|
|
|
|
শান্তি রক্ষায় ফের আবেদন মুখ্যমন্ত্রীর |
নিজস্ব সংবাদদাতা |
শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য আরও এক বার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা শহর ও সন্নিহিত কিছু এলাকায় মঙ্গলবার অশান্তির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শান্তি রক্ষার জন্য আবেদন জানিয়েছিলেন। বৃহস্পতিবার আরও একবার তিনি এই আবেদন জানান। এ দিন মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বলেন, “কিছু মহল থেকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিভিন্ন কায়দায় ফের উস্কানিমূলক প্রচার ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।” মুখ্যমন্ত্রীর আবেদন, “হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলে শুক্রবার শান্তির জন্য প্রার্থনা করুন। যাতে মানুষের কল্যাণ হয়, জগতের কল্যাণ হয়।” তিনি বলেন, “আমার-আপনার ঘরের ছেলেমেয়েরাই উচ্চমাধ্যমিক, মাদ্রাসা বোর্ড ইত্যাদি পরীক্ষা দিচ্ছে। তাদের যাতে কোনও অসুবিধে না হয় তাই কোনও রকম অবাঞ্ছিত সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।” মুখ্যমন্ত্রীর অভিযোগ, “কেউ কেউ রাজনীতিতে যখন দেউলিয়া হয়ে যান তখন এ সব কাজে মাথা ঘামিয়ে ফেলেন। রাজনীতির স্বার্থে এই ধরনের হানাহানির অন্ধকার জগতে কেউ যেন না যায়।” পরে সন্ধ্যায় মহাকরণে কলকাতার কয়েক জন ধর্মীয় নেতার সঙ্গে বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে আজ, শুক্রবার শান্তির আবেদন জানাতে বলেন তিনি। তার আগে মন্ত্রিসভার বৈঠকেও সমস্ত মন্ত্রী ও বিধায়কদেরও সম্প্রীতি রক্ষার কাজে সতর্ক থাকতে বলেন মুখ্যমন্ত্রী। |
|
|
|
|
|