বাইক আরোহীদের রাস্তার ধারে গাছে বেঁধে দুষ্কৃতীরা পালিয়ে যায়। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.