খেলার টুকরো খবর |
শিবাজি জিতল, ক্ষোভ পিচ নিয়ে
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
|
রাধারানি স্টেডিয়ামে চলছে ক্রিকেট। ছবিটি তুলেছেন রানা সেনগুপ্ত। |
রাধারানি স্টেডিয়ামে রবিবার বিবেকানন্দ সঙ্ঘকে ১৬ রানে হারিয়ে দিল শিবাজি সঙ্ঘ। প্রথমে ব্যাট করে শিবাজি সঙ্ঘ ৩৫ ওভারে ৭ উইকেটে ২০৬ রান করে। রানা চৌধুরী ৮৬, কৃষ্ণ মহান্তি ৩৬ রান করেন। বিবেকানন্দের পক্ষে সফল বোলার সুজিত যাদব (১৯-২) ও ঋষভ দাস (৬১-৩)। জবাবে বিবেকানন্দ ৯ উইকেটে ১৯০ রান করে। জয়জিৎ বসু ৪৮ বলে ৭৯ এবং অরুণলাল যাদব ৩৫ রান করেন। শিবাজির নিখিল সিংহ ১৭ রানে ২টি ও একলাখ আহমেদ ২৬ রানে ২টি উইকেট পান। এ দিন খেলা দেরিতে শুরু হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিবাজির কর্মকর্তারা। তাঁদের অভিযোগ, প্রতি দিনই পিচ ভিজে থাকায় খেলা শুরু হতে দেরি হচ্ছে। তার জেরে ওভার সংখ্যা কমিয়ে দিতে হচ্ছে। শিবাজির কোচ শিবশঙ্কর ঘোষ বলেন, “পিচে এত বেশি জল ঢালা হচ্ছে যে ম্যাচ সময়ে শুরু করা যাচ্ছে না।” জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক পীরদাস মণ্ডল অবশ্য বলেন, “কলকাতার নানা মাঠের মতো আমাদের তো দু’-তিনটে পিচ নেই। তাই পিচে প্রচুর জল দিতে হয়। না হলে পিচ ভেঙে যাবে।” এ দিকে, কল্যাণ স্মৃতি সঙ্ঘ ৯ উইকেটে হারিয়েছে বর্ধমান লোকো ইয়ং মেন সোসাইটিকে। প্রথমে লোকো ২৭ ওভারে ৭৫ রান করে। উজ্জ্বল দাস ৪টি ও রাজিন্দর শর্মা ৩টি উইকেট পান। কল্যাণ মাত্র ৬ ওভারে এক উইকেটে রান তুলে নেয়। রণজিৎ বিশ্বাস করেন ৪১।
|
চ্যাম্পিয়ন ক্লাব স্যান্টোস
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
নিজস্ব চিত্র। |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত হীরক রায় স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ক্লাব স্যান্টোস। রবিবার এমএএমসি মাঠে ফাইনালে ১৯ রানে দুর্গাপুর মার্কনি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে হারায় তারা। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান করে ক্লাব স্যান্টোস। ক্লাবের পক্ষে রাজেশ পন্ডিত ২৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান করে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। দলের কুন্দন পন্ডিত ২৯ রান করেন। বিজিত দলের হয়ে ২০ রানে ৪ টি উইকেট নেন বুলবুল রায়। ফাইনালের সেরা নির্বাচিত হন বিজয়ী দলের রঞ্জিত তা। ম্যাচটি পরিচালনা করেন কিরণ সাহা, পার্থসারথি বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন ডিপিএলের ডিজিএম প্রদীপ কুমার সামন্ত, পুরসভার মেয়র পারিষদ সদস্য প্রভাত চট্টোপাধ্যায়।
|
নকআউট ভলিবল
নিজস্ব সংবাদদাতা • কুলটি |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত নকআউট ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চিনাকুড়ি ইউসি। চিনাকুড়ি মাঠে ফাইনালে তারা আদিবাসী পঞ্চগ্রাম সমিতিকে ২-০ সেটে হারায়। আয়োজক সংস্থার সম্পাদক অমল সরকার জানান, ৮টি দল প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।
|
স্মৃতি ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
রাজীব গাঁধী স্মৃতি ক্রিকেটের ফাইনালে গেল পুটু চৌধুরী এমসিসিসি, কলকাতা। তারা ৭৭ রানে হারায় বিদ্যাসাগর এসসি-কে। প্রথমে ব্যাট করে এমসিসিসি ১৫৪ রান তোলে। জবাবে বিদ্যাসাগর এসসি ৭৭ রানে শেষ হয়ে যায়। অপর খেলায় ডিসিসি ৫ উইকেটে হারায় বাদল বসু এনসিএ-কে। প্রথমে ব্যাট করে বাদল বসু এনসিএ ১২২ রান তোলে। জবাবে ডিসিসি ৫ উইকেটে জয়ের রান তুলে নেয়।
|
জয়ী বিএমস
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
বহুলা রাজাকাটা মাঠে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় বিজয়ী হল বিএমস। তারা আরকে একাদশকে ৭ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে আরকে একাদশ ৬ উইকেটে ৯৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বিএমএস ৩ উইকেটে জয়ের রান তুলে নেয়। ম্যাচের সেরা হন বিজয়ী দলের কুশল কুমার।
|
সিনিয়র ডিভিশন লিগ |
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল দোমহানি একাদশ। তারা দোমহানি মাঠে সুভাষ এসি-কে ৭৫ রানে হারায়। প্রথমে ব্যাট করে দোমহানি একাদশ নির্ধারিত ৩০ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে। জবাবে সুভাষ এসি-র ইনিংস ৯০ রানে শেষ হয়ে যায়।
|
জয়ী সরস্বতী ক্লাব |
নিজস্ব সংবাদদাতা • কুলটি |
পারবেলিয়া মাঠে ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় বিজয়ী হল পারবেলিয়া সরস্বতী ক্লাব। তারা জামুড়িয়া এমবি আদিবাসী ক্লাবকে ৩-১ গোলে হারায়।
|
হারল কেন্দা একাদশ |
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
ভুড়ি-যারযারী-শ্যামলা লাভলি ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল চিঁচুড়িয়া সুভাষ সমিতি। আয়োজক সংস্থার মাঠে তারা কেন্দা ক্রিকেট একাদশকে ৬ উইকেটে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে কেন্দা ক্রিকেট একাদশ নির্ধারিত ১৬ ওভারে ১০৪ রান তোলে। জবাবে সুভাষ সমিতি ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। ফাইনালের সেরা বিজয়ী দলের মান্তু চক্রবর্তী এবং প্রতিযোগিতার সেরা বিজিত দলের আব্দুল মিসবা খান। আয়োজক সংস্থা জানিয়েছে, এই প্রতিযোগিতায় ১৬টি দল যোগ দিয়েছিল।
|
জয়ী দোমহানি |
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল দোমহানি একাদশ। তারা দোমহানি মাঠে সুভাষ এসি-কে ৭৫ রানে হারায়। প্রথমে ব্যাট করে দোমহানি একাদশ নির্ধারিত ৩০ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে। জবাবে সুভাষ এসি-র ইনিংস ৯০ রানে শেষ হয়ে যায়।
|
অনূধ্বর্র্ ১৭ ফুটবল |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূধ্বর্র্ ১৭ ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় বিজয়ী হল ডিপোপাড়া। ঘরের মাঠে তারা গোপালপুর সিসি-কে ২-১ গোলে হারায়। |
|