টুকরো খবর
সেতুর দাবি, অনশনে অসুস্থ তিন
প্রশাসনের আশ্বাসের পরেও চতুর্থ দিনে পড়ল সেতুর দাবিতে চলা অনশন। এ দিকে, অনশন চলাকালীন বৃহস্পতিবার সন্ধ্যায় আরও তিন জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের বশোয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। মাড়গ্রাম থানার দুনিগ্রাম পঞ্চায়েতের সাতটি গ্রামের ১৮ জন বাসিন্দা রামপুরহাট ২ ব্লক অফিসের সামনে রাস্তার ধারে অনশন শুরু করেছেন। তাঁদের দাবি নিয়ে বুধবার অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সৌম্যজিত দাস আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনার পরে সেতু নির্মাণের জন্য প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে তাতে ৬ মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছিলেন তিনি। লিখিত ভাবে বিডিও-র কাছে পাঠিয়ে দেন সৌম্যজিতবাবু। বিডিও-র কাছ থেকে লিখিত ভাবে আশ্বাস পেলে অনশন তুলে নেওয়া হবে বলে আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছিল। অনশনকারী বিনোদ মণ্ডল, অনুপম পাণ্ডে, ইন্দ্রানী মণ্ডলরা বলেন, “অতিরিক্ত জেলাশাসক যে কাগজপত্র বিডিও-র মাধ্যমে ইমেলে পাঠিয়েছেন, তাতে সই, তারিখ, মেমো নম্বর উল্লেখ নেই। এ ধরনের প্রতিশ্রুতি প্রশাসনের ভাঁওতা ছাড়া কিছুই নয়।” সৌম্যজিতবাবু বলেন, “ইমেলে পাঠানো কাগজে কোনও সই না থাকলেও, এ দিন সকালে আমার সই করা ও মেমো নম্বর দিয়ে বিডিও-র কাছে কাগজ পাঠানো হয়েছে। এর পরেও যদি অনশন না ভাঙে, তা হলে আমার আরা কিছু করার নেই।”

বিশ্বভারতীর বিএডে কাটল অচলাবস্থা
ছাত্রদের বিক্ষোভ। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।
ছাত্র পরিষদ নেতৃত্বের সঙ্গে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর ‘শর্ত সাপেক্ষে’ বিএড পাঠ্যক্রমে আবেদনপত্র বিলি ও জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হল বিশ্বভারতীতে। বিএডে আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ছাত্র পরিষদের লাগাতার আন্দোলনের ফলে ওই প্রক্রিয়া বেশ কয়েকদিন ধরে বন্ধ ছিল। উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের নির্দেশে বৈঠকে বসেন বিনয় ভবন কর্তৃপক্ষ। ছাত্র পরিষদের দাবি, আসন সংখ্যা বৃদ্ধি না হলে মেধা তালিকা প্রকাশ করতে দেওয়া হবে না। এ দিকে ছাত্র পরিষদের নেতা সুদীপ্ত গড়াইকে কর্তৃপক্ষের ‘শো কজ’ প্রত্যাহার করা-সহ নানা দাবিতে বৃহস্পতিবার ছাত্র পরিষদের জেলা নেতৃত্ব বিশ্বভারতীর বিনয় ভবনে অবস্থান বিক্ষোভ করেন। বিষয়টি তাঁরা রাজ্যপালকে জানিয়েছেন।

বালিকাকে সাহায্য
নলহাটি থানা এলাকার দৃষ্টিহীন ন’বছরের বালিকার পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী নামে একটি সংগঠন। সংগঠনের জেলা সম্পাদক বদরুদ্দোজা শেখের নেতৃত্বে বৃহস্পতিবার ওই দৃষ্টিহীন বালিকার পরিবারের সঙ্গে দেখা করেন এবং তার সঙ্গে কথা বলেন। বদরুদ্দোজা শেখ বলেন, “ওই বালিকার প্রতি যে অন্যায় হয়েছে তার জন্য দোষী যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ব্যাপারে লিখিত ভাবে নলহাটি থানায় জানিয়েছি। পাশাপাশি সরকারি ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।” তাঁর আশ্বাস, “সংগঠনগত ভাবে ওই বালিকার পোশাক, খাওয়া, লেখাপড়ার দায়িত্ব নেওয়া হবে।” দৃষ্টিহীন ওই বালিকাকে ধর্ষণের অভিযোগে গত মঙ্গলবার রাতে নলহাটির লোহাপুর এলাকার বাসিন্দা কুরবান শেখ নামে ২১ বছরের যুবককে পুলিশ গ্রেফতার করেছে। কুরবান বর্তমানে জেলে রয়েছে।

ঝুলন্ত দেহ উদ্ধার

এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ খয়রাশোল থানা এলাকার শিবপুর গ্রামে ওই গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে দেহটি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম নীলিমা দাস (২৮)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহটি উদ্ধার করার সময় ওই বধূর স্বামী বা শ্বশুরবাড়ির অন্য কোনও সদস্য উপস্থিত ছিল না। দেহটি ময়না-তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দেহ উদ্ধার
রেলসেতুর নীচে সেচখাল থেকে এক এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে বোলপুর থানার রজতপুরের কেটেপুলের কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, যুবকটির মাথায় গভীর ক্ষত রয়েছে।

ছাত্রের মৃত্যু
গাড়ির ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর এক ছাত্রের। বুধবার রাতে বাঁকুড়া শহরের পলাশতলা শ্মশানের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম সন্দীপ ভট্টাচার্য (১২)। মনোহরতলায় তার বাড়ি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.