|
|
|
|
তেলের খোঁজ, বেজিং সতর্ক করল দিল্লিকে |
সংবাদসংস্থা • বেজিং |
দক্ষিণ চিন সাগর নিয়ে ভারতকে কার্যত হুঁশিয়ারি দিল চিন। এলাকাটিকে বিতর্কিত আখ্যা দিয়ে বেজিং স্পষ্ট জানিয়েছে, দিল্লি যেন কোনও ভাবেই ওই এলাকায় তেলের অনুসন্ধান না করে। চিনের বিদেশ মন্ত্রকের এশিয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল সান উইডং এক দল ভারতীয় সাংবাদিককে বলেছেন, “জায়গাটা বিতর্কিত। তাই আমাদের মনে হয় না যে, ওখানে তেলের খোঁজ করাটা ভারতের পক্ষে ভাল হবে।”
দক্ষিণ চিন সাগরের ওই বিতর্কিত এলাকাটি ভিয়েতনামের অংশ। গোটা এলাকাটিই তেল ও প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ। চিন মনে করে, সেখানকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারতের উচিত সেখানে তেলের খোঁজ বন্ধ রাখা। এ বিষয়ে সান আরও বলেছেন, “আমরা দক্ষিণ চিন সাগরের ওই এলাকার সার্বিক উন্নয়ন চাই।” ভারতীয় সাংবাদিকরা সানকে প্রশ্ন করেছিলেন, “চিন এক দিকে ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে। অন্য দিকে বেশ কিছু চিনা সংস্থা পাক অধিকৃত কাশ্মীরে পরিকাঠামোগত প্রকল্পের কাজ চালাচ্ছে। এই দু’টো কি পরস্পর বিরোধী নয়?” সান শুধু জানিয়েছেন, দু’টো সম্পূর্ণ আলাদা বিষয়। |
|
|
|
|
|