প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল ও বিশিষ্ট আইনজীবী বলাই রায় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৭ বছর। চার দিন আগেও বলাইবাবু ঢাকুরিয়ার আমরি হাসপাতালের কর্তাদের জামিনের পক্ষে কলকাতা হাইকোর্টে সওয়াল করেছিলেন। মঙ্গলবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন, সেই আমলেই বলাইবাবু অ্যাডভোকেট জেনারেল হন। সেই সময়েই নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই কাণ্ডের মতো মামলায় তিনি সরকার পক্ষের হয়ে সওয়াল করেছেন। সিপিএমের হয়ে এক বার সাংসদও হয়েছিলেন বলাইবাবু।
|
ফ্ল্যাট কেনাবেচা নিয়ে গোলমালে বৃহস্পতিবার উত্তপ্ত হল এন্টালির বেচুলাল স্ট্রিট। অভিযোগ, লোক এনে প্রোমোটার মহম্মদ ঔরঙ্গজেবকে খুনের চেষ্টা করেন ক্রেতা আফজল আক্রম। তাই পাড়ার ছেলেরা আফজল ও তাঁর দুই ভাইকে মারধর করেন বলে অভিযোগ। পুলিশ আফজলদের উদ্ধার করে। আফজলের অভিযোগ, দাবি মতো টাকা না দেওয়ায় ঔরঙ্গজেব পাড়ার ছেলেদের খেপিয়ে তাঁদের মারধর করেন। গাড়ি ভাঙচুর করা হয়। |