দুবরাজপুরে পুড়ে ছাই ২০টি বাড়ি
স্মীভূত হয়ে গেল কুড়িটি মাটির বাড়ি। আংশিক ক্ষতিগ্রস্থ আরও দু’চারটি বাড়ি। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দুবরাজপুর থানা এলাকার লোবা গ্রামের দাস পাড়ায়। প্রথমে গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের দু’টি ইঞ্জিন আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বাঁচানো যায়নি বাড়িগুলিকে। পাশাপাশি চাল-ধান, টাকা-পয়সা, প্রয়োজনীয় কাগজপত্র সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লোবা গ্রামের দাস পাড়ায় ৩০-৩৫টি পরিবারার বাস। ওই পাড়ায় শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি। তাই অধিকংশ মহিলা ও পুরুষ ভোর ৪টের মধ্যে কাজে চলে যান। শুক্রবার সকালে প্রায় তেমনটাই হয়েছিল। বাড়িতে বা আশপাশে ছিলেন কয়েক জন মহিলা, পুরুষ ও শিশুরা। ওই পাড়ার এক বধূ ঝুমা রুইদাস শুকনো পাতা দিয়ে কড়াইয়ে ধান সেদ্ধ করছিলেন। হঠাৎ শুকনো পাতা থেকে আগুনের ফুলকি উড়ে গিয়ে পড়শি দুলাল রুইদাসের বাড়ির চালে পড়ে। লেগে যায় আগুন। দেখতে দেখতে সেই আগুন ছড়িয়ে পড়ে পর পর বাড়িগুলিতে। চিৎকার শুনে ওই গ্রামের মানুষ ছুটে আসেন। কিন্তু ততক্ষণে দাউদাউ করে জ্বলছে গোটা পাড়া।
ছাই হাতড়ে অবশিষ্ট সামগ্রী খুঁজে বের করার চেষ্টা। ছবি: দয়াল সেনগুপ্ত।
স্বপন রুইদাস, স্বর্ণ রুইদাস, অঞ্জলা রুইদাসরা বলেন, “কিছু বাঁচেনি। আমাদের সব শেষ। কাছে পুকুর থাকায় আগুন আয়ত্বে আনতে কিছুটা সুবিধা হয়েছে। তা না হলে বাকি দু-চারটি বাড়ি যেগুলি বেঁচেছে সেগুলিও শেষ হয়ে যেত।”
এ দিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, ততক্ষণে আগুন পুরপুরি নিয়ন্ত্রণে। চারদিকে কান্নার আওয়াজ, আর পোড়া গন্ধ। যদি কিছু অবশিষ্ট থাকে জল কাদায় মাখামাখি হওয়া সবকিছুর দগ্ধাবশেষের মধ্যে কেউ কেউ তার সন্ধান চালাচ্ছেন। আর যাঁর ধান সেদ্ধ করা থেকে এই আগুন সেই ঝুমা রুইদাস বললেন, “অন্য দিন সকালে আরও বেশি হাওয়া দেয়। তাই একটু দেরিতে ধান সেদ্ধ করছিলাম। তা সত্বেও এতবড় সর্বনাশ হবে ভাবিনি। বাকিদের পাশাপাশি আমাদের বাড়িটিও পুড়ে ছাই। এক বছরও হয়নি আমার বিয়ে হয়েছে। শুধু পরনের কাপড়টি বেঁচে গিয়েছে।”
স্থানীয় লোবা পঞ্চায়েতের প্রধান শেখ সফিক বলেন, “আগুন লেগে ২১টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। আপাতত এতগুলি মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে। দুবরাজপুরের বিডিওকে ঘটনার কথা জানানো হয়েছে এবং বাসিন্দাদেরকেও বলেছি সাহায্য চেয়ে দুবরাজপুর ব্লকে আবেদন জানাতে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.