স্বর্ণ শিল্পের উপর প্রস্তাবিত করের বিরোধিতা করে ধর্মঘটে সামিল হওয়া ব্যবসায়ীদের মিছিলে উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে শিলিগুড়ির হিলকার্ট রোডে। এদিন দুপুরে মিছিল বের করে স্বর্ণ ব্যবসায়ীরা। সে সময় হিলকার্ট রোডে অনিল বিশ্বাস ভবনের পাশে দুটি সোনার দোকান খোলা ছিল। তা দেখে বন্ধ সমর্থনকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ওই দোকান দুটিতে হামলা চালায়। তাদের সাইন বোর্ড ভেঙে দেওয়া হয়। কর্মীরা দ্রুত দোকান বন্ধ করে দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিলিগুড়ি স্বর্ণ ও রৌপ্য ব্যবসায়ী সংগঠনের সহকারি সম্পাদক সোনাবাঁশি কর্মকার বলেন, “স্বর্ণ শিল্পের উপর প্রস্তাবিত করের বিরোধিতা করে আমরা ধর্মঘটে সামিল হয়েছি। রাজ্য কমিটির নেতৃত্বে সাত দিন ধরে ধর্মঘট চলবে। সমস্ত ব্যবসায়ীরা সোনার দোকান বন্ধ রাখলেও হিলকার্ট রোডে দুটি দোকান খোলা ছিল। সে জন্যই আমরা সেখানে যাই। পরে তারা দোকান বন্ধ কর দেন। ভাঙচুর করা হয়নি।” কেন্দ্রীয় বাজেটে সোনার আমদানি ও উৎপাদন শুল্কের উপর প্রস্তাবিত কররে বিরোধিতা করে গত ১৭ মার্চ থেকে দেশের বিভিন্ন জায়গার সঙ্গে শিলিগুড়ির ব্যবসায়ীরাও ধর্মঘটে সামিল হন। শুক্রবার পর্যন্ত ওই ধর্মঘট চলবে।
|
ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন একাংশ পিকআপ ভ্যান মালিক ও চালকরা। বুধবার দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার জলপাই মোড়ে। কয়েক মিনিট পরে শিলিগুড়ি থানার আইসি পিনাকী মজুমদার ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করলে অবরোধ উঠে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস খানেক আগে শিলিগুড়ির হাসমিচকে পিকআপ ভ্যানের ধাক্কায় এক পুলিশ কর্মীর মৃত্যু হয়। তার পর থেকেই বেপরোয়া ভাবে চালনো পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ আসরে নামে।
|
ঘড়ি চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল মুম্বই পুলিশ। বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটে মাটিগাড়া থানার শিশাবাড়িতে। পুলিশ জানায়, ধৃতের নাম নিমাই বর্মন। তার বাড়ি ওই এলাকাতেই। আজ, শুক্রবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হবে। আদালতের অনুমতি নিয়ে তাকে মুম্বই নিয়ে যাওয়া হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহুদিন ধরে মুম্বইয়ের আন্ধেরির ডিএননগর থানা এলাকার বাসিন্দা নয়না পারিয়ার বাড়ি দেখভাল করত নিমাই। মাসখানেক আগে সেখান থেকে একটি ১৭ লক্ষ টাকা দামের ঘড়ি নিয়ে সে পালায় বলে অভিযোগ। ঘটনার পর ডিএন থানায় অভিযোগ দায়ের করেন নয়না পারিখ। বুধবার মাটিগাড়া থানায় যায় মুম্বই পুলিশ। এদিন ওই এলাকায় হানা দিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
|
সীমা সুরক্ষা বলের (এসএসবি) ক্যাম্প থেকে রাইফেল হারিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে মাটিগাড়া থানার খাপরাইল এসএসবি ক্যাম্পে। সেখানে এসএসবির ২৮ ব্যাটেলিয়নের ক্যাম্প রয়েছে। বিষয়টি নিয়ে মাটিগাড়া থানায় একটি এফআইআর দায়ের করেছেন এসএসবি কর্তারা। সোমবার এসএসবির ওই ক্যাম্পে একটি রাইফেল কম রয়েছে বলে জানতে পারে এসএসবি কর্তারা। তার পরেই তারা পুলিশের কাছে অভিযোগ করে। কী করে ওই রাইফেল খোয়া গেল তা নিয়ে ধন্দে পড়েছে পুলিশ ও এসএসবি কর্তারা। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি। তিনি বলেন, “ঘটনার তদন্ত হচ্ছে। শীঘ্রই ঘটনা প্রকাশ্যে আসবে বলে আশা করছি।”
|
ডুয়ার্সের মালবাজার পরিমল মিত্র স্মৃতি কলেজের বাংলা বিভাগে বৃহস্পতিবার থেকে দুদিনের জাতীয় স্তরের সেমিনার শুরু হয়েছে। সেমিনারের বিষয় বিশ শতকের বাংলা সাহিত্যে নারী। মালবাজার কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা এবং সেমিনারের আহ্বায়ক তপতী সাহা জানান, কলকাতার বঙ্কিম চর্চা কেন্দ্রের ডিরেক্টর অমিত্রসূদন ভট্টাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়, অসমের নওগাঁ থেকে সঞ্জয় দে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগের অধ্যাপক অঙ্কুশ ভট্ট-সহ অন্যান্যরা এই সেমিনারে যোগ দিয়েছেন বলে জানান। সাহিত্যে নারীর পাশাপাশি রঙ্গমঞ্চে নারী নিয়েও আলোচনা চলবে বলে বাংলা বিভাগ সূত্রে জানা গিয়েছে। মালবাজার কলেজের পরিচালন সমিতির সভাপতি তপন মিত্র জানান, এরকম জাতীয় মানের আলোচনা মালবাজার কলেজে আয়োজিত হওয়ায় ছাত্রছাত্রীরা উৎসাহিত হবেন।
|
জিটিএতে তরাই ডুয়ার্সের অন্তর্ভূক্তির বিরোধিতা করে আগামী রবিবার ডুয়ার্স সংহতি মিছিল করতে চলেছে জলপাইগুড়ি লোকসভা যুব কংগ্রেস কমিটি। মালবাজার মহকুমায় মালহাটি মোড় থেকে ক্রান্তি বাজারের দিকে পাঁচ কিমি পর্যন্ত এই মিছিল হবে। জলপাইগুড়ি লোকসভা যুব কংগ্রেস কমিটির সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বৃহস্পতিবার এই খবর দিয়ে জানান, রাজ্য যুব কংগ্রেস সভাপতি মৌসম বেনজির নূর এবং সর্বভারতীয় যুব কংগ্রেস সম্পাদক দীপিকা পান্ডে এই মিছিলে হাঁটবেন। সৈকতবাবু বলেন, “ডুয়ার্স জাতিধর্মবর্ণ নির্বিশেষে সকলের। তাই জিটিএতে একে অন্তর্ভুক্তির চেষ্টা বরদাস্ত করা হবে না।”
|
আলিপুরদুয়ারে আয়কর দফতরের অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ভুটান সীমান্ত লাগোয়া জয়গা। বৃহস্পতিবার দুপুরে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে দুই পুলিশ কর্মী জখম হন। তিন জনকে আটক করা হয়েছে। এদিন দুপুরে জয়গাঁ বাজার এলাকায় সমীক্ষা চালাতে যান আয়কর দফতরের অফিসাররা। এমজি রোড এলাকায় কিছু দুষ্কৃতী আয়কর অফিসারদের কাজে বাধা দেওয়া চেষ্টা করেন বলে অভিযোগ। পুলিশ সেখানে গেলে জনতা পাথর ছুড়তে শুরু করে। এএসআই এনসি দাস ও কমল ছেত্রী নামে এক কনস্টেবল জখম হন। |