টুকরো খবর
আগুনে পুড়ল কুড়িটি বাড়ি
আবারও আগুন লেগে পুড়ল কুড়িটি বাড়ি। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে ৬০টি বাড়ি পুড়ল ডোমকল মহকুমায়। বৃহস্পতিবার দুপুরে জলঙ্গির খয়রামারি গ্রামে আগুন লেগে পুড়ে যায় ২০টি বাড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খয়রামারির আরিন্দাপাড়ায় ইন্দাদুল শেখের বাড়ি থেকে আগুন ছড়ায়। ইন্দাদুলের স্ত্রী রান্না করতে করতে পাশের দোকানে যান। তখনই পাটকাঠির বেড়ায় আগুন লেগে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, দমকলের ইঞ্জিন আসার আগেই গ্রামের মানুষ আগুন আয়ত্ত্বে আনেনে। এর আগে ১৬ মার্চ ডোমকলের নিশ্চিন্তিপুর গ্রামে রান্না ঘর থেকে আগুন লেগে ৩৫টি বাড়ি পুড়ে যায়। ২০ মার্চ জলঙ্গির বিশ্বাসপাড়ায় একইভাবে পোড়ে আরও ৫টি বাড়ি। আর এ দিন পুড়ল আরও ২০টি বাড়ি। ডোমকলের বাসিন্দাদের অভিযোগ, মহকুমার বয়স এক যুগ পেরিয়ে গেলেও এখনও দমকল হয়নি। ফলে আগুন লাগলে বহরমপুর বা করিমপুর থেকে দমকলকে আসতে হয়। ফলে অধিকাংশ ক্ষেত্রেই ছাইয়ে জল দেওয়া বা মাঝপথ থেকে ফিরে যাওয়া ছাড়া তাদের আর কিছু করার থাকে না। ডোমকলের এসডিও মনোজ চক্রবর্তী বলেন, “বছর দুয়েক আগে দমকলের জন্য মহকুমা শাসকের দফতর থেকে আবেদন জানানো হয়। জয়রামপুর মৌজায় একটি জমিও চিহ্নিত করা হয়। কিন্তু এখনও কোনও পদক্ষেপ করা হয়নি। আমরা আবারও আবেদন জানবো।” জলঙ্গির বিডিও শুভেন্দু রায় বলেন, “কুড়িটি বাড়ি পুড়েছে এই অগ্নিকাণ্ডে। প্রাথমিকভাবে মনে হচ্ছে রান্না ঘর থেকে আগুন ছড়িয়েছে। ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে।” প্রশাসনের পাশাপাশি অঞ্চল কংগ্রেসের তরফ থেকেও গ্রামের ওই পরিবারগুলোকে সাহায্য করা হয়েছে। অঞ্চল কংগ্রেসের সভাপতি শাহজাহান নবি জানান, এ দিন রান্না খাবার ছাড়াও চাল, ডাল, আলু ও জামাকাপড় দেওয়া হয়েছে।

দুর্নীতিতে অভিযুক্ত প্রধান
একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ উঠল কালীগঞ্জ পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধান বিজেপি-র লীলাবতী মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, কাছারী ফুটবল মাঠ থেকে মানিকডিহি পর্যন্ত একটি মাটির রাস্তা তৈরির জন্য ৮ লক্ষ টাকার হিসাব দেখানো হয়। তবে রাস্তাটি তৈরিই করা হয়নি। কালীগঞ্জের বিডিও শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় পঞ্চায়েত প্রধান-সহ ৫ কর্মীর বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিডিও শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় বলেন, “কালীগঞ্জ পঞ্চায়েতের প্রধান ও কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।” পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পঞ্চায়েত প্রধান পলাতক। বিজেপি-র ব্লক সভাপতি জয়নারায়ণ ভট্টাচার্য বলেন, “অভিযোগ প্রামাণিত হলে দল তাঁর পাশে থাকবে না। দোষ প্রামাণ হলে শাস্তি পেতে হবে।” দুর্ঘটনায় জখম। লরির সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে জখম হয়েছেন নুরুল ইসলাম নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার বেলডাঙার ঝুানকা মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।

বিজিবির আপত্তিতে বন্ধ মাটি ফেলার কাজ
বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি) আপত্তিতে কৃষ্ণনগরের বিজয়পুর গ্রামের একশো দিনের প্রকল্পের কাজ বন্ধ হয়ে গিয়েছে। একই এলাকাতে একটি রিভার পাম্পের কাজও বন্ধ হয়ে গিয়েছে বিজিবির আপত্তিতে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দীর্ঘ ক্লাস মিটিংও হয়েছে বিএসএফ ও বিজিবির মধ্যে। বিজয়পুর গ্রামটি একেবারেই বাংলাদেশের সীমান্ত লাগোয়া। দুই দেশের মাঝে মাথাভাঙা নদী। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি গ্রামে নদী লাগোয়া রাস্তায় একশো দিনের প্রকল্পে মাটি ফেলার কাজ চলছিল। দীর্ঘদিন ধরে খারাপ থাকা রিভার পাম্পটিও সারিয়ে বিদ্যুৎ সংযোগ করার সময় আপত্তি জানায় বিজিবি। মাটিয়ারি-বানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের প্রদীপ বিশ্বাস বলেন, “গ্রামের মানুষের জন্য মাটি কাটা খুবই জরুরি। কিন্তু বিজিবি আপত্তি জানাচ্ছে। নদীর ওপার থেকে রীতিমতো গুলি করার হুমকি দিচ্ছে। বাধ্য হয়েই আমরা কাজ বন্ধ করে দিয়েছে।” জেলা শাসক অভিনব চন্দ্রা বলেন, “বিজিবি আপত্তি করায় কাজ বন্ধ হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে ক্লাস মিটিংও হয়েছে। তবে খোঁজ নিয়ে দেখেছি যে এলাকায় কাজ হচ্ছিল সেটা পুরোপুরি ভারতেরই ভূখণ্ড। বিজিবি কোনও ভাবেই আপত্তি করতে পারেনা।”

বিজিবির আপত্তিতে বন্ধ মাটি ফেলার কাজ
বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি) আপত্তিতে কৃষ্ণনগরের বিজয়পুর গ্রামের একশো দিনের প্রকল্পের কাজ বন্ধ হয়ে গিয়েছে। একই এলাকাতে একটি রিভার পাম্পের কাজও বন্ধ হয়ে গিয়েছে বিজিবির আপত্তিতে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দীর্ঘ ক্লাস মিটিংও হয়েছে বিএসএফ ও বিজিবির মধ্যে। বিজয়পুর গ্রামটি একেবারেই বাংলাদেশের সীমান্ত লাগোয়া। দুই দেশের মাঝে মাথাভাঙা নদী। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি গ্রামে নদী লাগোয়া রাস্তায় একশো দিনের প্রকল্পে মাটি ফেলার কাজ চলছিল। দীর্ঘদিন ধরে খারাপ থাকা রিভার পাম্পটিও সারিয়ে বিদ্যুৎ সংযোগ করার সময় আপত্তি জানায় বিজিবি। মাটিয়ারি-বানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের প্রদীপ বিশ্বাস বলেন, “গ্রামের মানুষের জন্য মাটি কাটা খুবই জরুরি। কিন্তু বিজিবি আপত্তি জানাচ্ছে। নদীর ওপার থেকে রীতিমতো গুলি করার হুমকি দিচ্ছে। বাধ্য হয়েই আমরা কাজ বন্ধ করে দিয়েছে।” জেলা শাসক অভিনব চন্দ্রা বলেন, “বিজিবি আপত্তি করায় কাজ বন্ধ হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে ক্লাস মিটিংও হয়েছে। তবে খোঁজ নিয়ে দেখেছি যে এলাকায় কাজ হচ্ছিল সেটা পুরোপুরি ভারতেরই ভূখণ্ড। বিজিবি কোনও ভাবেই আপত্তি করতে পারেনা।”

বকেয়ার দাবিতে বিক্ষোভ
বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে বুধবার কল্যাণীতে বিক্ষোভ দেখান ঠিকাদারেরা। পিএইচই দফতরের জেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চম্পক ভট্টাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখান জেলা পিএইচই কন্ট্রাকটর্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সম্পাদক পরেশ কর্মকার বলেন, “২০০৯ সাল থেকে ১৬৩ জন ঠিকাদার কোনও টাকা পাচ্ছেন না। বকেয়া টাকার পরিমাণ প্রায় ২ কোটি ৭২ লক্ষ টাকা। বারবার আশ্বাস মিললেও টাকা পাওয়া যায়নি। বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।” এ দিন সন্ধ্যায় মৌখিক প্রতিশ্রুতি পাওয়ার পরে বিক্ষোভ তুলে নেওয়া হয়। চম্পকবাবু বলেন, “বিধানসভা নির্বাচনের সময় জরুরি ভিত্তিতে কিছু কাজ করা হয়েছিল। তার টাকা পাওয়া যায়নি।”

যুব ক্লাব বিনিময় কর্মসূচি
কেন্দ্রীয় সরকারের নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে ‘যুব ক্লাব বিনিময়’ কর্মসচীতে যোগ দিতে এসেছিলেন বিহারের বিভিন্ন ক্লাবের ২০ জন সদস্য। চাকদহের ক্লাবের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেন তাঁরা। বিভিন্ন সামাজিক কাজে স্থানীয় ক্লাবগুলির ভূমিকা নিয়ে ওই প্রতিনিধি দলের সদস্যরা পাঠ নেন গত কয়েক দিনে। বৃক্ষরোপণ থেকে রক্তদান শিবির আয়োজন, এমনকী এলাকার মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারেও তাঁদের সচেতন করা হয়। বিহার থেকে আসা দলটির টিম ম্যানেজার অতুল সিংহ বলেন, “এখানে এসে বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ফিরে গিয়ে তা কাজে লাগানোর চেষ্টা করব।”

টাকা চুরি করে ধৃত যুবক
ওষুধের দোকানে চুরি করায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। তাহেরপুরের বড়বাজার এলাকায় বুধবার সন্ধ্যায় ওই চুরি হয়। ধৃতের নাম সুকুমার দাস। তার কাছ থেকে চুরি হওয়ায় ৬২ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন দোকানের মালিক পাশেই জল আনতে যান। অভিযোগ, ফাঁকা দোকান পেয়েই ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করে উধাও হয়ে যায় সুকুমার। অভিযোগ দায়ের হয় থানায়। রাতেই পুলিশ গ্রেফতার করে সুকুমারকে। পুলিশের দাবি, জেরা করায় সে চুরির ঘটনা স্বীকার করেছে।

অপহরণে কারাদণ্ড
নাবালিকাকে অপহরণ করে নির্যাতন করার অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড হল এক ব্যক্তির। বৃহস্পতিবার কান্দির অতিরিক্ত দায়রা আদালতে বিচারক পিনাকীরঞ্জন ঝা এর এজলাসে ওই সাজা ঘোষণা করা হয়। অভিযুক্তের নাম নিমাই হালদার, বাড়ি খড়গ্রামে। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৭ সালে নিমাই খড়গ্রামেরই এক নাবালিকাকে অপহরণ করে তাকে পাচার করার চেষ্টা করে। মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে নিমাইকে পুলিশ গ্রেফতার করে। পুলিশের জেরায় সমস্ত স্বীকারও করে সে। গত বুধবার আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় এ দিন তার সাজা হয়। এ ছাড়া পাঁচশো টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাস জেল হাজতেরও নির্দেশ দেওয়া হয়েছে।

টাকা চুরি করে ধৃত
ওষুধের দোকানে চুরি করায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। তাহেরপুরের বড়বাজার এলাকায় বুধবার সন্ধ্যায় ওই চুরি হয়। ধৃতের নাম সুকুমার দাস। তার কাছ থেকে চুরি হওয়ায় ৬২ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন দোকানের মালিক পাশেই জল আনতে যান। ফাঁকা দোকান পেয়েই ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করে উধাও হয়ে যায় সুকুমার। রাতেই পুলিশ গ্রেফতার করে সুকুমারকে। জেরা করায় সে চুরির ঘটনা স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে অর্জুন রাজবংশী (২২) নামে এক যুবকের। বাড়ি কান্দির আলঙ্গপুর গ্রামে। বুধবার রাতে তিনি মারা যান। পুলিশের অনুমান কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমিতে কীটনাশক ছড়াতে গিয়ে কীটনাশক খান অর্জুনবাবু। কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসা শুরুর পরেই তিনি মারা যান।

ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু
বালিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয়েছে জিন্নাতুন খাতুন (৮) নামে এক বালিকার। বৃহস্পতিবার দুপুরে উমরাপুর গ্রামীণ সড়কে দুর্ঘটনাটি ঘটে। জিন্নাতুন গ্রামের স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। এ দিন বাড়ি ফেরার সময়ে দুর্ঘটনায় মৃত্যু হয় তার। পুলিশ জানায়, ট্রাক্টরটি আটক করা হয়েছে।

জুয়ার ঠেকে ধৃত ৮
সারগাছি বাজারের একটি জুয়ার ঠেক থেকে বুধবার রাতে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঠেক থেকে ১৩ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

সতর্ক বার্তা
ছবি: সুদীপ ভট্টাচার্য।
কৃষ্ণনগর পুলিশ লাইনের প্রবেশ পথে ঝুলছে এমনই সতর্ক বার্তা। দিন কয়েক ধরে জেলা পুলিশে কনস্টেবল নিয়োগ শুরু হয়েছে। নদিয়ার পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র জানিয়েছেন, সাম্প্রতিক অতীতে এই চাকরির পরীক্ষায় প্রতারণার অভিযোগে দু’জন পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সে জন্যই এই সতর্কতা। পাশাপাশি, এ সময়ে প্রতারকদের দৌরাত্ম্যও নতুন নয়। চাকরি দেওয়ার নাম করে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে সরে পড়ে তারা। তাই আগাম সতর্কতা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.