কড়া সমালোচনায় সূর্য
ইনফোসিসকে এসইজেড নয়, বিধানসভায় মমতা
বাম আমলে এ রাজ্যে বিভিন্ন সংস্থাকে ‘এসইজেড’ করতে দিয়ে কৃষিজমি নষ্ট করা হয়েছে বলে নতুন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি ফের স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, দেশের অগ্রণী তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস-কে এসইজেড-এ করার সুযোগ দেওয়া যাবে না। এ দিন বিধানসভায় এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য, “ইনফোসিস গেলে কী করব!”
ইনফোসিসের এসইজেড প্রসঙ্গে রাজ্য সরকারের এই অবস্থানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে বিধানসভা ভবনে সূর্যবাবু সাংবাদিকদের বলেন, “ইনফোসিস-এর জন্য নতুন সরকারকে জমি দিতে হচ্ছে না। এসইজেড-এর ‘স্ট্যাটাস’ নিয়ে উনি (মুখ্যমন্ত্রী) যা বললেন, তার থেকে ইনফোসিসের বিষয়টি আলাদা।” কেন আলাদা, তাঁর ব্যাখ্যা দিতে গিয়ে সূর্যবাবু বলেন, “ইনফোসিসের প্রকল্প হবে একটি ক্যাম্পাসে। যেমন, মণিকাঞ্চন প্রকল্প। এতে কী অসুবিধা হচ্ছে, বোঝা যাচ্ছে না। ইনফোসিসের জন্য তো কেউ নন্দীগ্রাম বা সিঙ্গুরের জমিতে হাত দিতে বলছে না!” সেই সঙ্গেই তাঁর হুঁশিয়ারি, “মুখ্যমন্ত্রী তাঁর মনোভাব না বদলালে বাংলার শিল্পায়নে দুর্দিন আসবে।”
নিজেদের নতুন ক্যাম্পাস করার জন্য বাম আমলে রাজারহাটের নিউটাউনে ৫০ একর জমি কেনে ইনফোসিস। তার পর থেকেই শুরু হয়েছে যাবতীয় বিতর্ক। ২০১০ সালে ইনফোসিসের জন্য জমি চিহ্নিত করার সময়ই বাম সরকার তাদের স্পেশ্যাল ইকনোমিক জোন (এসইজেড)-এর প্রতিশ্রুতি দিয়েছিল। সেই সূত্র ধরেই এখন সংস্থাটি এসইজেড-এর দাবি তুলেছে।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাতে নারাজ। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে এসইজেড বাতিলের ঘোষণা ছিল। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী। এর আগে তিনি মহাকরণে দাঁড়িয়েও জানিয়ে দিয়েছিলেন, ইনফোসিসকে এসইজেড-এর মর্যাদা দেওয়া হবে না। এ দিন ইনফোসিসের এসইজেড প্রসঙ্গে বলতে গিয়ে বিধানসভায় দাঁড়িয়ে আদর্শ, নীতি এবং নিজের ২৬ দিন অনশনের কথাও তোলেন মমতা।
ইনফোসিসের এসইজেড-জট ছাড়াতে সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকার ইতিমধ্যেই বৈঠক করেছে। সমস্যা সমাধানে দু’পক্ষই পথ খোঁজার চেষ্টা করছে। রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের আশা, নিশ্চয়ই কোনও সমাধান সূত্র বেরোবে। কিন্তু অন্তর্বর্তী সময়ে মুখ্যমন্ত্রী কেন আবার বিষয়টি বিধানসভায় তুলতে গেলেন, তা অনেকের কাছেই বোধগম্য নয়।
এ দিন ইনফোসিস প্রসঙ্গটি বিধানসভায় তোলেন সূর্যকান্ত মিশ্র। রাজ্যপালের ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “ইনফোসিস নিয়ে কী হচ্ছে? এই নিয়ে কোনও ভুল বার্তা গেলে কিন্তু চিন্তার বিষয় হবে। আমি সরকারকে বলব, সতর্ক হয়ে এগোন।” জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “ইনফোসিস গেলে কী করব? আমি আদর্শ তো বদলাতে পারি না। এর জন্যই তো ২৬ দিন অনশন করেছিলাম।” তাঁর কথায়, “আদর্শ তো আর জামাকাপড় নয় যে, যেমন খুশি বদলালাম! আমি পার্টির মিটিংয়ে বিড়ি খাব, আর বাড়িতে গিয়ে সিগারেটএটা আমি করতে পারব না। আমি এসইজেড দিতে পারব না।” বিরোধী দলনেতার উদ্দেশে পাল্টা অভিযোগ তুলে মমতা বলেন, “এসইজেড দিয়েছেন আপনারা। এ জন্য কৃষিজমি কমে গিয়েছে। সর্বনাশ হয়েছে। আমি বলে দিতে চাই, এসইজেড হবে না। তার বদলে ইনফোসিস যা সাহায্য চায়, আমরা সব করব।”
এসইজেড সম্পর্কে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে সূর্যবাবু পরে বলেন, “যেখানে লক্ষ লক্ষ একর জমি কোনও নির্দিষ্ট উদ্দেশ্য ও নিয়ন্ত্রণ ছাড়াই হাতে রাখা হয়েছে, সেখানে এসইজেড-এর মর্যাদা দিতে অসুবিধা হতে পারে। এ ক্ষেত্রে আমাদেরও আপত্তি রয়েছে। এ জন্য এসইজেড আইনে সংশোধনী আনতে কেন্দ্রকে আমরা প্রস্তাবও দিয়েছি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.