টুকরো খবর
শ্লীলতাহানিতে অভিযুক্ত প্রধান
এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে হাওড়ার ডোমজুড়ের দক্ষিণ ঝাঁপড়দহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে। আজমান শিকারি নামে ওই প্রধানের খোঁজে চার দিন ধরে নানা জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। তিনি পলাতক বলে পুলিশ জানিয়েছে। এ দিকে, প্রধান পঞ্চায়েতে না-আসায় গ্রামোন্নয়নের কাজ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। গত ২৯ ফেব্রুয়ারি সকালে গড়বাগান এলাকার একটি নির্জন জায়গায় প্রধান ওই মহিলার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। ওই এলাকাতেই প্রধানের বাড়ি। মহিলার চিৎকারে গ্রামবাসীরা এসে তাঁকে উদ্ধার করেন। মহিলার অভিযোগ, ওই দিনই গ্রামবাসীদের নিয়ে তিনি থানায় গেলেও পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। এর পরে মহিলা হাওড়া সিজেএম আদালতে মামলা করলে দিন চারেক আগে আদালত প্রধানের বিরুদ্ধে তদন্ত করার জন্য ডোমজুড় থানাকে নির্দেশ দেয়। তারই ভিত্তিতে পুলিশ প্রধানের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করে। প্রথমে কেন অভিযোগ নেওয়া হয়নি, সেই প্রশ্নের উত্তরে জেলা পুলিশের এক কর্তা বলেন, “ওই মহিলার হয়ে গ্রামবাসীরা থানায় স্মারকলিপি দিয়ে গিয়েছিলেন। মহিলাকে বলা হয়েছিল ব্যক্তিগত ভাবে অভিযোগ দায়ের করতে। তিনি তা করেননি।” প্রধানের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তবে, জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল সভাপতি বিমান চক্রবর্তী বলেন, “প্রধানকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তদন্ত হলেই প্রকৃত ঘটনা জানা যাবে।”

বেআইনি অস্ত্র ‘মজুত’, গ্রেফতার কংগ্রেস কর্মী

নিজস্ব চিত্র
বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করা হল এক কংগ্রেস কর্মীকে। পূর্ব কৃষ্ণপুর গ্রামের ওই ব্যক্তির নাম জয়নাল খা। বুধবার বিকালে তাঁকে মহকুমাশাসকের দফতর-সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে চার দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালের ১৫ নভেম্বর পূর্ব কৃষ্ণপুর গ্রামে জয়নালের এক আত্মীয়ের ব্যবসার জায়গা থেকে কিছু বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। অভিযোগ, ওই সমস্ত বেআইনি অস্ত্র ও বোমা জয়নাল-ই লুকিয়ে রেখেছিলেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই কংগ্রেস কর্মী। প্রসঙ্গত, ঘটনার সময়ে জয়নাল সিপিআই কর্মী হিসাবেই পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার সপ্তাহখানেকের মধ্যেই তিনি যোগ দেন কংগ্রেসে। এ বিষয়ে আরামবাগের কংগ্রেস নেতা প্রভাত ভট্টাচার্য বলেন, “মিথ্যা অভিযোগে ওঁকে ফাঁসানো হয়েছে।”

সিঙ্গুরে অগ্নিদগ্ধ বধূর মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে সিঙ্গুরের নিজামপুরে বাপেরবাড়ি থেকে রেখা ভাণ্ডারী (১৮) নামে ওই বধূকে অগ্নিদগ্ধ অবস্থায় শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার রাতে তিনি মারা যান। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তিতে আত্মঘাতী হয়েছেন ওই বধূ। বছর খানেক আগে রেখার সঙ্গে সিঙ্গুরের বড়ারই বাসিন্দা অরুণ ভাণ্ডারীর বিয়ে হয়। পুলিশ অফিসারেরা জানান, অরুণের দু’টি বিয়ে। প্রথম বিয়ের কথা লুকিয়ে তিনি রেখাকে বিয়ে করেন। বিয়ের পর দু’জনের মধ্যে অশান্তি চলছিল। অরুণ রেখাকে নিয়ে নিজামপুরেই ভাড়া থাকতেন। গত কয়েক মাস ধরে রেখা বাপের বাড়িতেই থাকছিলেন। সোমবার অরুণ শ্বশুরবাড়িতে যান। রাত ১২টা নাগাদ স্ত্রীকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখে তাঁকে বাঁচাতে গিয়ে অরুণের বাঁ হাত পুড়ে যায়।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হুগলির নসিবপুরের ঘোষপাড়ায়। পুলিশ জানায়, মৃতের নাম শ্রীকুমার ঘোষ (১৬)। সে নসিবপুর উচ্চ বিদ্যালয়ে পড়ত। তার বাড়ির লোকজন জানিয়েছেন, এ দিন সকালে সে বাড়ির পাশের পুকুরে মুখ ধুতে যায়। বিদ্যুৎ পরিবাহী একটি তার ছিঁড়ে পুকুরে পড়েছিল। ফলে, জলেও বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। জলে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় ছেলেটি। তাকে উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। দেহের ময়না-তদন্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মারামারি, জখম একাধিক
ছবি: প্রকাশ পাল
একটি জায়গার দখলকে কেন্দ্র করে দু’টি বাড়ির বিবাদ গড়াল মারামারি পর্যন্ত। দু’পক্ষই পরস্পরের দিকে অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ। অন্তত চার জন জখম হন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে শ্রীরামপুরের প্রভাসনগরে। লীলাবতী দেবী এবং শিবসাগর মিশ্র নামে দু’পক্ষের দু’জনের চোখে অ্যাসিড পড়ে। দু’জনকেই শ্রীরামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শিবসাগরকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। লীলাবতীদেবীর তরুণী মেয়েও ওই হাসপাতালে ভর্তি। তাঁদের ঘরও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

জীবনবিমা মেলা
ডাক বিভাগের উদ্যোগে ‘ডাক জীবন বিমা মেলা’ অনুষ্ঠিত হল আরামবাগের মায়াপুর সাব পোস্ট অফিসে। বৃহস্পতিবারের মেলায় ওই সাব পোস্ট অফিসের অধীনে ১৩টি শাখা ডাকঘর যোগ দেয়। মেলায় ৪৫৮টি পলিসি হয়, যার বিমারাশি প্রায় ৫৪ লক্ষ ৭৫ হাজার টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকবিভাগের উত্তর হুগলি শাখার সুপার তিনকড়ি ঘোষ, আরামবাগ মহকুমা ডাকবিভাগের পরিদর্শক চন্দ্রকান্ত পালধি প্রমুখ।

আলোচনা সভা
কলকাতার একটি বীজআলু উৎপাদক সংস্থা ও রামনগরের টিস্যু কালচার বীজআলুর উৎপাদক সংস্থার যৌথ উদ্যোগে উন্নত প্রথায় টিস্যু কালচার বীজআলু চাষের প্রয়োজনীয়তা নিয়ে আজ শুক্রবার আরামবাগের রামনগরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

দুর্ঘটনায় মৃত প্রৌঢ়া

রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ার। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে আরামবাগের রাস্তার বড়ুই গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সন্ধ্যা বাড়ুই (৫৫)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.